লিটু আনাম

লিটু আনাম (জন্ম ১৫ জুন ১৯৭০) বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা[3] তার জন্মস্থান ঠাকুরগাঁও জেলায় । 'দূরে কোথাও' নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় শুরু হয় ।[1] তিনি প্রায় সাড়ে তিন হাজার নাটকে অভিনয় করেছেন । এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেন । ডঃ ইনামুল হক এবং লাকি ইনাম-এর বড় কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক -কে বিয়ের মাধ্যমে লিটু আনামের সংসার জীবন শুরু হয় । রাজধানীর স্কয়ার হাসপাতালে দুটি জমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে) -এর জন্ম দেন হৃদি হক ।[2]

লিটু আনাম
লিটু আনাম, ঢাকা ২০১৮
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৯৮ – বর্তমান [1]
দাম্পত্য সঙ্গীহৃদি হক
সন্তানযমজ সন্তান টিং (মেয়ে) ও হিং (ছেলে)[2]

তথ্যসূত্র

  1. "লিটু আনাম"
  2. "লিটু আনাম ও হৃদি হকের সংসারে টুইন বেবী হিং টিং"বাংলানিউজ২৪ ডট কম। ডিসেম্বর ৭, ২০১১।
  3. রায়, অজয় কুমার (আগস্ট ২০১৮)। "রাজনৈতিক ও গুণী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি"। ঠাকুরগাঁও জেলার ইতিহাস (২ সংস্করণ)। ঢাকা: টাঙ্গন প্রিন্টিং এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ৩১৯-৩২০। আইএসবিএন 978-9843446497।
  4. "এখন তো আর বেঞ্চে বসে প্রেম করতে পারব না"দৈনিক ভোরের কাগজ। জুন ৬, ২০১৫।
  5. "Litu Anam"
  6. "ক্যানসার-আক্রান্তদের পাশে লিটু আনাম"দৈনিক প্রথম আলো। অক্টোবর ২০, ২০১১।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.