বাংলাদেশের সংবাদপত্রের তালিকা

বাংলাদেশের সংবাদপত্রের তালিকা বলতে বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইংরেজি ভাষায় প্রাকাশিত পত্রিকাসমূহের একটি তালিকাকে বুঝায়। বাংলাদেশে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এরকম বিভিন্ন প্রকারভেদের পত্রিকা রয়েছে এবং দেশের সকল প্রধান জেলাসমূহে এসব পত্রিকা পাওয়া যায়। তবে শুধুমাত্র জেলাভিত্তিক পত্রিকাও ছাপা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে কোন দৈনিকের সান্ধ্যকালীন সংস্করণ প্রকাশ হয় না। তবে প্রচলিত ব্রডশীটের পত্রিকার পাশাপাশি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বিদ্যমান রয়েছে এবং বর্তমানে অধিকাংশ ছাপানো পত্রিকারও অনলাইন সংস্করণ দেখা যায়।

তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবন্ধন শাখা থেকে সংবাদপত্রের নিবন্ধন প্রদান করা হয়। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ৩০শে জুন ২০১৮ তারিখের হিসেব অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত পত্র-পত্রিকার সংখ্যা ৩০৬১টি (অনলাইন গণমাধ্যম অন্তর্ভূক্ত নয়) যার মধ্যে ১২৬৮টি ঢাকা থেকে এবং ১৭৯৩টি অন্যান্য জেলা থেকে প্রকাশিত হয়।[1] এর মধ্যে দৈনিক ১২১৩টি, অর্ধ-সাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১১৮১টি, পাক্ষিক ২১৩টি, মাসিক ৪১০টি, দ্বি-মাসিক ৮টি, ত্রৈ-মাসিক ২৮টি, চর্তুমাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ১টি পত্রিকা রয়েছে।[1]

বাংলা ভাষায় প্রকাশিত প্রধান সংবাদপত্রসমূহ

দৈনিক (প্রচলন অনুসারে)

সংবাদপত্র প্রতিষ্ঠাকাল মালিকানা/প্রকাশক সম্পাদক প্রচলন
(জুন, ২০১৮)
ওয়েবসাইট
বাংলাদেশ প্রতিদিন১৬ই মার্চ ২০১০ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপনঈম নিজাম৫,৫৩,৩০০[2][3]ওয়েবসাইট
দৈনিক প্রথম আলো৪ঠা নভেম্বর ১৯৯৮[4]মিডিয়া স্টার লিমিটেডমতিউর রহমান[4]৫,০১,৮০০[2][3]ওয়েবসাইট
দৈনিক কালের কন্ঠ১০ই জানুয়ারি ২০১০ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপইমদাদুল হক মিলন২,৯০,২০০[2][5]ওয়েবসাইট
দৈনিক যুগান্তর১লা ফেব্রুয়ারি ১৯৯৯সালমা ইসলামসাইফুল আলম২,৯০,২০০[2][5]ওয়েবসাইট
দৈনিক ইত্তেফাক২৪শে ডিসেম্বর ১৯৫৩ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডতাসমিমা হোসেন[6][7]২,৯০,২০০[2][5]ওয়েবসাইট
দৈনিক জনকণ্ঠ২১শে ফেব্রুয়ারি ১৯৯৩মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদমোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ২,৭৫,০০০[2]ওয়েবসাইট
দৈনিক সমকাল৩১শে মে ২০০৫এ.কে. আজাদমুস্তাফিজ শফি২,৭১,০০০[2]ওয়েবসাইট
দৈনিক আমাদের সময়২০০৩নিউ ভিশন লিমিটেডমোহাম্মদ গোলাম সারওয়ার২,৭০,০০০[2]ওয়েবসাইট
দৈনিক ভোরের কাগজ১৫ই ফেব্রুয়ারি ১৯৯২[8]সাবের হোসেন চৌধুরীশ্যামল দত্ত[8]১,৬১,১৬০[2]ওয়েবসাইট
দৈনিক মানবকণ্ঠ১৫ই অক্টোবর ২০১৩অনামিকা পাবলিকেশন্স লিমিটেডআবু বকর চৌধুরী১,৬১,১৫০[2]ওয়েবসাইট
দৈনিক মানবজমিন১৫ই ফেব্রুয়ারি ১৯৯৭মাহবুবা চৌধুরীমতিউর রহমান চৌধুরী১,৬১,১০০[2]ওয়েবসাইট
দৈনিক সংবাদ১৭ই মে ১৯৫১[9]আলতামাশ কবিরখন্দকার মুনীরুজ্জামান১,২৭,০০০[2]ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব৪ঠা জুন ১৯৮৬ইনকিলাব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স লিমিটেডএ এম এম বাহাউদ্দীন১,২৫,৪৬০[2]ওয়েবসাইট
যায়যায়দিন১৯৯৯যায়যায়দিন প্রকাশনা লিমিটেডসাঈদ হোসেন চৌধুরী১,১৬,০০০[2]ওয়েবসাইট
দৈনিক নয়া দিগন্ত২৫শে অক্টোবর ২০০৪দিগন্ত মিডিয়া করপোরেশনআলমগীর মহিউদ্দিন৯০,৬৫০[2]ওয়েবসাইট
দৈনিক আজাদী
(চট্টগ্রাম থেকে প্রকাশিত)
৫ই সেপ্টেম্বর ১৯৬০[10]এমএ মালেকএমএ মালেক৫৬,০০০[2]ওয়েবসাইট
দৈনিক জনতা১৫ই জুন ১৯৮৩রোমাক্স লিমিটেডআহ্সান উল্লাহ্৫০,১১০[2]ওয়েবসাইট
দৈনিক পূর্বকোণ
(চট্টগ্রাম থেকে প্রকাশিত)
১০ই ফেব্রুয়ারি ১৯৮৬[11]এমএ মালেকএমএ মালেক৫৫,০০০[2]ওয়েবসাইট
দৈনিক সংগ্রাম১৭ই জানুয়ারি ১৯৭০[12]বাংলাদেশ পাবলিকেশন লিমিটেডআবুল আসাদ৩২,০২০[2]ওয়েবসাইট
আমাদের অর্থনীতি২০১১নাঈমুল ইসলাম খাননাসিমা খান মন্টিওয়েবসাইট
আলোকিত বাংলাদেশ২০১৩আলোকিত মিডিয়া লিমিটেডকাজী রফিকুল আলমওয়েবসাইট
দৈনিক সময়ের আলো২ মার্চ ২০১৯গাজী আহেমদ উল্লাহ- আমিন মোহাম্মদ গ্রুপকমলেশ রায় (ভারপ্রাপ্ত)৬০,০০০ওয়েবসাইট
দৈনিক বণিক বার্তা৭ জুন ২০১১বিজ বাংলা মিডিয়া লিমিটেডদেওয়ান হানিফ মাহমুদওয়েবসাইট

