আসিফ আকবর

আসিফ আকবর (জন্ম: ২৫ মার্চ, ১৯৭২) বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা।[1][2] ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'আমারই ভাগ্যে তোমারই নাম' (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৮ সাল)। ২০১৯ সালে 'গহীনের গান' চলচ্চিত্রের মাধ্যমে আসিফ এখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।[2]

আসিফ আকবর
ঢাকায় অনুষ্ঠানে আসিফ আকবর
জন্ম
আসিফ আকবর

(1972-03-25) ২৫ মার্চ ১৯৭২
জাতীয়তাবাংলাদেশী
পেশাসঙ্গীত শিল্পী
কার্যকাল১৯৯৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীসালমা আসিফ মিতু
পিতা-মাতাআলী আকবর (পিতা)
রোকেয়া আকবর (মাতা)
পুরস্কারজাতীয় চলচিত্র পুরস্কার (২ বার)
মেরিল-প্রথম আলো পুরস্কার (৬ বার)
ওয়েবসাইটwww.asifakbar.com

ব্যক্তিগত জীবন

আসিফ কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন রণ এবং রুদ্র।

গায়ক

একক এ্যালবাম

বছর এ্যাল,
নং
নাম ধরন উল্লেখযোগ্য
২০০১০১ও প্রিয়া তুমি কোথায়পপ গানআসিফের প্রথম অ্যালবাম এবং এটি বাংলাদেশের ইতিহাসে ব্যাপক ব্যবসা সফল
এ্যালবামসহ ব্যাপক জনপ্রিয় হয় এবং ভারতে খুব জনপ্রিয় হয়।
২০০২০২তুমিই সুখী হওপপ
০৩তুমিই কথা রাখনিপপ
০৪তুমিও কাদবে একদিনপপ
২০০৩০৫সুখে থেকো তুমি বান্ধবীপপ
০৬পাষাণী তুমি পাষাণীপপ
০৭তুমিই মনে রাখনীপপ
২০০৪০৮একবার বল তুমিপপ
০৯কেন তুমি সুখে থাকবেপপ
১০তুমিই ভালবাসনিপপ
১১তবুও ভালবাসিপপ
২০০৫১২বাতাসে প্রেম উড়িয়ে দিওপপ
১৩বাঁচব নাপপ
১৪জবাব দাওপপ
২০০৬১৫অভিনয়পপ
১৬সংসারপপ
১৭হৃদয়ে রক্তক্ষরণপপ
২০০৮২১কিছু ভুল কিছু স্মৃতিপপ
২২এখনো জোঁসনা দেখিপপ
২৩এক ফোটা অশ্রুপপ
২০০৯২৪বন্ধু তোর খবর কিরেপপ
২৫চোখে পানি নাইপপ
২৬দরদিয়ারেলোক
২৭সংকলিত দেশের গানদেশাত্মবোধক
২০১০ ২৮সেই দিন গুলি কইপপ২০১০ সালের ১৩ মার্চ আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত।[3]
২০১৩২৯এক্স প্রেম[4]পপদুই বছর পরে, আসিফের ২৯ তম একক এ্যালবাম[5][6]
২০১৪০৩০জান রেপপ

মিশ্র ও দ্বৈত অ্যালবাম

  • আর কত কাঁদাবে
  • এবং আমি
  • অজস্রবার ক্ষমা চেয়েছি
  • একটাই প্রশ্ন আমার
  • আমার প্রিয় বান্ধবী
  • আমি তুমি সে
  • আমিই ভুল করেছি
  • আমরা দুজনে
  • আনমনা
  • অনন্ত অপেক্ষা
  • অণুভবে
  • অপরাধী
  • আসমান সাক্ষী
  • আয় ফিরে আয়
  • এইতো জীবন
  • ব্যর্থ প্রেমের গল্প
  • বায়না
  • বেদনার অশ্রু
  • ভুলতে পারিনা সাথী
  • বিরহী হৃদয়
  • বিষন্ন সন্ধ্যা
  • বাঁধন
  • বন্ধু মায়া নাই
  • বন্ধুরে
  • বুঝিনি কাঁদাবে
  • চাঁদের দেশের কন্যা
  • ছেলে মানুষী
  • চলো যাই অজানায়
  • কেন দেখলাম তারে
  • দুখিনী রাত
  • দুঃখ কষ্ট যন্ত্রনা
  • এই মেয়ে
  • একা তুমি জানলেনা
  • ফিরবনা আজ বাড়ী
  • ফিস ফাস ফিস
  • হার মেনেছি
  • হীরা চুনি পান্না
  • যায় দিন যায়
  • যেতে চাই প্রেম নগর
  • কেমন আছো নতুন ঠিকানায়
  • কেমন আছো তুমি
  • কান্দে মন
  • ক্ষমা করো উপমা
  • কথা মনে রাখবে
  • কথা রটেছে
  • কতটা রাত একা একা
  • মানসী
  • মায়া
  • মিলন
  • মিষ্টি মেয়ে
  • মন
  • মনে মনে মন
  • মন ছুয়ে যায়
  • মন জলে
  • মন পবনের নাও
  • না পাওয়ার ব্যাথা
  • নেই তুমি কাছে
  • নীরবতা
  • অবহেলা
  • ওই দুটি চোখে
  • ওপেক্ষায় থেকো
  • পাপী
  • পিঞ্জিরা
  • পরাজিত ভালবাসা
  • প্রেমের আগুন বুকে
  • প্রেম জুয়াড়ী
  • প্রিয়া কাছে নেই
  • প্রিয়া নেই পৃথিবীতে
  • প্রশ্ন জাগে মনে
  • সাত আসমান
  • শোন অনন্যা
  • স্বপ্নের দুয়ারে
  • স্বপ্নবিহীন
  • সুখের শহর
  • সুখী হতে পারোনী
  • স্বপ্ন দেখী
  • স্বপ্নরানী
  • ঠিকানাবিহীন পথে
  • তোমাকে দেখিনা কতদিন
  • তুমি আমার স্বপ্ন ঘুড়ি
  • তুমি বীনে
  • তুমি এলেনা
  • তুমি স্বপ্ন আমার
  • উড়ু উড়ু মন
  • ভাল আছতো
  • ভালবাসা নয় অপরাধ
  • ভালোবাসা তোমাকে ধ্যনবাদ
  • ভালবাসতেও দিলেনা
  • ঝগড়ার গান (২০১৩) ন্যান্সির সাথে[7]

অভিনয়

আসিফ তাঁর নিজের গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকেন। তবে ২০১৯ সালে পরিপূর্ণ অভিনেতা হিসেবে 'গহীনের গান' চলচ্চিত্রে অভিনয় করেন।[2]

পুরস্কার ও সম্মাননা

২০০১ থেকে ২০০৬ পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তার প্রথম এলবাম ৫.৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যা অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।[8]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Asif Akbar: A ripple in the music industry"The Daily Star। ১২ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৯
  2. "মানুষের জীবনের কথা বলবে 'গহীনের গান': আসিফ আকবর"banglanews24.com। ২০১৯-১১-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১
  3. "অবশেষে আসিফের 'এক্স প্রেম'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৩
  4. "Singer Asif Gets Back to Business"ডেইলি সান। ২০১৩-০৭-৩১।
  5. "Asif's comeback"The Daily Star
  6. http://www.daily-sun.com/details_yes_31-07-2013_main_1_7.html
  7. Iron_man। "Jhograr Gaan (2013) by Asif & Nancy Album Download - BDmusic24.Net"bdmusic24.net। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  8. "আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ | প্রিয়.কম"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.