হানিফ সংকেত

হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।

হানিফ সংকেত
জন্ম
এ কে এম হানিফ

(1958-10-23) ২৩ অক্টোবর ১৯৫৮
জাতীয়তাবাংলাদেশী
পেশাউপস্থাপক, লেখক, পরিচালক, প্রযোজক
কার্যকাল১৯৯০-বর্তমান
পরিচিতির কারণইত্যাদি
দাম্পত্য সঙ্গীসানজিদা হানিফ
পুরস্কারএকুশে পদক (২০১০)

কর্মজীবন

প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন[1] ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরস কে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতি এর বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।

রচিত গ্রন্থসমূহ

বছরবইয়ের নামবিষয়প্রকাশনী
১৯৯৫শ্রদ্ধেয় রাজধানীব্যঙ্গ ও রম্যনিউ শিখা প্রকাশনী
২০১৩নিয়মিত অনিয়ম[2]কলাম সংকলন (২০০৯-১২)অনন্যা প্রকাশনী
২০১৩কষ্টউপন্যাসঅনন্যা প্রকাশনী
চৌচাপটেব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
এপিঠ ওপিঠব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
ধন্যবাদব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
অকাণ্ড কাণ্ডব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
খবরে প্রকাশরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
ফুলের মতো পবিত্র...রম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
প্রতি ও ইতিরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
আটখানার পাটখানারম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
বিনীত নিবেদনরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
হামানদিস্তারম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
রঙ্গ বিরঙ্গরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
কিংকর্তব্যবিমূঢ়সমকালীন গল্পমাওলা ব্রাদার্স
গণ্য মান্য সামান্যব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ

পরিচালিত নাটকসমূহ

বছরনাটকের নামঅভিনয়েপ্রচারকারী চ্যানেল
আয় ফিরে তোর প্রাণের বারান্দায়এটিএম শামসুজ্জামান, তারিন, মীর সাব্বির, সাজু খাদেম
দুর্ঘটনাআবুল হায়াত, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, লিটু আনাম
তোষামোদে খোশ আমোদেজাহিদ হাসান, মনির হোসেন, তানিয়া, মীর সাব্বির
বিপরীতে হিতজাহিদ হাসান, আফসানা মিমি, গোলাম মোস্তফা
শেষে এসে অবশেষেজাহিদ হাসান, মাহফুজ আহমেদ, আজিজুল হাকিম, এটিএম শামসুজ্জামান, তারিন, তুষার খান
অন্তে বসন্তজাহিদ হাসান, শমী কায়সার
ফিরে আসে ফিরে আসেতারিন, মীর সাব্বির, অপূর্ব, ঈশিতা
পুত্রদায়জাহিদ হাসান, শমী কায়সার, আজিজুল
তথাবৃত যথাকারজাহিদ হাসান, মীর সাব্বির, কুসুম শিকদার, রোজী সিদ্দিকী, রিনা খান, চ্যালেঞ্জার মিলন, মিলন
কিংকর্তব্যমাহফুজ আহমেদ, এটিএম শামসুজ্জামান, জয়া আহসান, দিলারা জামান, ফিরোজ
ভূত অদ্ভুতএটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীরব, চ্যালেঞ্জার মিলন, ঈশিতা
শোধ বোধজাহিদ হাসান, মাহফুজ আহমেদ, এটিএম শামসুজ্জামান, তারিন
শূন্যস্থান পূর্ণআজিজুল হাকিম, তানিয়া, তারিন, লিটু আনাম, বিজরী, ঈশিতা
কুসুম কুসুম ভালোবাসাজাহিদ হাসান, শমী কায়সার

সামাজিক অবদান

২৫ বছর তথা রজতজয়ন্তীতে চলে আসা ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা প্রচলিত অসংগতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসিসহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে, ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং দেশের ৭৫ শতাংশ টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকে।[3]

পুরস্কার

এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

তথ্যসূত্র

  1. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=235108
  2. "বইমেলায় হানিফ সংকেত"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৩
  3. "হানিফ সংকেত আমাদের অহংকার"দৈনিক যুগান্তর পত্রিকা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪
  4. "Language martyrs honoured"। banglanews24.com। ২১ ফেব্রুয়ারি ২০১০। ২২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১০
  5. "পরিবেশ পদক পাচ্ছেন হানিফ সংকেত"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪
  6. "The Daily Star Web Edition Vol. 5 Num 694"archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.