২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৯তম আয়োজন; যা ২০০৪ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[1]

২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন২০০৮
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রজয়যাত্রা
শ্রেষ্ঠ অভিনেতাহুমায়ুন ফরীদি
মাতৃত্ব
শ্রেষ্ঠ অভিনেত্রীঅপি করিম
ব্যাচেলর
সর্বাধিক পুরস্কারজয়যাত্রা (৭)
 < ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩০তম > 

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রতৌকির আহমেদ এবং ইমপ্রেস টেলিফিল্মজয়যাত্রা
শ্রেষ্ঠ পরিচালকতৌকির আহমেদজয়যাত্রা
শ্রেষ্ঠ অভিনেতাহুমায়ুন ফরীদিমাতৃত্ব
শ্রেষ্ঠ অভিনেত্রীঅপি করিমব্যাচেলর
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতাফজলুর রহমান বাবুশঙ্খনাদ
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীচাঁদনীজয়যাত্রা
শ্রেষ্ঠ শিশু শিল্পীঅমলদুরত্ব
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকসুজেয় শ্যামজয়যাত্রা
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীসুবীর নন্দীমেঘের পরে মেঘ[2]

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকারআমজাদ হোসেনজয়যাত্রা
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারতৌকির আহমেদজয়যাত্রা
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকরফিকুল বারীজয়যাত্রা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকউত্তম গুহলালন
শ্রেষ্ঠ সম্পাদকজুনায়েদ হালিমশঙ্খনাদ
শ্রেষ্ঠ মেকআপম্যানম.ম. জসিমএক খণ্ড জমি[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "National Film Awards for the last fours years announced" [গত চার বছরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৯-০১। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.