ভাষা আন্দোলনে একুশে পদক বিজয়ীদের তালিকা

ভাষা আন্দোলনে একুশে পদক বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে জড়িতদের জন্য একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০০০ সাল থেকে এই ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলন এর শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।[1] প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে। একুশে পদকে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি মেডেল প্রদান করা হয়; যার ডিজাইন করেছেন নিতুন কুণ্ডু।[2] প্রাথমিকভাবে পুরস্কারের অর্থমূল্য ২৫,০০০ টাকা দেয়া হতো; বর্তমানে এটি ২ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।[3]

একুশে পদক

বিজয়ীদের তালিকা

চাবি
মরণোত্তর পদক বিজয়ী
বছর বিজয়ী সূত্র
২০০০আবুল বরকত
আব্দুল জব্বার
আবদুস সালাম
রফিকউদ্দিন আহমদ
শফিউর রহমান
আবু নছর মোঃ গাজীউল হক
২০০১আবদুল মতিন
দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড
২০০২আবদুল হামিদ খান ভাসানী
ডঃ সুফিয়া আহমেদ
ডাঃ মঞ্জুর হোসেন
২০০৩ইউনেস্কো
২০০৪দেওয়া হয় নি
২০০৫মোঃ সাইফুর রহমান
খোন্দকার দেলোয়ার হোসেন
মোহাম্মদ আবদুল গফুর
২০০৬দেওয়া হয় নি
২০০৭দেওয়া হয় নি
২০০৮খালেক নওয়াজ খান
২০০৯মাহবুব উল আলম চৌধুরী
২০১০ডাঃ গোলাম মাওলা[4]
২০১১শওকত আলী[5]
২০১২মমতাজ বেগম[6]
২০১৩এম এ ওয়াদুদ
অজিত কুমার গুহ
মোঃ কামরুজ্জামান
তোফাজ্জল হোসেন
[7]
২০১৪ডাঃ বদরুল আলম
শামসুল হুদা
[8]
২০১৫পিয়ারু সরদার [9]
২০১৬সৈয়দ গোলাম কিবরিয়া
কাজী এবাদুল হক
সাঈদ হায়দার
জসীম উদ্দিন আহমেদ
[10]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "১৬ কৃতী ব্যক্তি পাচ্ছেন একুশে পদক"দৈনিক ইত্তেফাক। ১১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  2. "Obituary of Nitun Kundu"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  3. "শনিবার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী"বাংলা ট্রিবিউন। ১৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  4. "একুশে পদক ২০১১ দিলেন প্রধানমন্ত্রী"দৈনিক সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  5. "একুশে পদক ঘোষণা"দৈনিক প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  6. "একুশে পদক পাচ্ছেন তারেক মাসুদ, হুমায়ুন আজাদ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  7. "দেশকে রাজাকার ও অপশক্তিমুক্ত করুন : একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী"দৈনিক মানবকণ্ঠ। ২১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৬
  8. "এবার একুশে পদক পাচ্ছেন ১৫ জন"দৈনিক প্রথম আলো। ফেব্রুয়ারি ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  9. "একুশে পদক পাচ্ছেন কামাল লোহানীসহ ১৫ জন"দৈনিক যুগান্তর। ৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬
  10. "একুশে পদক নিলেন ১৬ জন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.