এবিসি রেডিও (বাংলাদেশ)
এবিসি রেডিও বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক এফএম রেডিও স্টেশন। এই রেডিও স্টেশনের বেতার তরঙ্গ ৮৯.২ এফএম।[1] বাংলাদেশের রাজধানী ঢাকার কাওরান বাজারে এবিসি রেডিওর প্রধান কেন্দ্র অবস্থিত। ২০০৯ সালের ৭ই জানুয়ারি এবিসি রেডিও বাণিজ্যিক পরিচালনা শুরু করে। 'বাংলার আওয়াজ' স্লোগানে এই রেডিও কার্যক্রম পরিচালনা করছে।[2]
![]() | |
প্রচারের স্থান | ঢাকা |
---|---|
সম্প্রচার এলাকা | ![]() |
স্লোগান | বাংলার আওয়াজ |
ফ্রিকোয়েন্সি | ৮৯.২০ এফএম |
প্রথম সম্প্রচার | ৭ জানুয়ারি ২০০৯ |
ফরম্যাট | সঙ্গীত চ্যানেল |
ভাষা | বাংলা |
মালিকানাস্বত্ত্ব | ট্রান্সকম গ্রুপ |
ওয়েবকাস্ট | সরাসরি |
ওয়েবসাইট | https://www.abcradio.fm/ |
.svg.png)
প্রকৃতি
এবিসি রেডিও নিউজ বুলেটিন, আলোচিত ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠান, রেডিও ডকুমেন্টারি, তথ্যবার্তা, ট্রাফিক, স্টক মার্কেট, আবহাওয়া ইত্যাদি, সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি সাপ্তাহিক ও বিশেষ দিনের অনুষ্ঠান প্রচার করে।[2]
অংশগ্রহণ
রেডিওর অনুষ্ঠানে অংশগ্রহণ বা এসএমএস প্রদানের জন্য বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠানো যায়।
নিউমিডিয়া
এবিসি রেডিওর খবর তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওয়েবসাইটে শোনা যায়।
খবর
এই রেডিওতে প্রতি ঘন্টায় সরসরি খবর প্রচার হয় । এছাড়া যেকোনো আকষ্মিক উদ্ভূত ঘটনায় তাজা খবর (ব্রেকিং নিউজ) প্রচার করা হয়। ক
অনুষ্ঠানমালা
এবিসি রেডিও নানারকম অনুষ্ঠান প্রচার করা হয়। তন্মধ্যে কিছুর নাম দেয়া হলো-
- জীবনের গল্প
- ডর
- হ্যালো ৮৯২০
ইত্যাদি
তথ্যসূত্র
- "এবিসি রেডিও"। প্রথম আলো। ফেব্রুয়ারি ৮, ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৪।
- A year of accomplishments, abc radio turns one. ডেইলি স্টার (ইংরেজি)