দ্য বাংলাদেশ টুডে

দ্য বাংলাদেশ টুডে ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা।[1] পত্রিকাটির মুদ্রণ সংখ্যা ইংরেজি ভাষায় প্রকাশিত হলেও অনলাইনে বাংলা ও ইংরেজি দু ভাষাই রয়েছে। ২৬শে জানুয়ারি ২০০২ সালে পত্রিকাটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। বর্তমানে জোবায়ের আলম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

দ্য বাংলাদেশ টুডে
ধরনদৈনিক এবং অনলাইন
সম্পাদকজোবায়ের আলম
প্রতিষ্ঠাকাল২৬শে জানুয়ারি ২০০২
ভাষাইংরেজি
সদরদপ্তর৬৯/কে,কেকে টাওয়ার (লেভেল-০৪),পান্থপথ, ঢাকা-১২০৫
দাপ্তরিক ওয়েবসাইটthebangladeshtoday.com thebangladeshtoday.net

তথ্য মন্ত্রণালযয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৩০শে জুন ২০১৮ তারিখের হিসেব অনুযায়ী, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রচলন সংখ্যা ২২,৫০০ কপি।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Bangladesh on the Tipaimukh Dam: A print media analysis"The Daily Star। ২০১২-০২-১০। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  2. "জাতীয় দৈনিকের প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের হার"বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.