ইংরেজি ভাষায় প্রকাশিত প্রধান সংবাদপত্রসমূহ

দৈনিক (প্রচলন অনুসারে)

বাংলাদেশে মিডিয়া হিসেবে তালিকাভুক্ত ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৩৭টি।[2] তার মধ্যে নিচে প্রচলন বা সার্কুলেশন অনুসারে উল্লেখযোগ্য কয়েকটি দেওয়া হয়েছে।

সংবাদপত্র প্রতিষ্ঠাকাল মালিকানা/প্রকাশক সম্পাদক প্রচলন
(জুন, ২০১৮)
ওয়েবসাইট
দ্য ডেইলি স্টার১৪ই জানুয়ারি ১৯৯১[13]মাহফুজ আনাম[13]মাহফুজ আনাম[14][15]৪৪,৮১৪[2]ওয়েবসাইট
দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস১৯৯৩ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেড (আইপিএল)শহীদুজ্জামান খান[16]৩৯,০১০[2]ওয়েবসাইট
ডেইলি সান২৪শে অক্টোবর ২০১০ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপএনামুল হক চৌধুরী[17]৩৮,৮০০[2]ওয়েবসাইট
দি এশিয়ান এজএক্সপ্রেস মিডিয়া লিমিটেডজেসমিন চৌধুরী৩৮,৮০০[2]ওয়েবসাইট
দ্য ডেইলি অবজার্ভার১লা ফেব্রুয়ারি ২০১১[18]অবজার্ভার লিমিটেডইকবাল সোবহান চৌধুরী[18]৩৮,৭৫০[2]ওয়েবসাইট
ঢাকা ট্রিবিউন১৯শে এপ্রিল ২০১৩২এ মিডিয়া লিমিটেডজাফর সোবহান[19]৩৮,৭০০[2]ওয়েবসাইট
দ্য নিউ নেশনমইনুল হোসেনএএম মোফাজ্জল[20]৩৮,৬৫০[2]ওয়েবসাইট
নিউ এজজুন, ২০০৩[21]মিডিয়া নিউ এজ লিমিটেডনুরুল কবির[22][23]৩৮,৬০০[2]ওয়েবসাইট
ইনডিপেনডেন্ট২৬শে মার্চ ১৯৯৫[24]ইনডিপেনডেন্ট পাবলিকেশন্স লিমিটেডএম শামসুর রহমান[23][25][25][26]৩৭,৮০০[2]ওয়েবসাইট
দ্য নিউজ টুডেপ্রাইম মাল্টিমিডিয়া লিমিটেডমোসলেম উদ্দিন আহমেদ২৪,০১০[2]ওয়েবসাইট
দ্য বাংলাদেশ টুডে২৬শে জানুয়ারি ২০০২জোবায়ের আলমজোবায়ের আলম২২,৫০০[2]ওয়েবসাইট
দ্য আওয়ার টাইম২০১২নাঈমুল ইসলাম খাননাঈমুল ইসলাম খান২১,৫০০[27]ওয়েবসাইট

