২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৬তম আয়োজন; যা ২০০১ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1] এই বছর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।[2]
২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০১ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
উপস্থাপিত | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৫ আগস্ট ২০০৩ | |||
উপস্থাপন | ১০ সেপ্টেম্বর ২০০৩ | |||
স্থান | ওসমানী মেমোরিয়াল হল, ঢাকা | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | লালসালু | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রাইসুল ইসলাম আসাদ লালসালু | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | মৌসুমী মেঘলা আকাশ | |||
সর্বাধিক পুরস্কার | লালসালু (৮) | |||
|
বিজয়ীদের তালিকা
এই বছর একটি বিশেষ পুরস্কারসহ ২০টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[3]
মেধা পুরস্কার

রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০০ গ্রহণ করছেন সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে - ২০০১।
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | তানভীর মোকাম্মেল | লালসালু |
শ্রেষ্ঠ পরিচালক | তানভীর মোকাম্মেল | লালসালু |
শ্রেষ্ঠ অভিনেতা | রাইসুল ইসলাম আসাদ | লালসালু |
শ্রেষ্ঠ অভিনেত্রী | মৌসুমী | মেঘলা আকাশ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | মেহবুবা মাহনূর চাঁদনী | লালসালু |
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | শহীদুল আলম সাচ্চু | লালসালু |
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা | এটিএম শামসুজ্জামান | চুড়িওয়ালা |
শ্রেষ্ঠ শিশু শিল্পী | শোভন, শিপু, শান্তনু, টুইঙ্কেল, রিনি ও রাজিব | বিচ্চু বাহিনী |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আহমেদ ইমতিয়াজ বুলবুল | প্রেমের তাজমহল |
শ্রেষ্ঠ সুরকার | সত্য সাহা | চুড়িওয়ালা[4] |
শ্রেষ্ঠ গীতিকার | গাজী মাজহারুল আনোয়ার | চুড়িওয়ালা |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | মনির খান | প্রেমের তাজমহল |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | কনক চাঁপা | প্রেমের তাজমহল |
কারিগরী পুরস্কার
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | সৈয়দ ওয়ালিউল্লাহ | লালসালু |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | তানভীর মোকাম্মেল | লালসালু |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | নার্গিস আক্তার | মেঘলা আকাশ |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | আনোয়ার হোসেন | লালসালু |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মহিউদ্দিন ফারুক | মেঘলা আকাশ |
শ্রেষ্ঠ সম্পাদক | মুজিবুল হক দুলূ আবুল খায়ের | মেঘলা আকাশ শ্বশুরবাড়ী জিন্দাবাদ |
শ্রেষ্ঠ নিত্যপরিচালক | আমিন হোসেন বাবু | মেঘলা আকাশ |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | রতন পাল | লালসালু |
আরও দেখুন
তথ্যসূত্র
- রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- "PM to distribute film awards today"। The Daily Star। ২০০৩-০৯-১০। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৫।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- কামরুজ্জামান (২০০৯-১০-১৩)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি আটকে যাচ্ছে?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.