অপর্ণা ঘোষ

অপর্ণা ঘোষ বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেলমোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন।[1] বেশকিছু টেলিভিশন ধারাবাহিক এবং খণ্ড নাটকে অভিনয়ের পাশাপাশি[2] চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মৃত্তিকা মায়া (২০১৩), মেঘমল্লার (২০১৪), সুতপার ঠিকানা (২০১৫), দর্পণ বিসর্জন (২০১৬), ও ভুবন মাঝি (২০১৭)।

অপর্ণা ঘোষ
জন্ম
অপর্ণা ঘোষ

চট্টগ্রাম, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
যেখানের শিক্ষার্থীপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
পেশা
কার্যকাল২০০৬বর্তমান
পরিচিতির কারণ
উল্লেখযোগ্য কর্ম
নিচে দেখুন
আদি নিবাসরাঙ্গামাটি জেলা
পিতা-মাতা
  • অলোক ঘোষ (পিতা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৩)

তিনি ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচের একজন নির্বাচিত হন।[3] ২০১৩ সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[4]

প্রাথমিক জীবন

অপর্ণা ঘোষ তার ছেলেবেলা কাটান বাংলাদেশের চট্টগ্রামে। তার বাবা অলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন।[3]

কর্মজীবন

অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে অকৃষ্ট হয়ে ২০০৪ সালের দিকে নান্দকিার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসাবে যোগ দেন তিনি। এরপর মঞ্চে উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অব ভেনিস, পাপপূর্ণ সহ বেশকয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন।[3]

পরবর্তীকালে তবুও ভালোবাসি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।[5] ২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের মাধ্যমে তার বর্ড় পর্দায় অভিষেক ঘটে। তিনি গাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া (২০১৩), জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৪), প্রসূন রহমান পরিচালিত সুতপার ঠিকানা (২০১৫) চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৬ সালে কাজ করেছেন পল্লিকবি জসীমউদ্দীনের আয়না ছোটগল্প অবলম্বনে নির্মিত দর্পণ বিসর্জন টেলিছবিতে।[6] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্র ভুবন মাঝি চলচ্চিত্রে কাজ করেন।[7] ফাখরুল আরেফিন খান পরিচালিত চলচ্চিত্রটি ২০১৭ সালে মুক্তি পায়। এছাড়াও বিভিন্ন টেলিভিশন বিঞ্জাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা।[3]

বিজ্ঞাপনচিত্র

অপর্ণা বসুন্ধরা কর্পোরেট, প্রাণ সস, অটবি, নিডো, প্যরাসুট নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি বাণিজ্যিক পণ্যের টেলিভিষণ বিঞ্জাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।[3]

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকটীকা
২০০৯থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারমোস্তফা সরয়ার ফারুকী
২০১৩মৃত্তিকা মায়াফাহমিদাগাজী রাকায়েত[8]
২০১৪মেঘমল্লারআসমাজাহিদুর রহিম অঞ্জন[3][9]
২০১৫সুতপার ঠিকানাসুতপাপ্রসূন রহমান[4][10][11][12]
২০১৬দর্পণ বিসর্জনবকুলসুমন ধর[6]
২০১৭ভুবন মাঝিফরিদাফাখরুল আরেফিন খান[7]

টেলিভিশন ধারাবাহিক

বছরধারাবাহিক নাটকচরিত্রটীকা
২০১৩ইচ্ছেঘুড়ি[2][3]
২০১৩ভালোবাসা কারে কয়[2]
২০১৪.০৮নীল আকাশের কালো রং[13]
হল্লাবাজি[11]
২০১৪মেড ইন চিটাগাং[11]
আদর্শলিপি[4]
২০১৪রাব্বু ভাইয়ের বউ[11][14]
২০১৫পাল্টা হওয়াঅপ্রকাশিত[4][14]
অপূর্বা[4]

টেলিভিশন খণ্ড নাটক

বছরখণ্ড নাটকচরিত্রটীকা
২০১৩রিস্টার্ট[3]
২০১৩নিয়ন জোছনায় পরীপরী[3]
আব্দুল জলিলে বিদেশ যাত্রাউদাহরণ[3]
শেষ দুই দিন[11]
জীবন বদল[15]
ব্ল্যাংকপেজ[8]
তোমার আমার গল্প[8]
২০১৪ক্লোজআপ কাছে আসার গল্প ২[16]
২০১৪ভার্চুয়াল লাভ[2]
২০১৪বিচারকহেমশশী[17]
২০১৪হাবিলদার হাতেমশিউলী[12]
২০১৫জীবন বদলঅপলা[18]
২০১৫আশ্চর্য এক স্পর্শযূথী[14]

পুরস্কার

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী মৃত্তিকা মায়া বিজয়ী
২০১৫ অনন্যা শীর্ষ দশ পুরস্কার বিজয়ী

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "অপর্ণা ঘোষ"। priyo.com। ২৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  2. "৫ প্রশ্নে অপর্ণা ঘোষ"। thereport24.com। ডিসেম্বর ৫, ২০১৩। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  3. "পাত্র খুঁজছি: অপর্ণা"গাজীপুর অনলাইন। আক্টোবর ২, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. সানজিদা রিপা (মার্চ ১২, ২০১৫)। "আমার কাছে প্রত্যেকটা কাজই সমান"বণিক বার্তা। ২০১৫-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  5. "অভিনয়কেই ভালবাসি: অপর্ণা ঘোষ"binodon24.com। সেপ্টেম্বর ১১, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  6. বিনোদন প্রতিবেদক (আগস্ট ২৬, ২০১৫)। "'আয়না' থেকে 'দর্পণ বিসর্জন'"প্রথম আলোমতিউর রহমান। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৬
  7. বিনোদন প্রতিবেদক (জানুয়ারি ২১, ২০১৬)। "শুরু-হলো-'ভুবন-মাঝি'"প্রথম আলোমতিউর রহমান। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৬
  8. "আমি ক্যানসার আক্রান্ত রোগী: অপর্ণা ঘোষ"janatarnews24.com। এপ্রিল ২৮, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  9. "মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করবেন অপর্ণা ঘোষ"bdkhabor.com। আগস্ট ১৭, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  10. "'সুতপা' অপর্ণা"দৈনিক প্রথম আলো। জুলাই ২৭, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  11. "পার্থ-অপর্ণা দুই সহযাত্রী"দৈনিক যায়যায়দিন। নভেম্বর ৪, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  12. "স্বামীকে ঘুষ নিতে মানা অপর্ণার"সিটিজিবার্তাডেক্স। ১২ সেপ্টেম্বর ২০১৪। ২৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  13. "এক নাটকে বন্যা-জেনি-অপর্ণা"। durnitynews24.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  14. "আবার টিভি নাটকে নিয়মিত হয়েছেন লাক্স তারকা ও অভিনেত্রী অপর্ণা ঘোষ"jonomot.com। ফেব্রুয়ারি ১, ২০১৫। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  15. রাশেদ শাওন (ডিসেম্বর ২২, ২০১৪)। "শাড়ি ছেড়ে জিনস পরছেন অপর্ণা"রাইজিংবিডি ডট কম। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  16. "জনের দিকে তাকাতে পারছিলাম না: অপর্ণা ঘোষ"। priyo.com। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  17. "রবি ঠাকুরের নায়িকা এবার অপর্ণা ঘোষ"amarbinodon.com। আগস্ট ৪, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  18. "বিয়ের পর আরো সুইট হবো : অপর্ণা ঘোষ"এনটিভি। মার্চ ৮, ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.