মাসুদ পথিক

মাসুদ পথিক (০১ আগস্ট ১৯৭৯) বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং কবি । তিনি নেকাব্বরের মহাপ্রয়াণ" চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন[1]। ২০১৪ সালে কাহিনী নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুরাদ পারভেজের চলচ্চিত্র ‘বৃহন্নলা’র জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হলে নেকাব্বরের মহাপ্রয়াণ কে নতুন করে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার দেওয়া হয়।[2] বর্তমানে তিনি "মায়া দ্য লস্ট মাদার" নামক চলচ্চিত্র নির্মাণ করছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি গান রচনা ও কবিতা লেখেন।

মাসুদ পথিক
জন্ম০১ আগস্ট ১৯৭৯
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক, গীতিকার, কবি
পরিচিতির কারণনেকাব্বরের মহাপ্রয়াণ
ওয়েবসাইটwww.masudpathik.com
আজিজ সুপার মার্কেটে মাসুদ পথিক,শাহবাগ, ঢাকা (২০১৯)

প্রাথমিক জীবন

মাসুদ পথিক স্কুল ও কলেজের পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ভাষায় পি, এইচ, ডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।'[3]

কর্মজীবন

মাসুদ পথিক কবিতা রচনা এবং চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গবেষণার কাজ করেন। তিনি বাংলাদশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের উপর প্রায় দীর্ঘ পনেরো বছর যাবৎ গবেষণা করছেন[4]

সাহিত্যকর্ম

মাসুদ পথিক মোট ২১টি গ্রন্থের প্রণেতা। তার সাহিত্য রচনার মধ্যে রয়েছে কৃষকফুল (১৯৯৬), বাতাসের বাজার (২০০৭), সেতু হারাবার দিন, চাষার বচন (২০১৬) ইত্যাদি। মাসুদ কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা ‘মাতৃভূমি’র সম্পাদনা করেছেন টানা আট বছর। তিনি ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘জননেত্রী শেখ হাসিনা’ নামের বই সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।[5]

চলচ্চিত্র

তিনি বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে তার প্রথম চলচ্চিত্র "নেকাব্বরের মহাপ্রয়াণ" তৈরি করেন এবং প্রথম চলচ্চিত্রেই জাতীয় পুরস্কার লাভ করেন।[6] এই সাফল্যের পর তিনি আরো বেশ কিছু ছবির কাজ হাতে নিয়েছেন।

চলচ্চিত্রসাল
নেকাব্বরের মহাপ্রয়াণ২০১৪
মায়া দ্য লষ্ট মাদার২০১৯
পোয়েট্রিঅসম্পূর্ণ

এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রযোজনায় শেখ হাসিনাকে নিয়ে "আলোর পথের সারথি" নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন।

বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী জনাব শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম “নারী” এবং কবি কামাল চৌধুরীর “যুদ্ধশিশু” কবিতা অবলম্বনে মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুকে কেন্দ্র করে “মায়া দ্য লস্ট মাদার”[7] চলচ্চিত্রটির নির্মাণ কাৰ্য্য শুরু হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন ভারতের আলোচিত অভিনেত্রী মমতাজ সরকার। মমতাজ সরকার যাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে। [8]

পুরস্কার ও সম্মাননা

মাসুদ পথিক চলচ্চিত্র ও সাহিত্যে একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন; তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

তথ্যসূত্র

  1. "'চাষার পুত'-এর গলায় দুই মেডেল"প্রথম আলো। মতিউর রহমান। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮
  2. "নেকাব্বরের মহাপ্রয়াণ ও মাসুদ পথিকের বয়ান"
  3. "নরসিংদী-৫: রাজনীতি ও সংস্কৃতির বিভেদ ঘুচাতে চান ড. মাসুদ পথিক"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮
  4. "বঙ্গবন্ধুকে নিয়ে ১৫ বছর গবেষণা করছি"Amadershomoy Online। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৩
  5. "মনোনয়নপত্র নিলেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক"। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৮
  6. "দারুণ খুশি, কিছু অভিমান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬
  7. "'মায়া—দ্য লস্ট মাদার' চলচ্চিত্রের শুটিং শুরু"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৬
  8. "মাসুদ পথিকের সিনেমায় মুমতাজ সরকার"। বাংলাদেশ প্রতিদিন অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);

বহিঃসংযোগ

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.