অনলাইনে প্রকাশিত প্রধান সংবাদপত্রসমূহ

সংবাদপত্র প্রতিষ্ঠাকাল সম্পাদক ওয়েবসাইট
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম২৩শে অক্টোবর ২০০৬[28]তৌফিক ইমরোজ খালিদীওয়েবসাইট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম১ জুলাই ২০১০আলমগীর হোসেনওয়েবসাইট
জাগোনিউজ২৪.কম১০ মে ২০১৪মহিউদ্দিন সরকার[29]ওয়েবসাইট
বাংলা ট্রিবিউন১৩ মে ২০১৪জুলফিকার রাসেল[30]ওয়েবসাইট
বিবিসি বাংলা১১ অক্টোবর ১৯৪১সাবির মুস্তফাওয়েবসাইট
প্রিয়.কম২০১১ সালসাবির মুস্তফাওয়েবসাইট

সংবাদ সংস্থাসমূহ

১৯৭২ সালের পূর্বে বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থাসমূহের স্থানীয় অফিস চালু ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়া পর প্রথম ১৯৭২ সালে পূর্ণাঙ্গ সংবাদ সংস্থা হিসেবে বাসস যাত্রা শুরু করে।

সংবাদ সংস্থা প্রতিষ্ঠাকাল ধরন ওয়েবসাইট মন্তব্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)১লা জানুয়ারি ১৯৭২[31]জাতীয়ওয়েবসাইটএসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর ঢাকা ব্যুরো অফিসকে রূপান্তরের মাধ্যমে ১৯৭২ সালের ১লা জানুয়ারি সরকারি এই সংস্থাটি গঠিত হয়।[31]
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)১৯৮৮[31]বেসরকারিওয়েবসাইটবেসরকারিখাতে বাংলাদেশি এ সংবাদ সংস্থাটি ১৯৮৮ সালে চালু হয়।[31]

বন্ধ সংবাদপত্রসমূহ

সংবাদপত্র প্রতিষ্ঠাকাল মালিকানা/প্রকাশক সম্পাদক (সর্বশেষ) বন্ধের তারিখ
বেঙ্গল টাইমস১৮৭১[32]ইসি কেম্পইসি কেম্প[32]অজানা
দৈনিক আজাদ৩১শে অক্টোবর ১৯৩৬[33]মোহাম্মদ আকরম খাঁ[33]কামরুল আনাম খান১৯৯০[33]
দ্য বাংলাদেশ অবজার্ভার১১ই মার্চ ১৯৪৯[34][35]ইকবাল সোবহান চৌধুরী৮ই জুন ২০১০[36][37]
দৈনিক গণকণ্ঠ১০ই জানুয়ারি ১৯৭২[38]আল মাহমুদ১৮ই এপ্রিল ১৯৭৪
সাপ্তাহিক হক-কথা২৫শে ফেব্রুয়ারি ১৯৭২[39]আবদুল হামিদ খান ভাসানীসৈয়দ ইরফানুল বারী[39]
সাপ্তাহিক বিচিত্রা১৯৭২১৯৯৬
দৈনিক আজকের কাগজ১৯৯১কাজী শাহেদ আহেমদ২০শে সেপ্টেম্বর ২০০৭[40]
সাপ্তাহিক ২০০০১৯৯৮[41]ট্রান্সকম গ্রুপ[42]মঈনুল আহসান সাবের[41]২৯শে অক্টোবর ২০১৪[41][42]
দৈনিক আমার দেশ২০০৪হাশমত আলী[43]মাহমুদুর রহমান[22][23][44]১১ই এপ্রিল ২০১৩[45][46]

