কর্নওয়াল

কর্নওয়াল (ইংরেজি: Cornwall, আ-ধ্ব-ব: ˈkɔːnˌwɒl) যুক্তরাজ্যের ইংল্যান্ডের একটি কাউন্টি। এটি টামার নদীর পশ্চিমে অবস্থিত উপদ্বীপটিতে অবস্থিত। ট্রুরো কর্ণওয়ালের একমাত্র শহর ও প্রশাসনিক কেন্দ্র। কাউন্টিটির আয়তন ৩,৫৬৩ বর্গকিলোমিটার (এর মধ্যে তীর থেকে ২৮ মাইল দূরে সাগরে অবস্থিত সিলি দ্বীপকেও গণনায় ধরা হয়েছে)। এই কাউন্টিতে প্রায় ৫ লক্ষ লোক বাস করেন।

কর্নওয়ালের প্রশাসনিক কেন্দ্র ট্রুরোর একাংশ

কর্নওয়ালে অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান আছে। ফলে পর্যটন ব্যবসা এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু এ সত্ত্বেও কর্নওয়ালে যুক্তরাজ্যের অন্য যেকোন জায়গার তুলনায় মাথাপিছু আয় সবচেয়ে কম। কর্নওয়াল কর্নিশ জাতির লোকদের মাতৃভূমি এবং এটি প্রাচীন ছয়টি কেল্টীয় দেশের একটি বলে গণ্য। এখানকার অধিবাসীদের কেউ কেউ কর্নওয়ালের সাংবিধানিক মর্যাদা নিয়ে প্রশ্ন তোলেন এবং কাউন্টিটির স্বায়ত্বশাসনের পরিমাণ বাড়াতে চান।

আবহাওয়া

সেন্ট ম্যারি’স হেলিপোর্ট, ১৯৮১-২০১০ (গড়)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ °সে (°ফা) গড় ১০٫১
(৫০)
১০٫৪
(৫১)
১১٫২
(৫২)
১২٫৪
(৫৪)
১৪٫৫
(৫৮)
১৭٫১
(৬৩)
২০٫০
(৬৮)
২০٫১
(৬৮)
১৮٫০
(৬৪)
১৪٫৭
(৫৮)
১২٫১
(৫৪)
১০٫৪
(৫১)
১৪٫২৫
(৫৭٫৬)
সর্বনিম্ন °সে (°ফা) গড় ৬٫২
(৪৩)
৬٫৪
(৪৪)
৭٫২
(৪৫)
৮٫৩
(৪৭)
৯٫৪
(৪৯)
১১٫৯
(৫৩)
১৩٫৮
(৫৭)
১৪٫১
(৫৭)
১২٫৯
(৫৫)
১০٫৬
(৫১)
৮٫৫
(৪৭)
৬٫৯
(৪৪)
৯٫৬৮
(৪৯٫৩)
গড় অধঃক্ষেপণ মিমি (ইঞ্চি) ৯৪٫৮
(৩٫৭৩)
৬৯٫৭
(২٫৭৪)
৬১٫৭
(২٫৪৩)
৫৪٫৬
(২٫১৫)
৪৭٫৮
(১٫৮৮)
৪৭٫৮
(১٫৮৮)
৬৩٫৪
(২٫৫)
৬৭٫২
(২٫৬৫)
৬৭٫৪
(২٫৬৫)
৯৬٫৬
(৩٫৮)
৯৫٫৯
(৩٫৭৮)
৯৮٫২
(৩٫৮৭)
৮৬৫٫১
(৩৪٫০৬)
অধঃক্ষেপণ দিনের গড় ১৪٫৫ ১৩٫০ ১১٫৫ ১০٫৪ ৮٫৫ ৬٫৯ ৮٫৯ ৯٫৭ ১০٫২ ১৪٫৪ ১৪٫৯ ১৫٫২ ১৩৮٫১
মাসিক গড় সূর্যালোকের ঘণ্টা ৫৮٫৮ ৭৯٫৮ ১২৪٫৪ ১৯২٫৪ ২১৮٫৫ ২০৬٫৩ ২০৪٫১ ২০৩٫৪ ১৬০٫১ ১১৩٫০ ৭৪٫৬ ৫৪٫৪ ১,৬৮৯٫৮
উৎস: Met Office[1]

তথ্যসূত্র

  1. "St Mary's Heliport Climatic Averages 1981-2010"। Met Office। ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.