নাইমুল ইসলাম রাতুল

নাইমুল ইসলাম রাতুল হলেন একজন বাংলাদেশি গায়ক। তিনি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ লাভ করেছেন।

নাইমুল ইসলাম রাতুল
জাতীয়তাবাংলাদেশি
পেশাগায়ক

সঙ্গীত পেশা জীবন

নাইমুল ইসলাম রাতুল ২০১৩ সালে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন।[1][2] ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত পুত্র চলচ্চিত্রে "যদি দুঃখ ছুঁয়ে" শিরোনামের একটি গান গেয়েছিলেন তিনি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ লাভ করেন।[3][4][5] ২০১৯ সালের ১৯ ডিসেম্বর তাঁর মৌলিক গান 'সাজনা রে' গান প্রকাশিত হয়।[6][7]

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ গান চলচ্চিত্র ফলাফল
২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী "যদি দুঃখ ছুঁয়ে" পুত্র বিজয়ী

তথ্যসূত্র

  1. "Maliha crowned Khude Gaanraj"The Daily Star। ১৩ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  2. "Maliha becomes Khude Gaanraj"New Age। ১৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  3. "Putro, Dhaka Attack win best film awards"The Daily Star। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  4. "National Film Award winners announced"Dhaka Tribune। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  5. "National Film Award for 2017 and 2018 announced"The Independent। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  6. "নাইমুল ইসলাম রাতুলের প্রথম মিউজিক ভিডিও 'সাজনা রে'"আজকের পত্রিকা। ২০১৯-১২-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩
  7. "'খুদে গান রাজ' রাতুলের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-২২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.