গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টার বা বৃহত্তর ম্যানচেস্টার ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি মেট্রোপলিটান কাউন্টি যার জনসংখ্যা প্রায় ২.৫৫ মিলিয়ন।[1] ১৯৭৪ সালে স্থানীয় সরকার আইন ১৯৭২ অনুসারে মেট্রোপলিটান কাউন্টি হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের আবির্ভাব হয়। কাউন্টিটি দশটি মেট্রোপলিটান বোরোতে বিভক্ত। এই বোরোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিটি অব ম্যানচেস্টারসিটি অব স্যালফোর্ড

গ্রেটার ম্যানচেস্টারের চারদিকে রয়েছে চেশায়ার, ডার্বিশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ারমেরেসাইড কাউন্টি।

১৯৮৬ সালে গ্রেটার ম্যানচেস্টার কাউন্টি কাউন্সিল রদ করা হয় ফলে এর জেলাগুলো (মেট্রোপলিটান বোরো) স্বাধীন প্রশাসনের অধীনে চলে যায়। তবে, ৪৯৬ বর্গ মাইল (১২৭৬ কিমি²) আয়তনের এই মেট্রোপলিটান কাউন্টির,[2] আইনুযায়ী ভৌগোলিক পরিচিতি রয়েছে।[3][4][5]

মেট্রোপলিটান কাউন্টি হিসেবে প্রতিষ্ঠার আগে 'দক্ষিণ পূর্ব ল্যাঙ্কাশায়ার উত্তর পূর্ব চেশায়ার' অঞ্চলগুলি একত্রে সেলনেক নামে পরিচিত ছিল। ল্যাঙ্কাশায়ারচেশায়ার কাউন্টির অংশ বিশেষ বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের অন্তুর্ভূক্ত।

গ্যালারি

তথ্যসূত্র

  1. Corrected - 20/12/05 - T 09: Quinary age groups and sex for local authorities in the United Kingdom; estimated resident population; Mid-2004 Population Estimates, National Statistics Online, 2006. URL accessed February 28, 2007.
  2. Greater Manchester Fire Service ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মে ২০০৫ তারিখে, stockport.gov.uk URL accessed December 22, 2006.
  3. Office of National Statistics - Gazetteer of the old and new geographies of the United Kingdom, p48. URL accessed December 14, 2006.
  4. Metropolitan Counties and Districts, Beginners' Guide to UK Geography, Office for National Statistics, September 17, 2004. URL accessed January 11, 2007.
  5. North West England Counties, The Boundary Commission for England. URL accessed February 14, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.