সত্য সাহা

সত্য সাহা (২৫শে ডিসেম্বর, ১৯৩৪ - ২৭শে জানুয়ারি, ১৯৯৯) বাংলাদেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক। জনপ্রিয় 'আমার মন বলে তুমি আসবে', 'তুমি কি দেখেছ কভু', 'তোমারই পরশে জীবন আমার', 'নীল আকাশের নিচে আমি' সহ অনেক গানের সুরকার তিনি।[1]

সত্য সাহা
জন্ম২৫ ডিসেম্বর, ১৯৩৪
মৃত্যু২৭ জানুয়ারি ১৯৯৯
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাসুরকার, সঙ্গীত পরিচালক
দাম্পত্য সঙ্গীরমলা সাহা
সন্তানইমন সাহা (পুত্র)
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (২০১৩)

জন্ম ও শিক্ষাজীবন

১৯৩৪ সালের ২৫শে ডিসেম্বর সত্য সাহার জন্ম হয় উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে। নন্দীহাট গ্রামের জমিদার প্রশন্ন কুমার সাহার প্রথম স্ত্রীর ২ পুত্র ১ মেয়ের মাঝে সত্য সাহা, প্রেম বিনয়, ভুষন সাহা, মেয়ে রাজ নন্দিনী, দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে অমিয় ভুষন সাহা, সুনিতা ভুষন সাহা, মেয়ে নিলু সাহা, চৈত্রা সাহা। ১৯৪৬-১৯৪৮ এর মাঝামাঝি সময়ে সত্য সাহা নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এণ্ট্রান্স পাশ করেন এবং ১৯৫১১৯৫২ সালে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে বি.এ পাশ করেন। জমিদার বংশের লোকেরা গ্রীস্মকালে বিলাস বহুল চলাফেরা করতেন, ঘোড়ার গাড়ি এবং সু-সজ্জিত পালকি ছাড়া বাড়ী থেকে বের হতেন না সেই সব দিনের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী জমিদার বাড়ি বর্তমানে ধ্বংসের মুখোমুখি।[2]

কর্মজীবন

১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত প্রথম ছায়াছবি সুতরাং থেকে সত্য সাহার সঙ্গীত পরিচালক হিসেবে যাত্রা শুরু। বাংলা ছায়াছবির জনপ্রিয় নায়িকা কবরীর ছবিতে আগমন সত্য সাহার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তার সুতরাং ছবির জন্য নায়িকা খুঁজছিলেন সে সময়ে ছবির সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে এলেন।[3] পরে ১৯৭৫ সালের মাঝামাঝি সময়ে সত্য সাহার প্রযোজনায় ও সুরে ‘অশিক্ষিত’ বাংলা ছায়াছবিটি সম্পুর্ণ এই জমিদার বাড়িতেই চিত্রায়িত হয়েছে। ১৮ দিনে সত্য সাহা বাড়িটিতে শুটিং শেষ করেন। চলচ্চিত্রনির্মাতা দিলীপ বিশ্বাস 'সমাধি' নামক ছবি বানাবেন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মালিবাগের বাসায় সুরকার সত্য সাহা গানটির সুর করেন এবং এর রেকডিং হয় কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে। পরবর্তীতে গানটি বেশ জনপ্রিয় হয়।[4]

সুরারোপিত চলচ্চিত্র

জনপ্রিয় গানের তালিকা

  • চেনা চেনা লাগে তবু অচেনা
  • দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
  • চিঠি দিও প্রতিদিন
  • আমার মন বলে তুমি আসবে
  • রূপালী নদীরে
  • বন্ধু হতে চেয়ে তোমার
  • আকাশের হাতে আছে একরাশ নীল
  • তুমি কি দেখেছো কভু
  • ঐ দূর দূরান্তে
  • মাগো মা ওগো মা[5]

পুরস্কার

সত্য সাহা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুর প্রদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং সঙ্গীতে অবদানের জন্য ২০১৩ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[6]

তথ্যসূত্র

  1. গীতিকাব্য - লিরিক সংকলন
  2. banglabarta24.net, সুরকার সত্য সাহার স্মৃতি বিজরিত জমিদার বাড়িটির সংরক্ষণ প্রয়োজন।
  3. bbc.co.uk, এ সপ্তাহের সাক্ষাতকার।
  4. ‘মা’কে নিয়ে পাঁচ গান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ডিসেম্বর ২০১২ তারিখে, ।বাংলা মিউজিক। ৬ই মে, ২০১০।
  5. ঈদ আনন্দে সত্য সাহার গান, কালের কন্ঠ। ১৫ই আগষ্ট ২০১১।
  6. "বাংলানিউজ ২৪ডট কম"। ৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৩
  7. জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি আটকে যাচ্ছে?, প্রথম আলো, তারিখ: ১৩-১০-২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.