অনন্ত ভালবাসা
অনন্ত ভালবাসা হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এবং প্রযোজনা করেছে এস পি প্রডাকশন। এটির কাহিনী লিখেছেন আবু সাঈদ খান ও সংলাপ লিখেছেন হেনরী আমিন। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও ইরিন জামান,[2] এবং আবুল হায়াত, রাজীব, নাসির খান, ডলি জহুর, রিনা খান ও মিশা সওদাগর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[3] এটি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও ইরিন জামানের অভিষেক চলচ্চিত্র হিসাবে বিশেষভাবে স্বরণীয় হয়ে আছে।[4]
অনন্ত ভালোবাসা | |
---|---|
![]() অনন্ত ভালবাসা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সোহানুর রহমান সোহান |
প্রযোজক | এস পি প্রডাকশন |
রচয়িতা | হেনরী আমিন (সংলাপ) |
চিত্রনাট্যকার | সোহানুর রহমান সোহান |
কাহিনীকার | আবু সাঈদ খান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল আলম খান |
চিত্রগ্রাহক | শহীদুল্লাহ দুলাল |
সম্পাদক | জিন্নাত হোসেন |
প্রযোজনা কোম্পানি | এস পি প্রডাকশন |
পরিবেশক | এস পি প্রডাকশন |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাকিব খান - মশাল
- ইরিন জামান - জ্যোতি
- রাজীব - আশরাফ চৌধুরী
- আবুল হায়াত - আফজাল চৌধুরী
- নাসির খান - আকরাম চৌধুরী
- ডলি জহুর - নাজমা
- রীনা খান - আশরাফ চৌধুরীর স্ত্রী
- আনোয়ার হোসেন - রহিম মিয়া
- মিশা সওদাগর - রানা
- আফজাল শরীফ - বল্টু
সঙ্গীত
অনন্ত ভালবাসা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আলম খান। গানের কথা লিখেছেন মিল্টন খন্দকার। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, রুনা লায়লা, কনকচাঁপা, ও ডলি সায়ন্তনী।
তথ্যসূত্র
- "শাকিব খানের ২০ বছর"। দৈনিক মানবজমিন। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯।
- "দেখা দিলেন শাকিব খানের প্রথম সিনেমার নায়িকা"। জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৫।
- "ঢাকাই ছবিতে নায়ক-ভিলেন রসায়ন"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।
- নূর, নাইস (১৪ ফেব্রুয়ারি ২০১৭)। "ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না : শাকিব"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনন্ত ভালবাসা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অনন্ত ভালবাসা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.