ভার্চুয়াল ইন্টারন্যাশনাল অথরিটি ফাইল

ভার্চুয়াল ইন্টারন্যাশনাল অথরিটি ফাইল (ভিআইএএফ) (ইংরেজি: Virtual International Authority File) একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষ নথি। এটি বিভিন্ন জাতীয় গ্রন্থাগারের একটি যৌথ প্রকল্প এবং অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার (ওসিএলসি) কর্তৃক পরিচালিত।[1][2]

উইকিপিডিয়ায় ভিআইএএফ ব্যবহারের জন্য, দেখুন উইকিপিডিয়া:কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ
ভার্চুয়াল ইন্টারন্যাশনাল অথরিটি ফাইল (ভিআইএএফ)
স্ক্রিনশট ২০১২
সাইটের প্রকার
ওয়েব সার্চ ইঞ্জিন, অনলাইন পাবলিক এ্যকসেস ক্যাটালগ
উপলব্ধইংরেজি
মালিকওসিএলসি
প্রস্তুতকারকচার গ্রন্থাগার প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প
ওয়েবসাইটviaf.org
বাণিজ্যিকনা
নিবন্ধননা
চালুর তারিখ আগস্ট ২০০৩ (2003-08-06)
বর্তমান অবস্থাসক্রিয়

প্রকল্পটি যুক্তরাজ্যের লাইব্রেরি অব কংগ্রেস (এলসি), জার্মান জাতীয় গ্রন্থাগার (ডিএনবি), এবং ওসিএলসি কর্তৃক শুরু হয়েছিল আগস্ট ৬, ২০০৩ সালে। পরবর্তীতে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার (বিএনএফ) প্রকল্পে যোগদান করে অক্টোবর ৫, ২০০৭ সালে। এপ্রিল ৪, ২০১২ সালে প্রকল্পটি এ সিএলসি-এর একটি পরিষেবা হিসেবে রূপান্তর করা হয়।[3]

প্রকল্পটির লক্ষ্যমাত্রা একক ভার্চুয়াল কর্তৃপক্ষ ফাইলের সঙ্গে জাতীয় কর্তৃপক্ষ ফাইলসমূহ (যেমন জার্মান নাম কর্তৃপক্ষ নথি) সংযুক্ত করা। এই ফাইলের মধ্যে, বিভিন্ন তথ্য সেট থেকে অভিন্ন রেকর্ড একসঙ্গে সংযুক্ত করা হয়। একটি ভিআইএএফ রেকর্ড একটি মান তথ্য সংখ্যা গ্রহণ করে, মূল রেকর্ডসমূহ থেকে প্রাথমিকভাবে "দেখুন" এবং "আরো দেখুন" রেকর্ড অর্ন্তভূক্ত থাকে, এবং যার মাধ্যমে মূল কর্তৃপক্ষ রেকর্ড নির্দেশ করে থাকে। এই তথ্য অনলাইনে উপলব্ধ করা হয়, পাশাপাশি গবেষণা, তথ্য বিনিময় এবং বণ্টনের জন্য উপলব্ধ হয়ে থাকে। পারস্পরিক হালনাগাদের জন্য ওপেন আর্কাইভস ইনিশিয়েটিভ প্রোটোকল ফর মেটাডেটা হার্ভেস্টিং (ওএআই-পিএমএইচ) প্রোটোকল ব্যবহার করে থাকে।

এই নথি নম্বর উইকিপিডিয়ার জীবনী নিবন্ধে যোগ করা হয়[4] এবং উইকিউপাত্তে সনাক্তকারী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।

