গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৪৩) বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।[1] বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।[2]

গাজী মাজহারুল আনোয়ার
জন্ম
গাজী মাজহারুল আনোয়ার

(1943-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৪৩
দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাগীতিকার, চলচ্চিত্র পরিচালক
কার্যকাল১৯৬৪বর্তমান
পুরস্কার

জন্ম ও শৈশব

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। [3]

কর্মজীবন

২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।[4]

চলচ্চিত্রের তালিকা

পরিচালক

বছর চলচ্চিত্র টীকা
১৯৮২নান্টু ঘটকপ্রথম পরিচালিত চলচ্চিত্র
১৯৮৪শাস্তি
১৯৮৫চোর
১৯৮৭সন্ধি
১৯৮৮স্বাক্ষর
১৯৮৯শর্ত
১৯৯০স্বাধীন
১৯৯২সমর
শ্রদ্ধা
১৯৯৪স্নেহ
আম্মা
পরাধীন
তপস্যা
উল্কা
ক্ষুধা
১৯৯৯রাগী
আর্তনাদ
জীবনের গল্প
২০০৭এই যে দুনিয়া
পাষানের প্রেম
২০১১হৃদয় ভাঙ্গা ঢেউ

গীতিকার

উল্লেখযোগ্য গানসমূহ

  • জয় বাংলা, বাংলার জয়
  • আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
  • একতারা তুই দেশের কথা বলরে এবার বল
  • একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়
  • জন্ম আমার ধন্য হল
  • গানের খাতায় স্বরলিপি লিখে - চলচ্চিত্রঃ স্বরলিপি (১৯৭১)
  • আকাশের হাতে আছে একরাশ নীল
  • যার ছায়া পড়েছে
  • শুধু গান গেয়ে পরিচয়
  • গীতিময় সেইদিন চিরদিন
  • ও পাখি তোর যন্ত্রণা
  • ইশারায় শীষ দিয়ে
  • চোখের নজর এমনি কইরা
  • এই মন তোমাকে দিলাম
  • দয়াল কি সুখ তুমি পাও
  • চলে আমার সাইকেল হাওয়ার বেগে
  • প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
  • তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় - চলচ্চিত্রঃ এতটুকু আশা

পুরস্কার ও সম্মাননা

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন।[5] পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

তথ্যসূত্র

  1. রওশন আরা বিউটি। "গাজী মাজহারুল আনোয়ার - কালজয়ী গানের স্রষ্টা"রোদ্দুর। ২০১৬-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫
  2. "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫
  3. "গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫
  4. "শুভ জন্মদিন গাজী মাজহারুল আনোয়ার"দি টাইমস ইনফো। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬
  5. মাজহার বাবু (২৬ মার্চ ২০১৫)। "উত্তাল সময়ের গান 'জয় বাংলা, বাংলার জয়'"এনটভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.