গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৪৩) বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।[1] বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।[2]
গাজী মাজহারুল আনোয়ার | |
---|---|
জন্ম | গাজী মাজহারুল আনোয়ার ২২ ফেব্রুয়ারি ১৯৪৩ দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | গীতিকার, চলচ্চিত্র পরিচালক |
কার্যকাল | ১৯৬৪–বর্তমান |
পুরস্কার |
জন্ম ও শৈশব
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। [3]
কর্মজীবন
২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।[4]
চলচ্চিত্রের তালিকা
পরিচালক
বছর | চলচ্চিত্র | টীকা |
---|---|---|
১৯৮২ | নান্টু ঘটক | প্রথম পরিচালিত চলচ্চিত্র |
১৯৮৪ | শাস্তি | |
১৯৮৫ | চোর | |
১৯৮৭ | সন্ধি | |
১৯৮৮ | স্বাক্ষর | |
১৯৮৯ | শর্ত | |
১৯৯০ | স্বাধীন | |
১৯৯২ | সমর | |
শ্রদ্ধা | ||
১৯৯৪ | স্নেহ | |
আম্মা | ||
পরাধীন | ||
তপস্যা | ||
উল্কা | ||
ক্ষুধা | ||
১৯৯৯ | রাগী | |
আর্তনাদ | ||
জীবনের গল্প | ||
২০০৭ | এই যে দুনিয়া | |
পাষানের প্রেম | ||
২০১১ | হৃদয় ভাঙ্গা ঢেউ | |
গীতিকার
- পীচ ঢালা পথ (১৯৬৮)
- আবির্ভাব (১৯৬৮)
- নীল আকাশের নীচে (১৯৬৮)
- ক খ গ ঘ ঙ (১৯৭০)
- দ্বীপ নেভে নাই (১৯৭০)
- দর্প চূর্ণ (১৯৭০)
- বিনিময় (১৯৭০)
- স্বরলিপি (১৯৭১)
- অবুঝ মন (১৯৭২)
- রংবাজ (১৯৭৩)
- সাধারন মেয়ে (১৯৭৫)
- চাষীর মেয়ে (১৯৭৫)
- জয় পরাজয় (১৯৭৬)
- সূর্যগ্রহণ (১৯৭৬)
- দি রেইন (১৯৭৬)
- নয়নমণি (১৯৭৬)
- অনন্ত প্রেম (১৯৭৭)
- গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)
- অশিক্ষিত (১৯৭৮)
- ডুমুরের ফুল (১৯৭৮)
- দি ফাদার (১৯৭৯)
- সূর্য সংগ্রাম (১৯৭৯)
- মহানগর (১৯৮১)
- লাল কাজল (১৯৮২)
- পুরস্কার (১৯৮৩)
- নতুন বউ (১৯৮৩)
- নাজমা (১৯৮৩)
- পেনশন (১৯৮৪)
- অভিযান (১৯৮৪)
- মা ও ছেলে (১৯৮৫)
- সারেন্ডার (১৯৮৭)
- রাজলক্ষী শ্রীকান্ত (১৯৮৭)
- যোগাযোগ (১৯৮৭)
- আগমন (১৯৮৭)
- রাঙা ভাবী (১৯৮৯)
- জীনের বাদশা (১৯৮৯)
- ছুটির ফাঁদে (১৯৯০)
- অন্ধ বিশ্বাস (১৯৯২)
- তুমি আমার (১৯৯৪)
- দেনমোহর (১৯৯৪)
- আশা ভালোবাসা (১৯৯৫)
- আঞ্জুমান (১৯৯৫)
- বাবার আদেশ (১৯৯৫)
- স্বপ্নের পৃথিবী (১৯৯৬)
- অজান্তে (১৯৯৬)
- দুর্জয় (১৯৯৬)
- তোমার জন্য পাগল (১৯৯৭)
- কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩)
- মান্না ভাই (২০০৪)
- হৃদয়ের কথা (২০০৬)
- বিদ্রোহী পদ্মা (২০০৬)
- তুমি কত সুন্দর (২০০৮)
- এ চোখে শুধু তুমি (২০০৮)
- সমাধি (২০০৮)
- বধূবরণ (২০০৮)
- যদি বউ সাজগো (২০০৮)
- তুমি আমার স্বামী (২০০৯)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- রাজা সূর্য খাঁ (২০১২)
- জজ ব্যরিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- এপার ওপার (২০১৫)
- পুত্র এখন পয়সাওয়ালা (২০১৫)
- বিগ ব্রাদার (২০১৫)
- লালচর (২০১৫)
- মাটির পরী (২০১৬)
উল্লেখযোগ্য গানসমূহ
- জয় বাংলা, বাংলার জয়
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
- একতারা তুই দেশের কথা বলরে এবার বল
- একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়
- জন্ম আমার ধন্য হল
- গানের খাতায় স্বরলিপি লিখে - চলচ্চিত্রঃ স্বরলিপি (১৯৭১)
- আকাশের হাতে আছে একরাশ নীল
- যার ছায়া পড়েছে
- শুধু গান গেয়ে পরিচয়
- গীতিময় সেইদিন চিরদিন
- ও পাখি তোর যন্ত্রণা
- ইশারায় শীষ দিয়ে
- চোখের নজর এমনি কইরা
- এই মন তোমাকে দিলাম
- দয়াল কি সুখ তুমি পাও
- চলে আমার সাইকেল হাওয়ার বেগে
- প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
- তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় - চলচ্চিত্রঃ এতটুকু আশা
পুরস্কার ও সম্মাননা
গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন।[5] পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।
তথ্যসূত্র
- রওশন আরা বিউটি। "গাজী মাজহারুল আনোয়ার - কালজয়ী গানের স্রষ্টা"। রোদ্দুর। ২০১৬-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"। বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- "গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
- "শুভ জন্মদিন গাজী মাজহারুল আনোয়ার"। দি টাইমস ইনফো। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
- মাজহার বাবু (২৬ মার্চ ২০১৫)। "উত্তাল সময়ের গান 'জয় বাংলা, বাংলার জয়'"। এনটভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গাজী মাজহারুল আনোয়ার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে গাজী মাজহারুল আনোয়ার