তথ্যসূত্র

  1. "সারাদেশে নিবন্ধিত পত্র-পত্রিকার পরিসংখ্যান"বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় দৈনিকের প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের হার"বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  3. "Bangladesh Pratidin tops circulation list"। ১১ মার্চ ২০১৪।
  4. "Bangladesh through Matiur Rahman of Prothom Alo's eyes"। Adgully.com। ২০১৩-০৪-২২।
  5. Pratidin, Bangladesh। "প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন - বাংলাদেশ প্রতিদিন"
  6. "ইত্তেফাকের প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন"
  7. "ইত্তেফাকের সম্পাদক হলেন তাসমিমা হোসেন - রাজধানী - The Daily Ittefaq"
  8. Bhorerkagoj। "আজকের কাগজ ভোরের কাগজের সেই সব দিন"www.bhorerkagoj.com
  9. "সংবাদ, দৈনিক - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  10. "আজাদী, দৈনিক - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  11. BanglaNews24.com। "৩৩ বছরে প্রবেশ, ভালোবাসায় সিক্ত পূর্বকোণ"
  12. "দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী"
  13. "About Us"। ১২ অক্টোবর ২০১৪।
  14. বাংলা, কাদির কল্লোল বিবিসি; ঢাকা। "মাহফুজ আনাম ইস্যুতে আওয়ামী লীগে ভিন্ন ভিন্ন মত"BBC News বাংলা
  15. Pratidin, Bangladesh। "ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তৃতীয় মাত্রায় যা বললেন মাহফুজ আনাম - বাংলাদেশ প্রতিদিন"
  16. "Roundtable stresses guideline to get private sector in CSR funding"The Daily Star। ২০১০-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৯
  17. Kantho, Kaler। "ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী - কালের কণ্ঠ"
  18. "Working for Journalistic Excellence At The Daily Observer" (PDF)bracu.ac.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  19. "Dhaka Tribune set to launch 19 April"। natunbarta.com। ২০১৩-০৪-০৮। ২০১৩-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৭
  20. "টাঙ্গাইলের তিন গুণীজনকে সংবর্ধনা" line feed character in |শিরোনাম= at position 15 (সাহায্য)
  21. "New Age"New Age - The Outspoken Daily
  22. New Age (২০১০-০৬-০৬)। "27 editors condemn Amar Desh closure"। Dhaka Mirror। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৯
  23. "15 editors concerned"The Daily Star (Bangladesh)। ২০১৩-০৫-২৫।
  24. Version, The Independent Online and Print। "Service Page"www.theindependentbd.com
  25. "13 editors condemn death threat to Golam Sarwar"New Age। Dhaka। ২০১২-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৯
  26. "'সাংবাদিকতার আকর্ষণ থেকে আমি কখনই বের হতে পারি নাই'"। ২১ জুন ২০১৭ www.bbc.com-এর মাধ্যমে।
  27. "পত্রিকার প্রচলনের হার ও বিজ্ঞানমূল্য" (PDF)বাংলাদেশ চলচ্চিত্র ও পরিসংখ্যান অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯
  28. "বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধের নির্দেশ"
  29. "জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মহিউদ্দিন সরকার"
  30. "৪ বছরে বাংলা ট্রিবিউন (ভিডিও)"
  31. "সংবাদ সংস্থা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  32. "বেঙ্গল টাইমস, দি - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  33. "আজাদ, দৈনিক - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  34. Huq Chowdhury, Hamidul। Memoirs। Al Helal Printing & Publishing। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২
  35. "Bangladesh Observer closed down"Thaindian.com। Indo-Asian News Service। জুন ৮, ২০১০।
  36. "Special: Requiem for the Observer"bdnews24.com। মার্চ ২৩, ২০০৯। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-০৬
  37. Haque, A.N.M. Nurul। "Obituary of the Observer"। The Daily Star। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২
  38. "মায়াবী পর্দার চিত্রকল্পময় কবি - পথিকৃত্ - The Daily Ittefaq"
  39. "১৭ নবেম্বর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানীর জীবন : ১৯৭২-১৯৭৬"
  40. "Ajker Kagoj shut down"AsiaMedia। The Asia Institute, University of California। ২০০৭-০৯-২০। ২০০৭-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-১২
  41. "জনপ্রিয় সাপ্তাহিক ২০০০ বন্ধ ঘোষণা"www.jugantor.com
  42. BanglaNews24.com। "লোকসানে বন্ধ হয়ে গেল সাপ্তাহিক ২০০০"
  43. Agence France Presse (২০১৩-০৪-১১)। "Bangladesh arrests editor of top pro-opposition daily"। livemint.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৫
  44. "New owners take over Amar Desh"The Daily Star (Bangladesh)। ২০০৮-১০-০৭। ২০০৮-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৩
  45. "আমার দেশের প্রেস 'বন্ধ'"
  46. Ittefaq, The Daily। "আমার দেশ পত্রিকা বন্ধ :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.