মেহবুবা মাহনূর চাঁদনী

মেহবুবা মাহনূর চাঁদনী (যিনি চাঁদনী নামে বেশি পরিচিত) হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি কিশোরী থাকাবস্থাতেই অভিনয় শুরু করেন। তার অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুখাই, লালসালু এবং জয়যাত্রা[1]

চাঁদনী
জন্ম
মেহবুবা মাহনূর চাঁদনী

মে ১৯, ১৯৮২
জাতীয়তাবাংলাদেশী
পেশামডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী
কার্যকাল১৯৯৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীবাপ্পা মজুমদার (মার্চ ২১, ২০০৮-২০১৮)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)

প্ররম্ভিব জীবন

চার বছর বয়সে চাঁদনী নৃত্যু শেখা শুরু করেন। তিনি হিরুর অধীনে ভারতনাট্যম, আধুনিক এবং বাংলাদেশী নৃত্য শেখেন।[2] বিটিভিতে প্রচারিত নতুন কুঁড়িতে দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।[3]

কর্মজীবন

১৯৯৪ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। নৃত্যের মাধ্যমে পরিচিত পাওয়া চাঁদনী ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্‌সালামে বাংলাদেশী সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন।[4]

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রপরিচালকচরিত্রসহ-অভিনয়শিল্পীটীকা
১৯৯৪দুখাইমোরশেদুল ইসলামরাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী
২০০১লালসালুতানভীর মোকাম্মেলজমিলারাইসুল ইসলাম আসাদ, মরিয়ম ইউসুফশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০০৪জয়যাত্রাতৌকির আহমেদমরিয়মমাহফুজ আহমেদ, বিপাশা হায়াত, আজিজুল হাকিমশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০১৫বিষকিশোর মাহমুদসাব্বির, একে আজাদ সেতুজিপসি মেয়ে[5]

নাটক

বছরনাটকপরিচালক
নাট্যকার
সহ-অভিনয়শিল্পীটীকা
বয়স যখন একুশতাহের শিপনসজল নূরধারাবাহিক
২০১০হারুনের মঙ্গল হোকসজল নূর
২০১৪ধ্যানঅরণ্য আনোয়ার
২০১৫বেলানুজহাত আলভী আহমেদ
কামনা সীমা
সজল নূরমা দিবসে নির্মিত বিশেষ নাটক।[6]
গ্রীন কার্ডনুজহাত আলভী আহমেদ
জাকির হোসাইন উজ্জল
সজল নূরএশিয়ান টিভিতে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক।[7]

পুরস্কার

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
নতুন কুঁড়িদলগত নাচপ্রথম
২০০১জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীলালসালুবিজয়ী[8]
২০০৪জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীজয়যাত্রাবিজয়ী[9][10]

তথ্যসূত্র

  1. "সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী: মেহবুবা মাহনূর চাঁদনী"দৈনিক ইত্তেফাক। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮
  2. "In Search of Creative Unity Through Dance" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০০৫
  3. "Bangladeshi Actress Mehbooba Mahnoor Chandni"bdalltime (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০০৫
  4. Adib Noor (২০১২-০৪-০১)। "Cultural gala night celebrates Bangladesh Independence Day"The Brunei Times (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০০৫
  5. "শেষ হলো 'বিষ'-এর শুটিং"দৈনিক প্রথম আলো। ১৬ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮
  6. "Sajal-Chandni pair up for new drama"Bangladesh Info (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০০৫
  7. "সজলের সাত নায়িকা"banglanews24। ২০১৫-০৯-১৫। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০০৫
  8. নিষাদ চৌধুরী (৭ মে ২০১৩)। "চাঁদনীর তিন পৃথিবী"দৈনিক আমার দেশ। ০৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |আর্কাইভের-তারিখ= (সাহায্য)
  9. Nadia Sarwat। "National Film Awards generate enthusiasm"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৫
  10. "National Film Awards for the last fours years announced" [চার বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ঢাকা, বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.