আবুল আসাদ

আবুল আসাদ (জন্ম: ৫ আগস্ট ১৯৪২) একজন বাংলাদেশী সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামলিস্ট।[1] তিনি দৈনিক সংগ্রামে সম্পাদক।[2] তিনি ১৯৪২ আসলে বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা এ, কে, ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। তার মাতার নাম মজিদা বেগম। আবুল আসাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন। ছাত্রজীবন থেকে তার লেখক ও সাংবাদিকতা জীবনের শুরু। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ও কলাম লেখক। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা'। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬১ টি বই প্রকাশিত হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতারও হয়েছেন।[3]

আবুল আসাদ
জন্ম (1942-08-05) ৫ আগস্ট ১৯৪২
রাজশাহী, পূর্ব পাকিস্তান (বর্তমান- বাংলাদেশ)
পেশাসাংবাদিক, প্রাবন্ধিক, কলাম লেখক
ভাষাবাংলা
নাগরিকত্ববাংলাদেশি
শিক্ষা প্রতিষ্ঠানরাজশাহী বিশ্ববিদ্যালয়
সময়কাল১৯৭০ – বর্তমান
বিষয়ইতিহাস
উল্লেখযোগ্য রচনাবলিসাইমুম সিরিজ, আমরা সেই সে জাতি

সাংবাদিকতা

আসাদ ছাত্র জীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতা চর্চা করেন। ছাত্রজীবনে তিনি রাজশাহী ভিত্তিক বিভিন্ন দৈনিক পত্রিকায় এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। রাজনীতিবিদ ও সংস্কৃতির উপর তার কলাম প্রকাশিত হতো। তিনি দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক হিসাবে ১৭ জানুয়ারী ১৯৭০ সাল থেকে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন । ১৯৮১ সালে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।[4]

মামলা ও গ্রেফতার

দৈনিক আমাদের পত্রিকার ছাপাখানা সিলগালা হওয়ার পর দৈনিক সংগ্রামের ছাপাখানায় আমার দেশ মুদ্রণের অভিযোগে ১৫ এপ্রিল ২০১৩ তারিখে আবুল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় ছাপাখানার ১৯ কর্মচারী গ্রেফতার হয়।[5] এছাড়া আবুল আসাদকে ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে দৈনিক সংগ্রাম কার্যালয় থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন। পরে ঢাকার রমনা থানার রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণের মামলায় আদালত তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠায়। পুলিশের দায়ের করা এ মামলায় রাস্তায় মিছিল থেকে গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়। [4] আবুল আসাদ ২৪ সেপ্টেম্বর ২০১১ তারিখে আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।[6][7]

তাঁর লেখা বই সমূহ

  1. একুশ শতকের এজেন্ডা
  2. সময়ের সাক্ষী
  3. ওয়ান ইলেভেনের পূর্বাপর দৃশ্যপট
  4. একাত্তর এবং অন্যান্য প্রবন্ধ
  5. কালো পঁচিশের আগে ও পরে
  6. যুগ সন্ধিক্ষণের পৃথিবী
  7. একশ বছরের রাজনীতি
  8. আমরা সেই সে জাতি

সাইমুম সিরিজের প্রকাশিত বইগুলো

সাইমুম সিরিজের প্রকাশিত বইগুলো হলো:

  1. অপারেশন তেলআবিব-১
  2. অপারেশন তেলআবিব-২
  3. মিন্দানাওয়ের বন্দী
  4. পামিরের আর্তনাদ
  5. রক্তাক্ত পামির
  6. রক্ত সাগর পেরিয়ে
  7. তিয়েনশানের ওপারে
  8. সিংকিয়াং থেকে ককেশাস
  9. ককেশাসের পাহাড়ে
  10. বলকানের কান্না
  11. দানিয়ুবের দেশে
  12. কর্ডোভার অশ্রু
  13. আন্দালুসিয়ার প্রান্তরে
  14. গোয়াদেলকুইভারে নতুন স্রোত
  15. আবার সিংকিয়াং
  16. মধ্য এশিয়ায় কালো মেঘ
  17. ব্ল্যাক ক্রসের কবলে
  18. ব্ল্যাক ক্রসের মুখোমুখি
  19. ক্রস এবং ক্রিসেন্ট
  20. অন্ধকার আফ্রিকায়
  21. কঙ্গোর কালো বুকে
  22. অদৃশ্য আতঙ্ক
  23. রাজচক্র
  24. জারের গুপ্তধন
  25. আটলান্টিকের ওপারে
  26. ক্যারিবিয়ানের দ্বীপদেশে
  27. মিসিসিপির তীরে
  28. আমেরিকার এক অন্ধকারে
  29. আমেরিকায় আরেক যুদ্ধ
  30. এক নিউ ওয়ার্ল্ড
  31. ফ্রি আমেরিকা
  32. অক্টোপাশের বিদায়
  33. সুরিনামের সংকটে
  34. সুরিনামে মাফিয়া
  35. নতুন গুলাগ
  36. গুলাগ অভিযান
  37. গুলাগ থেকে টুইনটাওয়ার
  38. ধ্বংস টাওয়ার
  39. ধ্বংস টাওয়ারের নীচে
  40. কালাপানির আন্দামানে
  41. আন্দামান ষড়যন্ত্র
  42. ডুবো পাহাড়
  43. পাত্তানীর সবুজ অরণ্যে
  44. ব্লাক ঈগলের সন্ত্রাস
  45. বসফরাসের আহ্বান
  46. রোমেলি দুর্গে
  47. বসফরাসে বিস্ফোরণ
  48. মাউন্ট আরারাতের আড়ালে
  49. বিপদে আনাতোলিয়া
  50. একটি দ্বীপের সন্ধানে
  51. প্যাসেফিকের ভয়ঙ্কর দ্বীপে
  52. ক্লোন ষড়যন্ত্র
  53. রাইন থেকে অ্যারেন্ডসী
  54. আবার আমেরিকায়
  55. ডেথ ভ্যালী
  56. আর্মেনিয়া সীমান্তে
  57. আতঙ্কের দিভিন উপত্যকা
  58. রত্ন দীপ
  59. বিপন্ন রত্নদ্বীপ
  60. হুই উইঘুরের হৃদয়ে (প্রকাশিতব্য)

আরো পড়ুন

তথ্যসূত্র

  1. "Bangladesh Islamic Centre"
  2. "দৈনিক সংগ্রাম"
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৪
  4. "সংগ্রাম সম্পাদক আবুল আসাদ গ্রেফতার : ৬ দিনের রিমান্ড"দৈনিক সংগ্রাম। ২১ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  5. "অবৈধভাবে 'আমার দেশ' ছাপানোর অভিযোগে সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১৯"দৈনিক ইত্তেফাক। ১৬ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  6. "জামিন পেলেন সংগ্রাম সম্পাদক আবুল আসাদ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  7. "Bangladesh: Police arrest hundreds over rally violence"। বিবিসি। ২০ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.