রেহানা জলি

রেহানা জলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি চলচ্চিত্রে সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করে থাকেন। ১৯৮৫ সালে মা ও ছেলে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। প্রথম চলচ্চিত্রেই তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[1]

রেহানা জলি
জন্ম
অন্যান্য নামরেহানা
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল১৯৮৪-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
মা ও ছেলে
সন্তান
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার)

কর্মজীবন

১৯৮০-এর দশক

রেহানার কর্মজীবন শুর হয় আশির দশকের শুরুতে টেলিভিশনে অভিনয় দিয়ে। এসময়ে তিনি বদরুন্নেসা আব্দুল্লাহ পরিচালিত উজান চরের দুলি টেলিভিশন নাটকে দুলি চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি তিনি মঞ্চ নাটকেও অভিনয় করেন। তার প্রথম অভিনীত মঞ্চ নাটক বিধায়ক ভট্টাচার্যের নির্দেশনায় তাইতো[1] তার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৮৫ সালে কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে মমতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ১০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[1] পরে বিরাজ বৌ, প্রতীক্ষা, গোলমাল, প্রায়শ্চিত্ত, নিষ্পাপ চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেন।[1]

১৯৯০-এর দশক

১৯৯৪ সালে তিনি এ জে মিন্টুর প্রথম প্রেম চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে প্রথম মায়ের ভূমিকায় অভিনয় করেন।[2] পরে ১৯৯৬ সালে জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সঙ্গী ও বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবীতে সালমান শাহের মায়ের চরিত্রে অভিনয় করেন।

২০০০-এর দশক

২০১০-এর দশক

২০১১ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ছোট্ট সংসার, মোহাম্মদ হোসেন-বদিউল আলম খোকন পরিচালিত বস নাম্বার ওয়ানরাজু চৌধুরীর প্রিয়া আমার জান[3] ২০১৩ সালে রেহানা বিজ্ঞাপন নির্মাতা আশফাক উজ্জামান বিপুলের নির্দেশনায় প্রাণ ম্যাংগো জুস-এর বিজ্ঞাপনে মডেল হন।[4] এ বছর পি এ কাজল রচিত ও পরিচালিত ভালোবাসা আজকাল চলচ্চিত্রে অভিনয় করেন।[5] ২০১৪ সালে রেহানা মাসুদ পথিক পরিচালিত নির্মলেন্দু গুণ রচিত কবিতা অবলম্বনে নির্মিত নেকাব্বরের মহাপ্রয়াণ ছবিতে অভিনয় করেন।[6] একই বছর আবুল কালাম আজাদের অনেক সাধনার পরে ছবিতে অভিনয় করেন।[7] ২০১৫ সালে মা বাবা সন্তান ছবিতে তার অভিনয় সেই বছরের সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রীর কাজ বলে অভিহিত করা হয়েছে।[8]

