বরিশাল

বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর। এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।

বরিশাল
বাকলা, চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ
মহানগরী
বরিশাল
ডাকনাম: চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ, বাকলা, ইসমাইলপুর, প্রাচ্যের ভেনিস
বরিশাল
বরিশাল
বাংলাদেশে বরিশালের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′০″ উত্তর ৯০°৩০′০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
পৌরসভা প্রতিষ্ঠা১৮৭৬
সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা২০০২
শহর মর্যাদা প্রাপ্তি২০০৩
আয়তন
  পৌর এলাকা৫৮ কিমি (২২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)সালের আদমশুমারি অনুযায়ী
  মহানগরী২৩
  জনঘনত্ব১০৫৭/কিমি (২৭৪০/বর্গমাইল)
  মহানগর২,১০,৩৭৪
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮২০০
কলিং কোড০৪৩১
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

নামকরণ

বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে (বড়+শাল) বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু হয়েছে কথা আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল[1] কেউ কেউ দাবি করেন, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। অথাৎ বরি (বড়)+ সল্ট(লবণ)= বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো । পরবর্তিতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে।

বিখ্যাত স্থান

১.শ্বেতপদ্ম পুকুর ২.পাক্কাবাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলা ৩.উলানিয়া জমিদার বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলা ৪. দূর্গা সাগর দিঘীবাবুগঞ্জ উপজেলা ৫. সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ৬.জীবনানন্দ অঙ্গণ

ভৌগোলিক সীমারেখা

বরিশাল জেলা ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রি থেকে ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।বরিশাল শহর এর আয়তন ৯৩.৬৩ বগঁ/কিঃ।

জনসংখ্যা

বরিশাল মেট্রোপলিটন শহরে বসবাসরত জনসংখ্যা ২১০,৩৭৪ জন। মহানগরীয় অঞ্চলে বসবাসরত জনসংখ্যা ৩,৮৫৩,০৯৩ জন। মোট জনসংখ্যার ৫৩.২৮% পুরুষ এবং নারী ৪৬.৭২%। বরিশালের মোট জনসংখ্যার ৯০.৬৪% মুসলিম, ৮.৩৮% হিন্দু, খ্রিষ্টান ০.৯৮%। মসজিদ এর সংখ্যা ১৫০, চার্চ এর সংখ্যা ৫, মন্দিরের সংখ্যা ২০-র উপর

শিক্ষা প্রতিষ্ঠান

বরিশাল সরকারি পলিটেকনিক, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, বিএম কলেজ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, জিলা স্কুল, মহিলা কলেজ, সদর গালস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,অমৃত লাল দে কলেজ,টাউন মাধ্যমিক বিদ্যালয়, ইসলামিয়া কলেজ বরিশাল,কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় বরিশাল, শহিদ আরজু মণি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল, বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, ঝালকাঠি সরকারি কলেজ, আমানউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কাঠীরা আদর্শ বিদ্যানিকেতন, সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ, কলসকাঠি বি এম একাডেমী,বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ বরিশালের একমাএ সরকারি টেক্সটাইল কলেজ।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। শিক্ষার দিক দিয়ে বরিশাল বেশ এগিয়ে।

প্রকাশনা

দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক পল্লী অঞ্চল, দৈনিক শাহনামা, দৈনিক বাংলার বনে, দৈনিক আজকের বার্তা, দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক মতবাদ, দৈনিক সত্য সংবাদ, দৈনিক বরিশাল বার্তা, দৈনিক ভোরের অঙ্গিকার, দৈনিক বরিশাল প্রতিদিন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক আজকের বরিশাল, দৈনিক বরিশালের ভোরের আলো, দৈনিক বরিশালের আজকাল, দৈনিক কলমের কণ্ঠ, বরিশাল ক্রাইম নিউজ, দৈনিক সময়ের বার্তা, পটুয়াখালী ওয়েব

সাপ্তাহিকীর / সাময়িকী

বাকেরগঞ্জ পরিক্রমা, চিরন্তন বাংলা, উপকূল, গৌরনদী পরিক্রমা, সাপ্তাহিক খাদেম,শঙ্খদ্বীপ, আনন্দলেখন

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা

বিখ্যাত ব্যক্তি

রবীন্দ্রপর্বতি বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী কবি,প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি,তিমির হননের কবি,নিমগ্ননক্ষত্র,নির্জনতার কবি,বোধ নির্মানের কবি।

তথ্যসূত্র

  1. পবিত্র কুমার গুপ্ত (২০০০)। পূণ্যক্ষেত্র হরিহর ক্ষেত্রে। কলকাতা: স্বদেশ চর্চা কেন্দ্র। পৃষ্ঠা ১৯।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.