অনন্ত ভালবাসা

অনন্ত ভালবাসা হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এবং প্রযোজনা করেছে এস পি প্রডাকশন। এটির কাহিনী লিখেছেন আবু সাঈদ খান ও সংলাপ লিখেছেন হেনরী আমিন। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খানইরিন জামান,[2] এবং আবুল হায়াত, রাজীব, নাসির খান, ডলি জহুর, রিনা খানমিশা সওদাগর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[3] এটি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও ইরিন জামানের অভিষেক চলচ্চিত্র হিসাবে বিশেষভাবে স্বরণীয় হয়ে আছে।[4]

অনন্ত ভালোবাসা
অনন্ত ভালবাসা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসোহানুর রহমান সোহান
প্রযোজকএস পি প্রডাকশন
রচয়িতাহেনরী আমিন (সংলাপ)
চিত্রনাট্যকারসোহানুর রহমান সোহান
কাহিনীকারআবু সাঈদ খান
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
আলম খান
চিত্রগ্রাহকশহীদুল্লাহ দুলাল
সম্পাদকজিন্নাত হোসেন
প্রযোজনা
কোম্পানি
এস পি প্রডাকশন
পরিবেশকএস পি প্রডাকশন
মুক্তি
  • ২৮ মে ১৯৯৯ (1999-05-28)[1]
দৈর্ঘ্য১৫৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়

সঙ্গীত

অনন্ত ভালবাসা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলআলম খান। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, কনকচাঁপা, ও ডলি সায়ন্তনী।

তথ্যসূত্র

  1. "শাকিব খানের ২০ বছর"দৈনিক মানবজমিন। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯
  2. "দেখা দিলেন শাকিব খানের প্রথম সিনেমার নায়িকা"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫
  3. "ঢাকাই ছবিতে নায়ক-ভিলেন রসায়ন"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬
  4. নূর, নাইস (১৪ ফেব্রুয়ারি ২০১৭)। "ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না : শাকিব"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.