তানভীর মোকাম্মেল
তানভীর মোকাম্মেল (জন্মঃ ১৯৫৫) একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।[3] তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট।[4] শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।[2]
তানভীর মোকাম্মেল | |
---|---|
![]() ‘একুশে পদক’ হাতে তানভীর মোকাম্মেল (২০১৭) | |
জন্ম | |
জাতীয়তা | ![]() ![]() |
নাগরিকত্ব | বাংলাদেশ |
যেখানের শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র নির্মাণ,[1] শিক্ষকতা |
উল্লেখযোগ্য কর্ম | নদীর নাম মধুমতী (১৯৯৫) চিত্রা নদীর পারে (১৯৯৯) লালসালু (২০০১) |
আন্দোলন | বাংলাদেশ শর্ট ফিল্ম আন্দোলন |
পুরস্কার | একুশে পদক (২০১৭)[2] জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬, ১৯৯৯, ২০০১) |
ওয়েবসাইট | www |
প্রাথমিক জীবন
তানভীর মোকাম্মেল ১৯৫৫ সালে খুলনা শহরের খানজাহান আলী রোড সংলগ্ন এলাকায় এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন।[5]
কর্মজীবন
তিনি এখন পর্যন্ত ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।[6][7] তার নিজস্ব একটা ফিল্ম ইউনিট রয়েছে এবং সব ছবিতে তারাই কাজ করেন। ক্যামেরায় কাজ করেন আনোয়ার হোসেন, আবহ সংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, সহকারী পরিচালক ও শিল্প নির্দেশক উত্তম গুহ।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্রের নাম | অভিনয়ে | টীকা |
---|---|---|---|
১৯৯১ | স্মৃতি একাত্তর | ||
১৯৯৩ | একটি গলির আত্মকাহিনী | ||
১৯৯৫ | নদীর নাম মধুমতী | তৌকীর আহমেদ, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আবুল খায়ের | |
১৯৯৬ | স্বপ্নার স্কুল | ||
১৯৯৬ | অচিন পাখি | ||
১৯৯৯ | চিত্রা নদীর পারে | আফসানা মিমি, তৌকির আহমেদ, রওশন জামিল, মমতাজউদ্দীন আহমেদ | |
২০০১ | লালসালু | রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, চিত্রলেখা গুহ | |
২০০৪ | লালন | রাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম, শমী কায়সার, ওয়াহিদা মল্লিক জলি, রামেন্দু মজুমদার, | |
২০০৫ | কর্ণফুলীর কান্না | ||
২০০৭ | তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি | ||
২০০৭ | বস্ত্রবালিকারা | ||
২০০৭ | স্বপ্নভূমি | ||
২০০৮ | রাবেয়া | ||
২০১১ | ১৯৭১ | ||
২০১২ | দ্য জাপানীজ ওয়াইফ | ||
২০১৪ | জীবনঢুলী | শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার | |
"১৯৭১" | প্রামান্যচিত্র | ||
সীমান্তরেখা | নির্মাণাধীন | ||
২০১৯ | রূপসা নদীর বাঁকে | নির্মাণাধীন | |
পুরস্কার ও সম্মাননা
- শিল্পকলায় (চলচ্চিত্র) বিশেষ অবদানের জন্য তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন।[1][2]
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) - ১৯৯৯ (চিত্রা নদীর পারে), ২০০১ (লালসালু)
- বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - ১৯৯৯ (চিত্রা নদীর পারে), ২০০১ (লালসালু)
- বিজয়ী: শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা - ১৯৯৬ (নদীর নাম মধুমতী), ১৯৯৯ (চিত্রা নদীর পারে), ২০০১ (লালসালু)
- বিজয়ী: শ্রেষ্ঠ কাহিনীকার - ১৯৯৬ (নদীর নাম মধুমতী), ১৯৯৯ (চিত্রা নদীর পারে)
- জিওনজু চলচ্চিত্র উৎসব
- মনোনীত: এশীয় নব আগমন - ২০০১ (লালসালু)
তথ্যসূত্র
- বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২০১৭-০২-২৮ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭।
- I had a dream team in Jibondhuli: Tanvir Mokammel dhakatribune.com. June 12, 2013. Retrieved 20 January 2014
- Tanvir Mokammel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৫ তারিখে ucfilms.in. Retrieved 2014-01-20
- A short profile of Tanvir Mokammel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১৬ তারিখে tanvirmokammel.com. Retrieved 21 January 2014
- "মুক্তিযুদ্ধের পথ বেয়ে"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫।
- নূর, নাইস (১৬ ডিসেম্বর ২০১৫)। "আমার কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা : তানভীর মোকাম্মেল"। ntvbd.com।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে তানভীর মোকাম্মেল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- তানভীর মোকাম্মেল দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তানভীর মোকাম্মেল (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে তানভীর মোকাম্মেল