চলচ্চিত্রের তালিকা

চাবি
আসন্ন মুক্তি
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা
১৯৮৫মা ও ছেলেমমতাকামাল আহমেদঅভিষেক চলচ্চিত্র
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
১৯৮৮বিরাজ বৌ
১৯৯৬স্বপ্নের পৃথিবীরাবেয়া, মাসুমের মাবাদল খন্দকার
জীবন সঙ্গীজাকির হোসেন রাজু
২০০১কঠিন বাস্তবকেয়ার মামনতাজুর রহমান আকবর
২০০৩তুমি শুধু আমারস্মৃতির মাআবুল কালাম আজাদ
সাহসী মানুষ চাইকাজলের মামহম্মদ হাননান
অন্ধকারমারুফের মাকাজী হায়াৎ
২০০৪আজকের সমাজনজরুল ইসলাম খান
২০০৫দুই নয়নের আলোসেঁজুতির মামোস্তাফিজুর রহমান মানিক
বাংলার বাঘআহমেদ নাসির
২০০৬সিস্টেমজিল্লুর রহমান
২০০৭মেশিনম্যানসাফি উদ্দিন সাফি-ইকবাল
তুমি আছো হৃদয়েহাসিবুল ইসলাম মিজান
বুলেটআহম্মেদ আলী মন্ডল
২০০৮তুমি কত সুন্দরভাবনার মাআবিদ হাসান বাদল
বাবার জন্য যুদ্ধসাগরের মামনতাজুর রহমান আকবর
কি যাদু করিলাচন্দন চৌধুরী
আকাশ ছোঁয়া ভালোবাসামিসেস চৌধুরীএস এ হক অলীক
তোমাকে বউ বানাবোশাহাদাৎ হোসেন লিটন
মনে প্রাণে আছো তুমিজাকির হোসেন রাজু
রাজধানীর রাজাওয়াজেদ আলী বাবলু
ভালোবাসার দুষমনওয়াকিল আহমেদ
বধূবরণনজরুল ইসলাম খান
২০০৯মন বসে না পড়ার টেবিলেআব্দুল মান্নান
আমার প্রাণের প্রিয়াশিরিন চৌধুরীজাকির হোসেন রাজু
মন ছুঁয়েছে মনআকাশের মামোস্তাফিজুর রহমান মানিক
তুমি কি সেইআবুল কালাম আজাদ
পিরিতির আগুন জ্বলে দিগুণপি এ কাজল
সাহেব নামের গোলামরাজু চৌধুরী
ভালোবাসার লাল গোলাপমোহাম্মদ হোসেন জেমী
জন্ম তোমার জন্যশাহিন-ওয়াজেদ আলী সুমন
২০১০ভালোবাসলেই ঘর বাঁধা যায় নাঅজান্তার মাজাকির হোসেন রাজু
টপ হিরোমনতাজুর রহমান আকবর
চাচ্চু আমার চাচ্চুশাহানাপি এ কাজল
চেহারা: ভন্ড ২আকাশের মাশহীদুল ইসলাম খোকন
টাকার চেয়ে প্রেম বড়শাহাদাৎ হোসেন লিটন
প্রেমে পড়েছিশাহাদাৎ হোসেন লিটন
পরাণ যায় জ্বলিয়া রেসোহানুর রহমান সোহান
২০১১কোটি টাকার প্রেমসোহানুর রহমান সোহান
দারোয়ানের ছেলেরকিবুল আলম রকিব
বস নাম্বার ওয়ানহৃদয়ের মামোহাম্মদ হোসেন জেমী-বদিউল আলম খোকন
প্রিয়া আমার জানরাজু চৌধুরী
ছোট্ট সংসারমনতাজুর রহমান আকবর
২০১২বাজারের কুলিমনতাজুর রহমান আকবর
১০০% লাভ (বুক ফাটে তো মুখ ফটে না)বদিউল আলম খোকন
২০১৩নিষ্পাপ মুন্নাবদিউল আলম খোকন
শিরি ফরহাদগাজী মাহবুব
পোড়ামনসুজনের মাজাকির হোসেন রাজু
ভালোবাসা আজকালপি এ কাজল
জোর করে ভালোবাসা হয় নাশাহাদাৎ হোসেন লিটন
তোমার মাঝে আমিশফিকুল ইসলাম সোহেল
তবুও ভালোবাসিমনতাজুর রহমান আকবর
জজ ব্যারিস্টার পুলিশ কমিশনারএফ আই মানিক
কুমারী মাবাবুল রেজা
এইতো ভালোবাসাশাহীন কবির টুটুল
২০১৪লাভ স্টেশনশাহাদাৎ হোসেন লিটন
ডেয়ারিং লাভাররাজার মাবদিউল আলম খোকন
অনেক সাধনার পরেআবুল কালাম আজাদ
নেকাব্বরের মহাপ্রয়াণমাসুদ পথিক
দুটি মনের পাগলামীজুলহাস চৌধুরী পলাশ
২০১৫অচেনা হৃদয়রূপার মাশফিকুল ইসলাম খান
বোঝেনা সে বোঝেনামনতাজুর রহমান আকবর
চুপি চুপি প্রেমমোস্তাফিজুর রহমান মানিক
হৃদয় দোলানো প্রেমআবুল কালাম আজাদ
লাভার নাম্বার ওয়ানফারুক ওমর
মা বাবা সন্তানমুকুল নেত্রবাদি
মার্ডার ২এম এ রহিম
২০১৬মাটির পরীসায়মন তারিক
ভালবাসাপুরএখলাস আবেদিন
দিওয়ানা মননুরুল ইসলাম প্রিতম
২০১৭কত স্বপ্ন কত আশাওয়াকিল আহমেদ
মাই ডার্লিং মনতাজুর রহমান আকবর

পুরস্কার ও সম্মাননা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ফারুকী, ইসহাক (ফেব্রুয়ারি ২২, ২০১৪)। "দেখতে দেখতে ২৫ বছর কেটে গেল!"দ্য রিপোর্ট। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  2. শওকত, স্বাক্ষর। "রুপালি পর্দার মায়েরা যেমন!"ঢালিউড ইনফো। ১৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  3. "ঈদে মুক্তির মিছিলে আট ছবি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ অক্টোবর ২০১০। ২৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  4. ফারুকী, ইসহাক (মার্চ ৩০, ২০১৩)। "মডেল হলেন রেহানা জলি"যায়যায়দিন। ২৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  5. অনুসূর্য, নাবীল (৭ সেপ্টেম্বর ২০১৩)। "ভালোবাসা আজকাল : ঢাকাই ট্যাঙ্গেলড"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  6. "Nekabbor-er Mohaproyan on June 20"দ্য ডেইলি নিউ ন্যাশন। ১৯ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  7. "মডেল থেকে নায়িকা"দৈনিক ইত্তেফাক। ২০ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭
  8. "গোল্ডেন বাঁশ এ্যাওয়ার্ডস ২০১৫"বাংলা মুভি ডেটাবেজ। ১৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.