গোলাম মুস্তাফা

গোলাম মুস্তাফা (২ মার্চ ১৯৩৪ - ২০ ফেব্রুয়ারি ২০০৩) ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার। ১৯৬০ সালে ‘রাজধানীর বুকে’ ছবিতে জমিদারের ভূমিকায় প্রথম অভিনয় করেন। মূলতঃ প্রথম ছবি থেকেই তিনি খলনায়ক চরিত্রের একক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া তিনি অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গোলাম মুস্তাফা প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

গোলাম মুস্তাফা
জন্ম(১৯৩৪-০৩-০২)২ মার্চ ১৯৩৪
দপদপিয়া, বরিশাল, , বাংলাদেশ
মৃত্যু২০ ফেব্রুয়ারি ২০০৩(2003-02-20) (বয়স ৬৮)
পেশাঅভিনেতা, প্রযোজক, পরিচালক, নাট্যকার
কার্যকাল১৯৬০–২০০৩
সন্তানসুবর্ণা মুস্তাফা

প্রারম্ভিক জীবন

গোলাম মুস্তাফা ২ মার্চ ১৯৩৪ সালে বরিশালের দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সাব-রেজিস্ট্রার। স্কুলজীবন শুরু হয় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। ম্যাট্রিক পাস করেন খুলনা জিলা স্কুল থেকে। স্কুল-কলেজ জীবনে নাটকে অভিনয় করা তার শখ ছিল। ঢাকায় আসেন পঞ্চাশের দশকের মধ্য সময়ে। সেই থেকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে গেলেন।

অভিনয় জীবন

গোলাম মুস্তাফা বাংলাউর্দু মিলে প্রায় তিনশত চলচ্চিত্রে নায়ক, সহনায়ক, খলনায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য উর্দু চলচ্চিত্র হচ্ছে 'পীরিত না জানে রীত', 'কাজল', 'চোখাই', 'চান্দা', 'তালাশ'। বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'আলিবাবার চল্লিশ চোর', 'রাজধানীর বুকে', 'নিজেকে হারায়ে খুজি', 'রক্তাক্ত বাংলা', 'রূপালী সৈকতে', 'সীমানা পেরিয়ে', 'তিতাস একটি নদীর নাম', 'সূর্যসংগ্রাম', 'পদ্মা নদীর মাঝি', 'এমিলের গোয়েন্দা বাহিনী', 'শুভদা', 'শ্রাবণ মেঘের দিন', 'ধীরে বহে মেঘনা', 'চন্দ্রনাথ', 'দেবদাস' ইত্যাদি।

গোলাম মুস্তাফা অনেক বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেন। তার অভিনয় জীবনে খলনায়ক হিসেবেই বেশি সফল হয়েছিলেন। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হারানো দিন’ ছবিতে মদ্যপ জমিদারের ভূমিকায় তার অভিনয় সে সময় জনপ্রিয়তা লাভ করে।

মঞ্চনাটক

১৯৪৫ সালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বি.ডি হাবিবুল্লাহ রচিত পল্লীমঙ্গল নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এটাই তার অভিনিত প্রথম মঞ্চ নাটক। পরিণত বয়েসে ষাটের দশকের শুরুতে গোলাম মুস্তাফা নাট্যাভিনয় শুরু করেন। সিনেমানাটক উভয় ক্ষেত্রেই তিনি পারদর্শিতা প্রদর্শন করেন।

টিভি নাটক

গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন।

তার অভিনিত উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হলো:

  • গুপ্তধন
  • অর্পিতা
  • হিতঙ্কর
  • পাথরে ফুটাবো ফুল
  • যুবরাজ
  • অস্তরাগে

ব্যাক্তিগত জীবন

গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন। তিনি তার সহ কর্মী বেতারের অভিনেত্রী হোসনে আরার প্রেমে পরে যান।[1] ১৯৫৮ সালে হোসনে আরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার মেয়ে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন অভিনেত্রী। সাবেক জামাতা হুমায়ুন ফরীদিও ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা।

মৃত্যু

গোলাম মুস্তাফা ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।[2]

পুরস্কার

গোলাম মুস্তাফা ১৯৮০ সালে এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্র অভিনেতা, এবং ১৯৮৬ সালে শুভদা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং ছুটির ফাঁদে (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক সম্মানে ভূষিত হন। তিনি বাচসাস পুরস্কারও লাভ করেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহশিল্পী নোট
১৯৬০রাজধানীর বুকেজমিদার-খলনায়করহমান, চিত্রা সিনহাপ্রথম অভিনীত চলচ্চিত্র
১৯৬১হারানো দিন
১৯৬২চাকা
১৯৬৩-নাচঘরনায়ক হিসেবে প্রথম ছবি
১৯৬৪কাজলশবনমউর্দু চলচ্চিত্র
১৯৬৪বন্ধনচিত্রা সিনহানায়ক হিসেবে দ্বিতীয় ছবি
১৯৬৬ফির মিলেঙ্গে হাম দোনোদ্বৈত চরিত্রেউর্দু চলচ্চিত্র
১৯৬৬বেগানাউর্দু চলচ্চিত্র
১৯৬৭চাওয়া পাওয়াসুচন্দা
১৯৬৮দাসী
১৯৬৮সোহানা সফররওশন আরাউর্দু চলচ্চিত্র- মুক্তি পায়নি
দুই রাজকুমার
বলাকা মন
হিসাব নিকাশ
শুভদা
এমিলের গোয়েন্দা বাহিনী
পীরিত না জানে রীত
চোখাই
তালাশউর্দু চলচ্চিত্র
আলিবাবার চল্লিশ চোর
নিজেকে হারায়ে খুজি
রক্তাক্ত বাংলা
তিতাস একটি নদীর নাম
সূর্যসংগ্রাম
দোষী
শ্লোগানআতাউর খান
অন্যায় অবিচার
ব্যথার দানবাদল খন্দকার
১৯৭৭সুরুজ মিয়া
১৯৭৭সীমানা পেড়িয়ে
১৯৭৮সারেং বউমন্টু চাচাআব্দুল্লাহ আল মামুনফারুক , কবরীজাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি
পদ্মা নদীর মাঝি
চন্দ্রনাথ
দেবদাস
১৯৯৫আশা ভালোবাসাসালমান শাহ , শাহ্‌নাজ
১৯৯৬জীবন সংসারসালমান শাহ, শাবনুর , ববিতা
দীপু নাম্বার টুঅতিথি চরিত্রে
১৯৯৯শ্রাবণ মেঘের দিনজমিদারহুমায়ুন আহমেদজাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদশ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. "গোলাম মুস্তাফা এবং এক কিংবদন্তী"দৈনিক ডেস্টিনি। সংগ্রহের তারিখ ২৭-০৪-২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "গোলাম মুস্তাফা এবং একুশের প্রথম প্রহর"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭-০৪-২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.