সাইমুম সিরিজ
সাইমুম সিরিজ বাংলাদেশী লেখক [[আবুল আসাদ রচিত একটি থ্রিলার জনরার উপন্যাস সিরিজ। এই সিরিজে ইতিহাস, ভূগোল এবং বিভিন্ন দেশের সংস্কৃতির উল্লেখ আছে, বিশেষ করে ইসলামী ইতিহাস, ইসলামী সংস্কৃতির উল্লেখ আছে। ‘সাইমুম সিরিজ’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। অন্য সিরিজের মত এটা শুধু থ্রিলার সিরিজ নয়। এই সিরিজিটি ইতিহাস, ভুগোল, বিভিন্ন দেশের সংস্কৃতি বিশেষ করে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী বিশ্ব, বিভিন্ন দেশের মুসলিমদের বর্তমান অবস্থা সম্পর্কে বাস্তব ধারণা নিয়ে রচিত। আবুল আসাদ ১৯৭৬ সালে ‘অপারেশন তেলআবিব-১’ এর মাধ্যমে এই সিরিজের সূচনা করেন।[1]
লেখক | আবুল আসাদ |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | থ্রিলার ধর্মী উপন্যাস |
প্রকাশিত | ১৯৭৬ (১ম সিরিজ) |
প্রকাশক | বাংলা সাহিত্য পরিষদ |
মিডিয়া ধরন | ছাপা (হার্ডকভার), আ্যপ, পিডিএফ |
সাইমুম সিরিজের প্রকাশিত বইগুলো
সাইমুম সিরিজের প্রকাশিত বইগুলো হলো:(সিরিজ সিরিয়াল অনুসারে)
- ১. অপারেশন তেলআবিব-১
- ২. অপারেশন তেলআবিব-২
- ৩. মিন্দানাওয়ের বন্দী
- ৪. পামিরের আর্তনাদ
- ৫. রক্তাক্ত পামির
- ৬. রক্ত সাগর পেরিয়ে
- ৭. তিয়েনশানের ওপারে
- ৮. সিংকিয়াং থেকে ককেশাস
- ৯. ককেশাসের পাহাড়ে
- ১০. বলকানের কান্না
- ১১. দানিয়ুবের দেশে
- ১২. কর্ডোভার অশ্রু
- ১৩. আন্দালুসিয়ার প্রান্তরে
- ১৪. গোয়াদেলকুইভারে নতুন স্রোত
- ১৫. আবার সিংকিয়াং
- ১৬. মধ্য এশিয়ায় কালো মেঘ
- ১৭. ব্ল্যাক ক্রসের কবলে
- ১৮. ব্ল্যাক ক্রসের মুখোমুখি
- ১৯. ক্রস এবং ক্রিসেন্ট
- ২০. অন্ধকার আফ্রিকায়
- ২১. কঙ্গোর কালো বুকে
- ২২. অদৃশ্য আতঙ্ক
- ২৩. রাজচক্র
- ২৪. জারের গুপ্তধন
- ২৫. আটলান্টিকের ওপারে
- ২৬. ক্যারিবিয়ানের দ্বীপদেশে
- ২৭. মিসিসিপির তীরে
- ২৮. আমেরিকার এক অন্ধকারে
- ২৯. আমেরিকায় আরেক যুদ্ধ
- ৩০. এক নিউ ওয়ার্ল্ড
- ৩১. ফ্রি আমেরিকা
- ৩২. অক্টোপাশের বিদায়
- ৩৩. সুরিনামের সংকটে
- ৩৪. সুরিনামে মাফিয়া
- ৩৫. নতুন গুলাগ
- ৩৬. গুলাগ অভিযান
- ৩৭. গুলাগ থেকে টুইনটাওয়ার
- ৩৮. ধ্বংস টাওয়ার
- ৩৯. ধ্বংস টাওয়ারের নীচে
- ৪০. কালাপানির আন্দামানে
- ৪১. আন্দামান ষড়যন্ত্র
- ৪২. ডুবো পাহাড়
- ৪৩. পাত্তানীর সবুজ অরণ্যে
- ৪৪. ব্লাক ঈগলের সন্ত্রাস
- ৪৫. বসফরাসের আহ্বান
- ৪৬. রোমেলী দুর্গে
- ৪৭. বসফরাসে বিস্ফোরণ
- ৪৮. মাউন্ট আরারাতের আড়ালে
- ৪৯. বিপদে আনাতোলিয়া
- ৫০. একটি দ্বীপের সন্ধানে
- ৫১. প্যাসেফিকের ভয়ঙ্কর দ্বীপে
- ৫২. ক্লোন ষড়যন্ত্র
- ৫৩. রাইন থেকে অ্যারেন্ডসী
- ৫৪. আবার আমেরিকায়
- ৫৫. ডেথ ভ্যালি
- ৫৬. আর্মেনিয়া সীমান্তে
- ৫৭. আতঙ্কের দিভিন উপত্যকা
- ৫৮. রত্নদ্বীপ
- ৫৯. বিপন্ন রত্নদ্বীপ
- ৬০. হুই উইঘুরের হৃদয়ে
- ৬১.ভয়ংকর ড্রাগন
- ৬২.আবার আফ্রিকার অন্ধকারে (প্রকাশিতব্য)
তথ্যসূত্র
- "সাইমুম সিরিজ"। web.archive.org। ২০১৬-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.