বিবিসি বাংলা

বিবিসি বাংলা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীনে বিদেশী ভাষা হিসেবে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বিভাগ।[1]

বিবিসি বাংলা
সম্প্রচার এলাকাবাংলাদেশ, ভারত (পশ্চিমবঙ্গ)
প্রথম সম্প্রচার১১ অক্টোবর, ১৯৪১
ফরম্যাটরেডিও নেটওয়ার্ক এবং ওয়েবসাইট
ভাষাবাংলা
মালিকানাস্বত্ত্ববিবিসি
ওয়েবসাইটbbc.co.uk/bengali

ইতিহাস

বিবিসি থেকে বাংলা সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর। প্রথমে এর অনুষ্ঠান সম্প্রচারিত হতো ১৫ মিনিট।[2] নিরপেক্ষ অনুষ্ঠান তথা সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশভারতের ১ কোটি ৩০ লক্ষ বাংলাভাষী মানুষের কাছে এটি একটি জনপ্রিয় নাম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এর নিরপেক্ষ সংবাদ প্রচারে বিপুল জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল।[1][2]

সম্প্রচার

২৩ ডিসেম্বর ২০১১ সালের বিবিসি বাংলার ওয়েবসাইটের প্রধান পাতা

বিবিসি বাংলা বিভাগের অনুষ্ঠান এফ.এম, মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভে সমগ্র বিশ্বে সম্প্রচারিত হয় লন্ডনের বুশ হাউজের সদর দপ্তর হতে। তাছাড়া ঢাকা, কোলকাতা ব্যুরো অফিসে এ বিভাগের সম্প্রচার ত্বরান্বিত করতে কাজ করছেন অনেক সংবাদকর্মী ও প্রযোজক।[1] রেডিও, ইন্টারনেট, ইন্টারনেট রেডিও এবং ভিডিও এ সকল মাধ্যমেই বিবিসি বাংলা সম্প্রচারিত হচ্ছে।[1]

বাংলাদেশে যেসব শহর থেকে এফ এম প্রচার তরঙ্গে বিবিসি বাংলার অনুষ্ঠান শোনা যায় তার তালিকা নিম্নরূপঃ-

ভারতের যেসব শহরে

সম্প্রচারিত অনুষ্ঠান

বর্তমানে এই বিভাগ থেকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা - ২ দফায় ৩০ মিনিটের অনুষ্ঠান সম্প্রচার করা হয়। অনুষ্ঠান সমুহের নাম এবং প্রচারের সময় -

  • জিএমটি ০১:৩০ - প্রত্যুষা, বাংলাদেশ সময় সকাল ৭:৩০ মিনিট।
  • জিএমটি ১৩:৩০ - প্রবাহ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট।

বাংলাদেশ সংলাপ

বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপ বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল “চ্যানেল আই”-এর সহযোগিতায় সম্প্রচারিত একটি অনুষ্ঠান, যেটি বিবিসি বাংলা রেডিওতে এবং বিবিসি বাংলার ওয়েবসাইটে নিয়মিত প্রচারিত হয়।[4][5] সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শ্রোতা, দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সরাসরি অংশগ্রহণে এ অনুষ্ঠান প্রচারিত হয়। 'বাংলাদেশ সংলাপের' প্রতিটি অনুষ্ঠানে শ্রোতারা আমন্ত্রিত প্যানেল সদস্যদের কাছে তাদের প্রশ্ন এবং কোন কোন ক্ষেত্রে প্রশ্নের উত্তর নিয়ে মতামত দেন। অনুষ্ঠানের ব্যাপ্তি হচ্ছে ৫০ মিনিট।[4]

বিবিসি বাংলা এশিয়া, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপ-সহ সমগ্র বিশ্বে বাংলাভাষী মানুষের কাছে অন্যতম একটি সংবাদ মাধ্যম।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সত্তরে বিবিসি বাংলা"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
  2. "আমাদের সম্পর্কে"BBC Bangla। ৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
  3. "BBC Bangla - how to listen"। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৪
  4. "BBC - Debate programme Sanglap - Media Action"www.bbc.co.uk। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
  5. "চ্যানেল আইয়ের পর্দায় আসছে বিবিসি ক্লিক"channelionline। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.