রাজীব

ওয়াসীমুল বারী রাজীব (জানুয়ারি ১, ১৯৫২–নভেম্বর ১৪, ২০০৪) যিনি রাজিব নামেই বেশি পরিচিত, ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে তিনি দাঙ্গা (১৯৯২), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), ভাত দে (১৯৮৪) প্রভৃতি। ১৯৮২ সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের।[2]

ওয়াসীমুল বারী রাজীব
জন্ম
ওয়াসীমুল বারী রাজীব

(১৯৫২-০১-০১)১ জানুয়ারি ১৯৫২
মৃত্যুনভেম্বর ১৪, ২০০৪(2004-11-14) (বয়স ৫২)
মৃত্যুর কারণক্যান্সার[1]
সমাধিউত্তরা, ঢাকা
জাতীয়তা পাকিস্তান (১৯৫২-১৯৭১)
বাংলাদেশ (১৯৭১-২০০৪)
নাগরিকত্ব পাকিস্তানী (১৯৫২-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-২০০৪)
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৮০২০০২
পরিচিতির কারণখল চরিত্রে অভিনয়
দাম্পত্য সঙ্গীইসমত আরা
সন্তানসায়নুল বারী দ্বীপ (পুত্র)

রানিসা রাজীব (কন্যা)

রাইসা রাজীব (কন্যা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরষ্কার (৪ বার)

বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পেয়েছেন।[2]

পারিবারিক জীবন

তার স্ত্রীর নাম ইসমত আরা।[2][3] এই দম্পতির পাঁচ সন্তান। তিন ছেলে, প্রথম দুই ছেলে সন্তান জমজ ছিলেন-এরা ১৯৯৬ সালে দুর্ঘটনায় নৌকা ডুবে মৃত্যুবরণ করেন।[3] তৃতীয় ছেলের নাম সায়নুল বারী দ্বীপ। দুই মেয়ে- নাম রানিসা রাজীব ও রাইসা রাজীব।[2]

মৃত্যু

রাজিব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত্র হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[1] ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।[3]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রটীকা
১৯৮২ খোকন সোনা
১৯৮৪ভাত দেইয়াজিদ মিয়া
১৯৯২দাঙ্গাকালু মিয়া
১৯৯৩কেয়ামত থেকে কেয়ামতমির্জা মোহাম্মদ সালাউদ্দিন
১৯৯৪-বিক্ষোভমাহমুদ চৌধুরী
১৯৯৪অন্তরে অন্তরেমানিক
১৯৯৫দেনমোহর
১৯৯৫বাবার আদেশ
১৯৯৫মহামিলন
১৯৯৫স্বপ্নের ঠিকানা
১৯৯৬সত্যের মৃত্যু নাই
১৯৯৬দূর্জয়
১৯৯৬স্বপ্নের পৃথিবী
১৯৯৭হাঙর নদী গ্রেনেড
১৯৯৭প্রেম পিয়াসী
১৯৯৭বুকের ভেতর আগুন
১৯৯৮ভন্ড
১৯৯৯অনন্ত ভালবাসা
১৯৯৯মগের মুল্লুক
২০০১স্বপ্নের বাসর
২০০১চেয়ারম্যান
২০০১ওদের ধর
২০০২ মাস্তানের উপর মাস্তান -
২০০২ ও প্রিয়া তুমি কোথায়

পুরস্কার এবং স্বীকৃতি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Rajib passes away"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ঢাকা। নভেম্বর ১৮, ২০০৪। সংগ্রহের তারিখ মে ১৪, ২০১৫
  2. "পর্দায় যেমন দেখাতেন তেমন ছিলেন না"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৪
  3. "অভিনেতা রাজীবের স্ত্রী-সন্তানরা কেমন আছে?"Bangladesh Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.