মন বসে না পড়ার টেবিলে

মন বসে না পড়ার টেবিলে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান এবং ছবির প্রধান ভুমিকায় অভিনয় করেছেন রিয়াজশাবনুর। এছাড়াও কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু ও দুলারী।

মন বসে না পড়ার টেবিলে
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকআব্দুল মান্নান
প্রযোজকমোহাম্মদ হেলাল উদ্দিন হেলু
মোহাম্মদ এমাম হোসেন
রচয়িতামোহাম্মদ হেলাল উদ্দিন হেলু
শ্রেষ্ঠাংশেরিয়াজ
শাবনুর
নিপুন
এটিএম শামসুজ্জামান
ডলি জহুর
মিশা সওদাগর
সুরকারদেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়
চিত্রগ্রাহকএ কে কাইয়ুম
সম্পাদকচিশতি জামাল
পরিবেশকগাজীপুর চলচ্চিত্র
মুক্তি২০০৯
দৈর্ঘ্য১৪২ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

শ্রেষ্ঠাংশে

সম্মাননা

মন বসে না পড়ার টেবিলে কমেডি ধাঁচের এই চলচ্চিত্রটি ২০০৯ সালে ঘোষিত জাতীয় চলচিত্র পুরষ্কার-এ সেরা কৌতুক অভিনেতা পুরষ্কার পুরস্কার নাভ করে।[1][2][3]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মেরিল-প্রথম আলো পুরস্কার

সংগীত

মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টপাধ্যায়। ছবিতে মোট ছয়টি গান রয়েছে।

গানের তালিকা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. দৈনিক জনকন্ঠে প্রকাশিত ২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা
  2. http://www.banglanews24.com/beta/printpage/page/262033.html%5B%5D জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯
  3. http://www.banglanews24.com/beta/printpage/page/262594.html%5B%5D জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.