নিউ এজ (বাংলাদেশ)

নিউ এজ (ইং: New Age) ইংরেজী ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ বাংলাদেশী দৈনিক সংবাদপত্র।[1] এটি দেশের মধ্যে সবচেয়ে স্পষ্টভাষী খবরের কাগজগুলোর মধ্যে অন্যতম একটি পত্রিকা।[2] পত্রিকাটির বর্তমান সম্পাদকের দায়িত্ব পালন করছেন নুরুল কবির। অন্যান্য জাতীয় সংবাদপত্রের ন্যায় এটিরও সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

নিউ এজ
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
সম্পাদকনুরুল কবির
ভাষাইংরেজি
সদরদপ্তরহলিডে ভবন, ৩০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
দাপ্তরিক ওয়েবসাইটhttp://www.newagebd.com

২০০৩ সালে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক এনায়েতুল্লাহ খান এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে তিনি ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। ২০০৫ সালে তার মৃত্যুর পর থেকে নুরুল কবির এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Daily English newspaper from Bangladesh - New Age"। Bangladesh Directory। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০২
  2. "Bangladeshi Newspapers"। World Newspapers.com। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.