সত্যের মৃত্যু নাই

সত্যের মৃত্যু নেই হল ১৯৯৬ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, সালমান শাহ, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদরাজীব

সত্যের মৃত্যু নাই
সত্যের মৃত্যু নাই চলচ্চিত্রের পোস্টার
পরিচালকছটকু আহমেদ
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারছটকু আহমেদ
কাহিনীকারপানাউল্লাহ আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকশহীদুল্লাহ দুলাল
সম্পাদকমনির হোসেন মুন্নু
প্রযোজনা
কোম্পানি
আনন্দ মুভিজ
পরিবেশকআনন্দ মুভিজ
মুক্তি
  • ১৩ সেপ্টেম্বর ১৯৯৬ (1996-09-13)
দৈর্ঘ্য১৫৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৩ই সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়।[1]

কুশীলব

সঙ্গীত

সত্যের মৃত্যু নাই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন মাসুদ করিম

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এই পথ আমার ঠিকানা"মাসুদ করিমআলাউদ্দিন আলী  
২."সুখের আরেক নাম"মাসুদ করিমআলাউদ্দিন আলী  
৩."চিঠি এল জেলখানাতে"মাসুদ করিমআলাউদ্দিন আলীআবদুল মান্নান রানা 

তথ্যসূত্র

  1. "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.