শেখ সাদী খান

শেখ সাদী খান (জন্ম ৩ মার্চ ১৯৫০) একজন স্বনামধন্য বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়।[1] তিনি ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে এবং ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শেখ সাদী খান
প্রাথমিক তথ্য
জন্ম নামশেখ সাদী খান
জন্ম (1950-03-03) ৩ মার্চ ১৯৫০
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
ধরনচলচ্চিত্রের গান, ফোক
পেশাসঙ্গীত পরিচালক, সুরকার, রেকর্ড প্রডিউসার
বাদ্যযন্ত্রসমূহকীবোর্ড, বেহালা
কার্যকাল১৯৭৬বর্তমান
লেবেলসংগীতা, লেজার ভিশন
সহযোগী শিল্পী

প্রাথমিক জীবন

শেখ সাদী খান ১৯৫০ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা। তার পিতার হাত ধরে সঙ্গীত শিক্ষা শুরু করেন। প্রথমে তবলা ও তারপর বেহালা শেখেন। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। ঢাকার ধানমণ্ডি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর আইমিউজ ও বিমিউজ করেন ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে। ১৯৬৩ সালে মেজভাই সরোদ বাদক ওস্তাদ বাহাদুর খানের সাথে ভারতে যান বেহালায় উচ্চাঙ্গ সঙ্গীত শেখার জন্য। তিন বছর তার অধীনে তালিম নিয়ে ১৯৬৫ সালে বাংলাদেশে ফিরে আসেন।

কর্মজীবন

১৯৬৫ সালে রেডিও পাকিস্তানে বেহালা বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে বেহালা বাদক হিসেবে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৭ সালের মার্চে প্রধান সঙ্গীত প্রযোজক হিসেবে বাংলাদেশ বেতার থেকে অবসর নেন।

শেখ সাদী খান সত্তরের দশকে সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। ১৯৭৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে সারাদেশে খ্যাতি লাভ করেন।[1] প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন ১৯৮০ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত এখনই সময় চলচ্চিত্রে। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন।[2] ১৯৮৫ সালে তার সঙ্গীত পরিচালনায় সুখের সন্ধানে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে[3] এছাড়া তিনি আশা ভোঁসলে, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লাসহ দেশী-বিদেশী অনেক শিল্পীর সাথে কাজ করেন।

পারিবারিক জীবন

শেখ সাদী খান ব্যক্তিগত জীবনে রওশন আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রওশন আরা বেগম মৃত্যুবরণ করেছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র গীতিকার কণ্ঠশিল্পী টীকা
১৯৮০এখনই সময়মোহাম্মদ মনিরুজ্জামানসাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, প্রণব দাসপ্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা
বিজয়ী: বাচসাস পুরস্কার সেরা সঙ্গীত পরিচালক
কলমিলতাআবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালআবদুল জব্বার, আপেল মাহমুদ, রফিকুল আলম, শম্পা রেজা
১৯৮৩মোহনা
১৯৮৪প্রিন্সেস টিনা খানমনিরুজ্জামান মনির, আখতারুজ্জামানসাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, খালিদ হাসান মিলু, রুলিয়া রহমান, লায়লা পারভীন, নার্গিস পারভীন, নাদিরা বেগম, দিলরুবা খান, আবদুল মান্নান রানা
১৯৮৫মহানায়কমাসুদ করিমসুবীর নন্দী
সুখের সন্ধানেশহীদুল হক খানমান্না দে[4]
১৯৮৬পরিণীতাসুবীর নন্দী
১৯৯৫বাবার আদেশআহমদ জামান চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ার, মুনশী ওয়াদুদ
১৯৯৬পোকা মাকড়ের ঘর বসতিআখতারুজ্জামান
১৯৯৭হাঙর নদী গ্রেনেডমুনশী ওয়াদুদমুশতারি
২০০৪এক খন্ড জমিশাহাবুদ্দীন নাগরীশাহাবুদ্দীন নাগরী, শাকিলা জাফরআবহ সঙ্গীত পরিচালনা
২০০৬ঘানিমুনশী ওয়াদুদবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক
২০১০ভালোবাসলেই ঘর বাঁধা যায় নাকবির বকুলশাম্মী আখতার, এস আই টুটুলবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার
২০১১মধুমতিমুনশী ওয়াদুদ
দুই পুরুষমোহাম্মদ রফিকুজ্জামান, কবির বকুল, মিলন খান
২০১২রাজা সূর্য খাঁগাজী মাজহারুল আনোয়ার, মুনশী ওয়াদুদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শাহ আলম সরকারকনক চাঁপা, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, এস আই টুটুল, চন্দনা মজুমদার, ফেরদৌস আরা
২০১৩একই বৃত্তেমুনশী ওয়াদুদএন্ড্রু কিশোর, সুজন রাজা, আসাদ গোলদার
কোথায় আছ কেমন আছমুনশী ওয়াদুদহৈমন্তী রক্ষিত[5]
২০১৪লাভ ইউ লাভ ইউশহীদুল্লাহ ফরায়েজীআসিফ আকবর, দিনাত জাহান মুন্নী[6]

পুরস্কার ও সম্মাননা

শেখ সাদী খান দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার বাচসাস পুরস্কার অর্জন করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. শাহনাজ খালিদ (১৭ মে ২০১৪)। "Sheikh Sadi Khan [শেখ সাদী খান]"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  2. নিশীথ সূর্য (১২ জানুয়ারি ২০১৬)। "আমি বিপরীত বাতাসে কাজ করা লোক : শেখ সাদী খান"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  3. "মান্না দে স্মরণে শেখ সাদী খান"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৪ অক্টোবর ২০১৪। ২৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  4. "'দিন প্রতিদিন'এ মান্না দে স্মরণে শেখ সাদী খান"সাতদিন। ২৪ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  5. "চাষীর চলচ্চিত্রে সাদী"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। ২ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  6. "শেখ সাদী খানের সুরে আসিফের গান"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। জুন ১৪, ২০১৪। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  7. "National Film Awards for the last fours years announced [চার বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]"দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬
  8. "সাক্ষাৎকারে শেখ সাদী খান প্রতিটা গানের জন্যই আমি পুরস্কার পেতে পারতাম"দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ২০ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬
  9. "গীতিকার মাসুদ করিম পদক পেলেন ২৫ গুণী শিল্পী"পূর্ব পশ্চিম। ১২ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.