শাহাদাৎ হোসেন (অভিনেতা)
শাহাদাৎ হোসেন হলেন একজন বাংলাদেশি অভিনেতা ও রেডিও ব্যক্তিত্ব যিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি গহীন বালুচর চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেছেন।[1][2][3]
শাহাদাৎ হোসেন | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা, রেডিও ব্যক্তিত্ব |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
শাহাদাৎ হোসেন ১৯৭৬ সালের ৯ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন।[4] তিনি খুলনা জেলাতেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন। তিনি বাংলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়েছেন।[4]
কর্মজীবন
শাহাদাৎ হোসেন বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি ১৯৯৭ সালে সেন্টার ফর এশিয়ান থিয়েটারে যোগদান করেন।[5] ২০০৫ সালে টিভি নাটকে অভিষেক ঘটে তার।[4] তিনি সিসিমপুর এ বাহাদুর চরিত্রে অভিনয় করেছেন।[6] তিনি মন তার শঙ্খিনী এ অভিনয়ের জন্য এক পর্বের নাটক ও টেলিফিল্মের সেরা অভিনেতা বিভাগে লাক্স আরটিভি অ্যাওয়ার্ডস ২০১৬ লাভ করেছিলেন।[7][8]
মঞ্চনাটক ও টেলিভিশনের পাশাপাশি শাহাদাৎ হোসেন চলচ্চিত্রেও অভিনয় করেছন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র আন্ডার কন্সট্রাকশন।[9] তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সুতপার ঠিকানা।[6] চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল।[10][11] ২০১৬ সালে তার অভিনীত চলচ্চিত্র আন্ডার কন্সট্রাকশন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[12] ২০১৬ সালে তার অভিনীত চলচ্চিত্র একাত্তরের নিশান ও মুক্তি পেয়েছিল।[9]
২০১৭ সালে শাহাদাৎ হোসেন অভিনীত চলচ্চিত্র নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[13][14][15] এ বছরে তার অভিনীত চলচ্চিত্র গহীন বালুচর ও মুক্তি পেয়েছিল।[16][17][18] চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন। ২০১৯ সালে তিনি পারফর্মার শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন।[19][20]
চলচ্চিত্রে অভিনয়েত বাইরে শাহাদাৎ হোসেন নাভানা গ্রুপে এক বছরের বেশি সময় কাজ করেছেন।[4] ২০০১ সালে তিনি সেখানে যোগ দিয়েছিলেন। এছাড়া তিনি এবিসি রেডিওর বেহাল চৌরাস্তা অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে কাজ করেছেন।[21]
ব্যক্তিগত জীবন
শাহাদাৎ হোসেন ২০০৭ সালে ফারজানা রিতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[4]
নির্বাচিত মঞ্চনাটক
নির্বাচিত টিভি নাটক ও টেলিফিল্ম
- সিসিমপুর[6]
- স্বপ্নভুখ[21]
- মিথ্যা তুমি দশ পিঁপড়া[21]
- সবুজ নক্ষত্র[21]
- কপথে মন[25]
- যদি নির্বাসন দাও[26]
- জননী[27]
- একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যুর পর[28]
- পিঞ্জর[4]
- সোনালী মেঘের ভালোবাসা[4]
- কিংকর্তব্য বিমুখ[4]
- ঘোড়ার চাল আড়াই ঘর[29]
- এবং[26]
- শূন্যতা[26]
- মন তার শঙ্খিনী[26]
- আমারো পরানো যাহা চায়[30]
- পাগলা ঘণ্টা[31]
- প্রেমের সাতকাহন[32]
- একটি দোতলা বাড়ির গল্প[33]
- রাক্ষুসী[34]
- পঁচাত্তরের ডায়েরি[35]
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৬ | সুতপার ঠিকানা | সুতপার স্বামী | প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র |
২০১৬ | আন্ডার কন্সট্রাকশন | প্রথম চলচ্চিত্র | |
২০১৬ | একাত্তরের নিশান | ||
২০১৭ | নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার | ||
২০১৭ | গহীন বালুচর | মিজান | |
২০১৯ | পারফর্মার | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
পুরস্কার ও মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল |
---|---|---|---|---|
২০১৬ | লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডস | এক পর্বের নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা | মন তার শঙ্খিনী | বিজয়ী |
২০১৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | গহীন বালুচর | বিজয়ী |
তথ্যসূত্র
