বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল।

বাংলাদেশ বেতার
ধরনজাতীয় পাবলিক সম্প্রচারক
দেশবাংলাদেশ
প্রতিষ্ঠিত২৬ আগষ্ট ১৯২৭
প্রধান কার্যালয়শাহবাগ, ঢাকা
প্রচারের স্থান
জাতীয়
মালিকানাবাংলাদেশ সরকার
আরম্ভের তারিখ
১৬ ডিসেম্বর ১৯৩৯
অন্তর্ভুক্তিওয়ার্ল্ড রেডিও নেটওয়ার্ক
অফিসিয়াল ওয়েবসাইট
www.betar.gov.bd/

ইতিহাস

এই অঞ্চলে বাংলাদেশ ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় স্থাপন করা হয়। পরবর্তীতে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়।যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানী জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র নামে পরিচিত ছিল। ভারী গোলা বর্ষণের কারণে বেতারকেন্দ্রটি কয়েকবার স্থানান্তর করা হয়েছিল।শেষে ২৫শে মে তারিখে কলকাতাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে যুদ্ধের বাকি সময় পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হতো। ডিসেম্বর ৬ তারিখে বেতারকেন্দ্রটিকে বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়।

সম্প্রচার

ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বহির্বিশ্বে কার্যক্রম বাংলার পাশাপাশি সার্কভূক্ত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য ৫(পাঁচ)টি বিদেশি ভাষায় অনুষ্ঠান নির্মাণ করে। এছাড়া ঢাকা ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ.এমের পাশাপাশি এফ.এমের নিজস্ব অনুষ্ঠান প্রচার করে।এফ.এম অনুষ্ঠানের পাশাপাশি বর্তমানে বিবিসি বাংলা, ডয়চে ভেলে, রেডিও চায়নাএনএইচকে-এর অনুষ্ঠানও সম্প্রচার করে।

কেন্দ্র

বাংলাদেশ বেতার, বগুড়া

বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র।

এএম

কেন্দ্রফ্রিকোয়েন্সি (kHz)মিটারশক্তি (kW)সম্প্রচারের সময়
ঢাকা-ক৬৯৩৪৩২.৯০১০০০০৬:৩০-১২:১০ ও ১৪:৩০-২৩:৩০
ঢাকা-খ৮১৯৪৭৬.১৯১০০০০:০০-০৩:০০, ০৬:৩০-০৭:৪৫ ও ০৯:০০-২৩:১০
ঢাকা-গ১১৭০২৫৬.৪১২০১৫:০০-১৭:০০
চট্টগ্রাম৮৭৩৩৪৩.৬৪১০০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
রাজশাহী১০৮০২৭৭.৭৭১০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
রাজশাহী৮৪৬৩৫৪.৬০১০০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
খুলনা৫৫৮৫৩৭.৬৩১০০০৬:৩০-১০:০০ ও ১২:০০-২৩:১০
রংপুর১০৫৩২৮৪.৯০১০০৬:৩০-১০:০০ ও ১৪:০০-২৩:১০
সিলেট৯৬৩৩১১.৫২২০০৬:৩০-১০:০০ ও ১৪:০০-২৩:১০
বরিশাল১২৮৭২৩৩.১০১০১০:৪৫-১৭:১৫
ঠাকুরগাঁও৯৯৯৩০০.৩০১০১৫:৫০-২৩:১০
রাঙ্গামাটি১১৬১২৫৮.৩৯১০১১:৩০-১৬:৩০
কক্সবাজার১৩১৪২২৮.৩১১০১১:৪৫-১৬:৪৫
বান্দরবান১৪৩১২০৯.৬৪১০১১:৩০-১৬:৩০
কুমিল্লা১৪১৩২১২.৩১১০১৬:০০-২৩:১০

এফএম

কেন্দ্রফ্রিকোয়েন্সি (kHz)মিটারশক্তি (kW)সম্প্রচারের সময়
এফএম১০০, ঢাকা১০০.০৩.০০১৩:০০-১৬:০০
এফএম, ঢাকা৯৭.৬৩.০৭০৬:৩০-১২:০০; ১৪:১৫-২৩:১৫
এফএম ৮৮.৮, ট্রাফিক কার্যক্রম৮৮.৮৩.৩৮১০০৮:০০-২০:০০
এফএম ৯০.০, ট্রাফিক কার্যক্রম৯০.০৩.৩৩১০০৮:০০-২০:০০
এফএম ৯৫.০ (ঘরোয়া)৯৫.০১৭:৩০-২২:০০
এফএম, চট্টগ্রাম১০৫.৫২.৮৫০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, খুলনা১০২.০২.৯৪০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, রাজশাহী১০৪.০২.৮৮০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, রাজশাহী১০৫.০২.৮৬০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, রংপুর১০৫.০২.৮৬০৬:৩০-১০:০০; ১৯:০০-২৩:১০
এফএম, কুমিল্লা১০৩.৬ ও ১০১.২২.৯৬০৬:৩০-১০:০০; ১৭:০০-২৩:১০
এফএম, ঠাকুরগাঁও৯২.০৩.২৬১৬:০০-২৩:১০

বহিঃসংযোগ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.