জাহিদ হাসান
জাহিদ হাসান (জন্মঃ অক্টোবর ৪, ১৯৬৭) বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক।[2] ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত "শ্রাবণ মেঘের দিন" তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। টেলিভিশন এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। তার বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্মে মফিজ নামক একটি পাগলের চরিত্র।
জাহিদ হাসান | |
---|---|
![]() | |
জন্ম | অক্টোবর ৪, ১৯৬৭[1] |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা, নাট্য পরিচালক |
দাম্পত্য সঙ্গী | সাদিয়া ইসলাম মৌ[1] |
সন্তান | পুস্পিতা (মেয়ে) পূর্ণ (ছেলে) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল-প্রথম আলো পুরস্কার |
প্রাথমিক জীবন
জাহিদ হাসান ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত সিরাজগঞ্জের হৈমবালা উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশুনা করেন এবং পরের তিন বছর বেনাপোলের ইন্টার স্কুলে পড়ার পর পুনরায় সিরাজগঞ্জে ফিরে এসে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেন।[3]
তিনি স্কাউটের সাথে যুক্ত ছিলেন। সেখানে তিনি অভিনয় করতেন। তিনি সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্য দলে যোগ দেন এবং এই দলের সাথে উত্তর বঙ্গের বিভিন্ন স্থানে মঞ্চনাটকে অভিনয় করেন। সেসময় তিনি সাত পুরুষের ঋণ মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেন। ১৯৮৪ সালে ১০ আগস্ট মঞ্চনাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়।[3]
কর্মজীবন
অভিনয় জীবন
১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনারবলবান ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে হাসানের বড় পর্দায় অভিষেক হয়।[3] তিনি ১৯৯০ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন। এর পূর্বে তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের অডিশন দেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন। আলিমুজ্জামান দুলু প্রযোজিত নাটকটি ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এই নাটকটি তার জীবনে রূপ পরিবর্তন করে দেয়। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটির চিত্রনাট্য রচনা করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।[3]
হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্ম নক্ষত্রের রাত, মন্ত্রী মহোদয়ের আগমন, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। এছাড়াও তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[3]
নাট্য পরিচালনা
অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করে থাকেন। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক লাল নীল বেগুনি। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিকসমূহ হল ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা, ও ছন্নছাড়া। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল রুমঝুম, বোকা মানুষ, ব্যবধান, স্বপ্নের গ্রহ, অপু দ্য গ্রেট, প্রাইভেট ডিটেকটিভ ও বাউন্ডুলে এক্সপ্রেস।[3]
ব্যক্তিগত জীবন
জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন। তার 'পুস্পিতা প্রডাকশন লিমিটেড' নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।
অভিনীত চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৮৬ | বলবান | আব্দুল লতিফ বাচ্চু | বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার যৌথ প্রযোজনায় নির্মিত
জীবন সাথী | |
১৯৯৯ | শ্রাবণ মেঘের দিন | মতি | হুমায়ূন আহমেদ | বিজয়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা |
২০০৭ | মেড ইন বাংলাদেশ | খোরশেদ | মোস্তফা সরয়ার ফারুকী | |
ঝন্টু মন্টু দুই ভাই | ঝন্টু/ মন্টু | আজমল হুদা মিঠু | দ্বৈত চরিত্র[4] | |
২০০৮ | আমার আছে জল | জামিল | হুমায়ূন আহমেদ | হুমায়ূন আহমেদ এর একই নামের উপন্যাস অবলম্বনে |
২০১১ | প্রজাপতি | তানভীর | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ | [5][6] |
২০১৭ | হালদা | নাদের চৌধুরী | তৌকির আহমেদ | |
২০১৯ | সাপলুডু | ইরফান | গোলাম সোহরাব দোদুল | খল চরিত্রে |
টেলিফিল্ম ও টিভি ধারাবাহিকের তালিকা
অভিনীত টেলিফিল্ম
- তারায় তারায় খচিত
- মন্ত্রী মহোদয়ের আগমন - হুমায়ূন আহমেদ
- সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড - হুমায়ূন আহমেদ
- গৃহসুখ প্রাইভেট লিমিটেড - হুমায়ূন আহমেদ
- পাথরে ফুটাব ফুল
- অপু দ্যা গ্রেট
- আমি কিন্তু ভালো মানুষ
- চাপাবাজ
- সেকেন্ড হ্যান্ড
- আরমান ভাই হাউজ হাজব্যান্ড
- রঙ নাম্বার
- ঝগড়া পুর
- কেন মিছে নক্ষত্রেরা
- ইবলিশ
- কবি
- উকিল জামাই
- সু পাত্রের সন্ধানে
- চোর বাটপার
- ইমোশনাল আব্দুল মতিন
- পিপাসা
- মোটর সাইকেল
- নিতু তোমাকেই ভালবাসি
- এক ফোঁটা পানির জন্য
- ছন্ন ছাড়া
- আবিষ্কার
- সোলায়মানি কলস
- কবি
- আরমান ভাই
- আবারও আরমান ভাই
- আরমান ভাই কয়া পারছে
- আরমান ভাই ফাইস্যা গেছে
- আরমান ভাই বিরাট টেনশনে
- আরমান ভাই দি জেন্টেলম্যান
- আরমান ভাই হানিমুনে
- গাড়ি চলে না
- বুমেরাং
- খোয়াবনামা
- পিশাচ মকবুল
- কবি কিংকর
- জনৈক জাহিদ হাসান
- শূণ্য স্থান পূরণ
- সেই চোখ
- নিউজ ম্যান
- ঝুমুর ঝুমুর প্রেম
- টাকার বিত্ত
- ভয় অভয়
- ম্যানেজিং ডাইরেক্টর
- মাশুল
- মা বলিও না
- বোঝা-না বোঝার বোঝা
- সরি একটু দেরি হয়ে গেল
- জনৈক পর্যটক
- লাইট হাউজ
- একালের রূপবান
- স্বপ্ন
- শুভ বিবাহ
- ব্রেকিং নিউজ
- বিয়েটা আমার খুব দরকার
- শ্বশুর বাড়ীর শাল
- বিপরীতে হিত
- আমেরিকানা
- চিঠি
- ঘরের খবর পরের খবর
- পুত্র দায়
- ভূত অদ্ভুত
- বিশ্বাস অবিশ্বাস
- বদনাম
- শেষে এসে অবশেষে
- মেঘ বালকের গল্প
- মায়া
- সেম সাইড
- রহস্যময়ী
- হাবিবের সংসার
- হেলিকপ্টার
- সাঁকো
- মুরির টিন
- টাই-ব্রেকার
- তুলা রাশি
- অর্ডার
- ইরর
- ১০০ টাকার ব্যপার
- পবেত
- ফরমাল-ইন
অভিনীত টিভি ধারাবাহিক
- নক্ষত্রের রাত - হুমায়ূন আহমেদ
- আজ রবিবার - হুমায়ূন আহমেদ
- সবুজ সাথি - হুমায়ূন আহমেদ
- গ্র্যাজুয়েট - মুহম্মদ মোস্তফা কামাল রাজ
- লাল নীল বেগুনী - জাহিদ হাসান
- টোটো কোম্পানি - জাহিদ হাসান
- সাহেব বাবুর বৈঠকখানা - জাহিদুল ইসলাম মিন্টু
পুরস্কার ও সম্মাননা
বছর | পুরস্কার | শ্রেণী | চলচ্চিত্র/নাটক | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৯৮ | মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | বিজয়ী | ||
১৯৯৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | শ্রাবণ মেঘের দিন | বিজয়ী | |
মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | বিজয়ী | |||
২০০০ | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | বিজয়ী | |||
২০০১ | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | বিজয়ী | |||
২০০২ | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | বিজয়ী | |||
২০০৭ | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | বিজয়ী | |||
২০১০ | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | গ্রাজুয়েট | বিজয়ী | ||
২০১২ | সেরা টিভি অভিনেতা (তারকা জরিপ) | আরমান ভাই হানিমুনে | বিজয়ী | ||
সেরা টিভি অভিনেতা (সমালোচক) | কর্তা কাহিনী | মনোনীত | |||
২০১৯ | আরটিভি স্টার অ্যাওয়ার্ড | ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র | হেভিওয়েট মিজান | বিজয়ী | [7] |
ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে | মনোনীত | [8] |
আরও দেখুন
তথ্যসূত্র
- "Zahid Hasan takes time off on his birthday"। The Daily Star। October 4 2013। সংগ্রহের তারিখ October 4 2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "Zahid Hasan celebrates his big day"। প্রিয় নিউজ। ৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২২, ২০১৩।
- Shazu, Shah Alam (১ ডিসেম্বর ২০১০)। ""I always work in my own way" Striking up a conversation with Zahid Hasan"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- "একজন জাহিদ হাসান এবং তিনটি চরিত্র"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- "আবার চলচ্চিত্রে জাহিদ"। দৈনিক প্রথম আলো। ২১ জুন ২০১১। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- "প্রজাপতির গল্প"। দৈনিক কালের কণ্ঠ। ২৯ মে ২০১০। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- "'আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯' পেলেন যারা"। আরটিভি অনলাইন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জাহিদ হাসান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে জাহিদ হাসান