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন চার নায়ক, সেরা ছবি 'ঢাকা অ্যাটাক' ও 'পুত্র'"। আমাদের সময়। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। বাংলাদেশ প্রতিদিন। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "মেয়েরা আমাকে টিজ করতে লাগল : শাহাদাৎ"। রাইজিংবিডি.কম। ৩০ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- ""It's high time we introduced professionalism""। The Daily Star। ১১ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "দর্শকের প্রশংসাই সেরা পুরস্কার : শাহাদাৎ"। জাগোনিউজ২৪.কম। ২৯ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "'6th Lux RTV Award' conferred"। The Independent। ২৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Lux RTV Star Award 2016 conferred"। Daily Sun। ২৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "ছবিটি যাঁরাই দেখবেন পছন্দ করবেন"। প্রথম আলো। ২৬ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "মা দিবসে 'সুতপার ঠিকানা'"। কালের কণ্ঠ। ৪ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "প্রেক্ষাগৃহে 'সুতপার ঠিকানা'"। প্রথম আলো। ৮ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Under Construction: A tale of complex struggles"। The Daily Star। ২৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে 'নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার'"। জনকণ্ঠ। ২৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "'নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার'"। প্রথম আলো। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "মুক্তি পেল নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার"। যুগান্তর। ৩১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Gohin Baluchor pushed back to December"। The Daily Star। ১৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "২৯ ডিসেম্বর আসছে 'গহীন বালুচর'"। প্রথম আলো। ১৭ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "'Gohin Baluchor' coming on small screen on Eid day"। The Independent। ১৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "যে কারণে দৌলতদিয়া যৌনপল্লীতে প্রভা"। সময় টিভি। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "নিষিদ্ধপল্লীতে প্রভা-মৌটুসী"। বাংলাদেশ প্রতিদিন। ১৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "মঞ্চকে ঘিরেই আমার পেশাজীবন"। প্রথম আলো। ৩০ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "'ডগ, ওমেন, ম্যান' নাটকের দৃশ্যে শাহাদাৎ হোসেন ও সামিনা লুৎফা নিত্রা"। সমকাল। ২১ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "ভরদুপুরে মঞ্চনাটক!"। প্রথম আলো। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Stalin Comes Alive On Stage"। Daily Sun। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "ঈদের ৭ দিনে দেড়শোর বেশি নাটক"। বাংলানিউজ২৪.কম। ৯ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Mou, Shahadat together in 3 Eid tele-dramas, telefilms"। The Independent। ২১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Jononi on GTV"। The Daily Star। ১৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Akjon Bikkhato Bektir Mrittur Por airs today"। Dhaka Tribune। ৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "আরও তিন নতুন ধারাবাহিক নাটক"। ভোরের কাগজ। ১০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "ঈদের দিনের নাটক-টেলিফিল্ম"। বাংলা ট্রিবিউন। ৭ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "ঈদের আগের দিনের টিভি আয়োজন"। সমকাল। ১২ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Suborna, Asad, Naziba, Shahadat in Premer Satkahon"। Daily Sun। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "Young artistes thrilled to act with Suborna"। The Independent। ১৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "টিভিতে নজরুলজয়ন্তী"। কালের কণ্ঠ। ২৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- "ঈদ আয়োজনে চ্যানেল আই: ৮ দিনে ১৪ নাটক"। চ্যানেল আই। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাহাদাৎ হোসেন (ইংরেজি)