ইংল্যান্ড

ইংল্যান্ড (ইংরেজি: England ইংল্যান্ড্‌) একটি দেশ যা যুক্তরাজ্যের অংশ[4][5]। এর জনবসতি সমগ্র যুক্তরাজ্যের লোকসংখ্যার ৮৩% এবং দেশটি গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণাংশের দুই-তৃতীয়াংশ নিয়ে গঠিত। ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র।

ইংল্যান্ড
England
পতাকা
জাতীয় সঙ্গীত: "গড সেইভ দ্য কুইন"

 ইংল্যান্ড-এর অবস্থান (inset  orange)
যুক্তরাজ্য (camel)

ইউরোপে (white)

 ইংল্যান্ড-এর অবস্থান (inset  orange)
যুক্তরাজ্য (camel)

ইউরোপে (white)

অবস্থা দেশ
রাজধানী
এবং বৃহত্তম নগরী
লন্ডন
৫১°৩০′ উত্তর ০°৭′ পশ্চিম
জাতীয় ভাষা ইংরেজি
অন্যান্য ভাষা কর্নিশ
জাতিগোষ্ঠী(২০১১)
  • ৭৯.৮% ব্রিটিশ
  • ৪.৬% অন্য শ্বেতাঙ্গ
  • ২.৬% ভারতীয়
  • ২.১% পাকিস্তানি
  • ১.৮% আফ্রিকান
  • ১.৬% অন্য এশীয়
  • ১.১% ক্যারিবিয়ান
  • ১.০% আইরিশ
  • ০.৮% বাংলাদেশি
  • ৪.৬% অন্যান্য[1]
জাতীয়তাসূচক বিশেষণ ইংরেজ
সরকার যুক্তরাজ্যের রাজতন্ত্রের অংশ
   রাজতন্ত্রী দ্বিতীয় এলিজাবেথ
   প্রধানমন্ত্রী টেরেসা মে
   ভূমি ১,৩০,২৭৯ কিমি[2]
৫০,৩০১ বর্গ মাইল
জনসংখ্যা
   ২০১৪ আনুমানিক ৫৪,৩১৬,৬০০ ([3])
   ২০১১ আদমশুমারি ৫৩,০১২,৪৫৬
   ঘনত্ব ৪০৬.৯/কিমি
/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) ২০০৯ আনুমানিক
   মোট $২.৬৮ ট্রিলিয়ন
   মাথা পিছু $৫০,৫৬৬
মুদ্রা পাউন্ড স্টার্লিং (£) (GBP)
সময় অঞ্চল GMT (ইউটিসি০)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) BST (ইউটিসি+১)
কলিং কোড +৪৪
ইন্টারনেট টিএলডি .uk

প্রশাসনিক অঞ্চলসমূহ

নামজনসংখ্যাআয়তন (বর্গ কিমি)বৃহত্তম শহর
নর্থ ইস্ট২,৫৯৬,৮৮৬৮,৫৯২নিউক্যাসল আপন টাইন
নর্থ ওয়েস্ট৭,০৫২,১৭৭১৪,১৬৫ম্যানচেস্টার
ইয়র্কশায়ার এন্ড দি হাম্বার৫,২৮৩,৭৩৩১৫,৪২০লিডস
ওয়েস্ট মিডল্যান্ডস৫,৬০১,৮৪৭১৩,০০০বার্মিংহাম
ইস্ট মিডল্যান্ডস৪,৫৩৩,২২২১৫,৬২৭লেইসেস্টার
ইস্ট অফ ইংল্যান্ড৫,৮৪৬,৯৬৫১৯,১২০নরউইচ
সাউথ ওয়েস্ট৫,২৮৮,৯৩৫২৩,৮২৯ব্রিস্টল
সাউথ ইস্ট৮,৬৩৪,৭৫০১৯,০৯৫সাউথাম্পটন
লন্ডন৮,১৭৩,৯৪১১,৫৭২লন্ডন

খেলাধূলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে ইংল্যান্ডের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বহু খেলার উৎপত্তিস্থল এই দেশ। এখানে ফুটবলক্রিকেট বিশেষ জনপ্রিয়।

ওয়েম্বলি স্টেডিয়াম এর প্রধান ফুটবল স্টেডিয়াম , আসন সংখ্যা ৯০,০০০ যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম (প্রথম স্থানে থাকা ন্যু ক্যাম্পের পরেই) এবং সব আসন ঢাকার সুবিধাযুক্ত পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম। প্রিমিয়ার লীগ ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাবের লীগ প্রতিযোগিতা।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বৈশ্বিকভাবে ক্রিকেটের আবাসভূমি নামে আখ্যায়িত । কাউন্টি চ্যাম্পিয়নশীপ ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ।

যোগাযোগ

লন্ডন হিথ্রো বিমানবন্দর এই দেশের মুখ্য আন্তর্জাতিক বিমানবন্দর।

তথ্যসূত্র

  1. "2011 Census: KS201EW Ethnic group: local authorities in England and Wales"। Office for National Statistics। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৪
  2. Region and Country Profiles, Key Statistics and Profiles, October 2013, ONS. Retrieved 9 August 2015.
  3. "Annual Mid-year Population Estimates: 2014"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.