অংশগ্রহণকারী গ্রন্থাগার

বাংলা-ভাষা নাম স্থানীয়-ভাষা নাম (ইংরেজি অব্যবহার ক্ষেত্রে) অবস্থান দেশ
ব্রিটিশ গ্রন্থাগারলন্ডনইংল্যান্ড
ইতালীয় লাইব্রেরি অব বিবলিওগ্রাফিক ইনফরমেশনের ইউনিয়ন ক্যাটালগের জন্য কেন্দ্রীয় ইনস্টিটিউটIstituto Centrale per il Catalogo Unicoরোমইতালি
জার্মান জাতীয় গ্রন্থাগারDeutsche Nationalbibliothekফ্রাঙ্কফুর্টজার্মানি
গেটি রিসার্চ ইনস্টিটিউটলস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ামার্কিন যুক্তরাষ্ট্র
লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডাBibliothèque et Archives Canadaঅটোয়া, অন্টারিওকানাডা
আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারBibliotheca Alexandrinaআলেকজান্দ্রিয়ামিশর
লাইব্রেরি অব কংগ্রেস (NACO consortium)ওয়াশিংটন, ডি.সি.মার্কিন যুক্তরাষ্ট্র
ন্যাশনাল ডায়েট লাইব্রেরি国立国会図書館টোকিওকিয়োটোজাপান
ন্যাশনাল লাইব্রেরি অব অস্ট্রেলিয়াক্যানবেরাঅস্ট্রেলিয়া
ন্যাশনাল লাইব্রেরি অব ফ্রান্সBibliothèque nationale de Franceপ্যারিসফ্রান্স
ন্যাশনাল লাইব্রেরি অব ইসরায়েলlהספרייה הלאומיתজেরুজালেমইসরায়েল
পর্তুগালের জাতীয় গ্রন্থাগারBiblioteca Nacional de Portugalলিসবনপর্তুগাল
স্পেনের জাতীয় গ্রন্থাগারBiblioteca Nacional de Españaমাদ্রিদগ্রন্থাগার
ন্যাশনাল লাইব্রেরি অব সুইডেনKungliga Biblioteketস্টকহোমগ্রন্থাগার
ন্যাশনাল লাইব্রেরি অব দ্য চেক রিপাবলিকNárodní knihovna České republikyপ্রাগচেক প্রজাতন্ত্র
National Széchényi LibraryOrszágos Széchényi Könyvtárবুদাপেস্টহাঙ্গেরি
RERO: লাইব্রেরী নেটওয়ার্ক অব ওয়েস্টার্ন সুইজারল্যান্ডRéseau des bibliothèques de Suisse occidentale or Westschweizer Bibliothekverbundসুইজারল্যান্ড
ইউনিভার্সিটি লাইব্রেরি কনসোর্টিয়ামSystème universitaire de documentationফ্রান্স
সুইস ন্যাশনাল লাইব্রেরি বার্নেসুইজারল্যান্ড
NUKAT: ইউনিয়ন ক্যাটালগ অব পোলিশ রিসার্চ লাইব্রেরিNUKAT: katalog zbiorów polskich bibliotek naukowychপোল্যান্ড
ভ্যাটিকান গ্রন্থাগারBibliotheca Apostolica Vaticanaভ্যাটিকান সিটি
উইকিউপাত্ত সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়ামার্কিন যুক্তরাষ্ট্র

পরীক্ষার উদ্দেশ্যে যুক্ত গ্রন্থাগার

উইকিপিডিয়া ভুক্তি নাম শনাক্তকারী স্থানীয়-ভাষার নাম অবস্থান দেশ
আইসল্যান্ডের জাতীয় ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার (NULI) UIY আইসল্যান্ডীয়: Háskólabókasafn রেইকিয়াভিকআইসল্যান্ড
ব্রাজিলের জাতীয় গ্রন্থাগার BLBNB পর্তুগিজ: Biblioteca Nacional do Brasil রিউ দি জানেইরুব্রাজিল

আরও দেখুন

  • কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ
  • ইন্টিগ্রেটেড অথরিটি ফাইল (জিএনডি)
  • ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নেম আইডেন্টিফাইয়ার (আইএসএনআই)
  • নিবন্ধের জন্য উইকিপিডিয়ার কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ টেমপ্লেট

তথ্যসূত্র

  1. Kelley, Michael; Schwartz, Meredith (২০১২)। "VIAF service transitions to OCLC"। Library JournalMedia Source137 (8): 16।
  2. ভিআইএএফ, OCLC.
  3. Murphy, Bob (এপ্রিল ৪, ২০১২)। "Virtual International Authority File service transitions to OCLC; contributing institutions continue to shape direction through VIAF Council"OCLC। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০৭
  4. "VIAFbot Edits 250,000 Wikipedia Articles to Reciprocate All Links from VIAF into Wikipedia"OCLC। ২০১২-১২-০৭।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.