তানভীর মোকাম্মেল

তানভীর মোকাম্মেল (জন্মঃ ১৯৫৫) একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।[3] তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট।[4] শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।[2]

তানভীর মোকাম্মেল
‘একুশে পদক’ হাতে তানভীর মোকাম্মেল (২০১৭)
জন্ম (1955-03-08) ৮ মার্চ ১৯৫৫
জাতীয়তা পাকিস্তানী (১৯৫৫-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-)
নাগরিকত্ববাংলাদেশ
যেখানের শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র নির্মাণ,[1] শিক্ষকতা
উল্লেখযোগ্য কর্ম
নদীর নাম মধুমতী (১৯৯৫)
চিত্রা নদীর পারে (১৯৯৯)
লালসালু (২০০১)
আন্দোলনবাংলাদেশ শর্ট ফিল্ম আন্দোলন
পুরস্কারএকুশে পদক (২০১৭)[2]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬, ১৯৯৯, ২০০১)
ওয়েবসাইটwww.tanvirmokammel.com

প্রাথমিক জীবন

তানভীর মোকাম্মেল ১৯৫৫ সালে খুলনা শহরের খানজাহান আলী রোড সংলগ্ন এলাকায় এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন।[5]

কর্মজীবন

তিনি এখন পর্যন্ত ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।[6][7] তার নিজস্ব একটা ফিল্ম ইউনিট রয়েছে এবং সব ছবিতে তারাই কাজ করেন। ক্যামেরায় কাজ করেন আনোয়ার হোসেন, আবহ সংগীতে সৈয়দ সাবাব আলী আরজু, সহকারী পরিচালক ও শিল্প নির্দেশক উত্তম গুহ

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্রের নাম অভিনয়ে টীকা
১৯৯১স্মৃতি একাত্তর
১৯৯৩একটি গলির আত্মকাহিনী
১৯৯৫নদীর নাম মধুমতীতৌকীর আহমেদ, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আবুল খায়ের
১৯৯৬স্বপ্নার স্কুল
১৯৯৬অচিন পাখি
১৯৯৯চিত্রা নদীর পারেআফসানা মিমি, তৌকির আহমেদ, রওশন জামিল, মমতাজউদ্দীন আহমেদ
২০০১লালসালুরাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, চিত্রলেখা গুহ
২০০৪লালনরাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম, শমী কায়সার, ওয়াহিদা মল্লিক জলি, রামেন্দু মজুমদার,
২০০৫কর্ণফুলীর কান্না
২০০৭তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি
২০০৭বস্ত্রবালিকারা
২০০৭স্বপ্নভূমি
২০০৮রাবেয়া
২০১১১৯৭১
২০১২দ্য জাপানীজ ওয়াইফ
২০১৪জীবনঢুলীশতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার
"১৯৭১"প্রামান্যচিত্র
সীমান্তরেখানির্মাণাধীন
২০১৯ রূপসা নদীর বাঁকেনির্মাণাধীন

পুরস্কার ও সম্মাননা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২০১৭-০২-২৮ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  2. ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  3. I had a dream team in Jibondhuli: Tanvir Mokammel dhakatribune.com. June 12, 2013. Retrieved 20 January 2014
  4. Tanvir Mokammel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৫ তারিখে ucfilms.in. Retrieved 2014-01-20
  5. A short profile of Tanvir Mokammel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১৬ তারিখে tanvirmokammel.com. Retrieved 21 January 2014
  6. "মুক্তিযুদ্ধের পথ বেয়ে"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫
  7. নূর, নাইস (১৬ ডিসেম্বর ২০১৫)। "আমার কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা : তানভীর মোকাম্মেল"ntvbd.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.