১৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

১৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ১৫তম আয়োজন; যা ১৯৯০ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ১৯৯০ ও ১৯৯১ সালের পুরস্কার একসাথে ১৯৯৩ সালের জানুয়ারি মাসে ঘোষণা করা হয়। এই বছর ২১টি শাখার মধ্যে ১৭টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[1][2]

১৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৯০ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
তারিখজানুয়ারি, ১৯৯৩
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগরীবের বউ
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রআমরা তোমাদের ভুলবো না
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীর
মরণের পরে
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবানা
মরণের পরে
সর্বাধিক পুরস্কারগরীবের বউ (৫)
 < ১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৬তম > 

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রএস এস প্রডাকসন (প্রযোজক)গরীবের বউ
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রআমরা তোমাদের ভুলব না
শ্রেষ্ঠ পরিচালককামাল আহমেদগরীবের বউ
শ্রেষ্ঠ অভিনেতাআলমগীরমরণের পরে
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবানামরণের পরে
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাগোলাম মুস্তাফাছুটির ফাঁদে
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীআনোয়ারামরণের পরে
শ্রেষ্ঠ শিশুশিল্পীজয়াদোলনা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকআলাউদ্দিন আলীলাখে একটা
শ্রেষ্ঠ গীতিকারমনিরুজ্জামান মনির
সহিদুল হক খান
দোলনা
ছুটির ফাঁদে[3]
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীসৈয়দ আব্দুল হাদীগরীবের বউ[4]
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পীশাহনাজ রহমতুল্লাহছুটির ফাঁদে

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারশিবলী সাদিকদোলনা
শ্রেষ্ঠ সম্পাদকআমিনুল ইসলাম মিন্টু
জিন্নাত হোসেন
গরীবের বউ
বিপ্লব
শ্রেষ্ঠ শব্দগ্রাহকমফিজুল হকদোলনা

বিশেষ পুরস্কার

  • শ্রেষ্ঠ শিশুশিল্পী বিশেষ পুরস্কার - মাস্টার দোদুল

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  2. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  3. R Hossain (নভেম্বর ২৩, ২০১০)। "শেকড় সন্ধানী একজন"দৈনিক আমার দেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫
  4. "Syed Abdul Hadi performs today at IGCC"The Daily Observer। ২০১৪-১১-২১। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.