৩৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৩৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৮তম আয়োজন; যা ২০১৫ সালের ৪ এপ্রিল তারিখে প্রদান করা হয়।[2] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

৩৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১৩ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন৪ এপ্রিল ২০১৫
স্থানঢাকা, বাংলাদেশ
আয়োজকজাহিদ হাসান[1]
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
আজীবন সম্মাননাকবরী সারোয়ার
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রমৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রশুনতে কি পাও!
শ্রেষ্ঠ অভিনেতাতিতাস জিয়া
মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেত্রীমৌসুমী ও শর্মি মালা
দেবদাসমৃত্তিকা মায়া
সর্বাধিক পুরস্কারমৃত্তিকা মায়া (১৭)
 < ৩৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩৯তম > 

সারাংশ

১০ মার্চ ২০১৫ তারিখে তথ্য মন্ত্রণালয়ে থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩' ঘোষণা করা হয়। এই বছর মোট ২৫টি শাখায় পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে গাজী রাকায়েত পরিচালিত ছবি 'মৃত্তিকা মায়া' ১৭টি শাখায় পুরস্কার লাভ করে। এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ারকে আজীবন সম্মাননা দেয়া হয়।[3]

জয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র গাজী রাকায়েতফরিদুর রেজা সাগর মৃত্তিকা মায়া[4]
শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী
শর্মীমালা
দেবদাস
মৃত্তিকা মায়া[5]
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা রাইসুল ইসলাম আসাদ মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী অপর্ণা ঘোষ মৃত্তিকা মায়া[6]
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা মামুনুর রশিদ মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ শিশুশিল্পী স্বচ্ছ একই বৃত্তে
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক একে আজাদ
সওকত আলী ইমন
মৃত্তিকা মায়া
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
শ্রেষ্ঠ সুরকার কৌশিক হাসান তাপস পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী চন্দন সিনহা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী রুনা লায়লা
সাবিনা ইয়াসমিন
এ জীবন ধুপের মতো গন্ধ বিলায় (দেবদাস)
ভালবেসে একবার কাঁদালে (দেবদাস)[7]

কারিগরি পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনী গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা গাজী রাকায়েত মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম গুহ মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ সম্পাদক সরিফুল ইসলাম রাসেল মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ সাজসজ্জা ওয়াহিদা মল্লিক জলি মৃত্তিকা মায়া
শ্রেষ্ঠ মেকাপম্যান মো: আলী বাবুল মৃত্তিকা মায়া[8]

বিশেষ পুরস্কার

  • আজীবন সম্মাননা- কবরী সারোয়ার
  • শ্রেষ্ঠ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরষ্কার - সৈয়দা অহিদা সাবরিনা (চলচ্চিত্র- অন্তর্ধান)
  • শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- শুনতে কি পাও! (প্রযোজক- সারাহ আফরিন)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান উপস্থাপনায় জাহিদ হাসান"প্রথম বার্তা। ২০১৫-০৪-০১। ২০১৫-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ ঘোষণা"। ২০১৫-০২-১০। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ : ১৭টি শাখায় পুরস্কার জিতেছে মৃত্তিকামায়া"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ইমপ্রেস টেলিফিল্মের ডাবল হ্যাটট্রিক"Desh News 24। ২০১২-০২-০৯। অক্টোবর ২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  5. "Mousumi, Shormi Mala, Titas best actors, 'Mrittika Maya' best movie in 2013"bdnews24 (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-১০। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন অপর্ণা"। প্রতিক্ষণ। ২০১৫-০৪-০২। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  7. "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"। bdnews24। ২০১৫-০৩-১০। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫
  8. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ ঘোষণা"ঢাকা টাইমস। ২০১৫-০৩-১০। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.