অপি করিম

সৈয়দা তুহিন আরা অপি করিম (জন্ম: ১ মে, ১৯৭৯) বিশিষ্ট বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় 'মিস ফটোজেনিক' খেতাব অর্জন করেন।[3] তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ আবার পড়াশোনা- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আর্কিটেকচারের একজন অনুষদ সদস্য।

অপি করিম
জন্ম
সৈয়দা তুহিন আরা অপি করিম

(1979-05-01) ১ মে ১৯৭৯
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
শিক্ষাস্নাতকোত্তর
যেখানের শিক্ষার্থীবুয়েট
পেশা
কার্যকাল১৯৯৭বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
ব্যাচেলর
আদি নিবাসফরিদপুর, বাংলাদেশ
দাম্পত্য সঙ্গী
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
মেরিল প্রথম আলো পুরস্কার

কর্মজীবন

২০১১-২০১৫

জার্মানি থেকে উচ্চতর ডিগ্রী শেষ করে ২০১১ সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন এবং নিয়মিত অভিনয় করেন রেদয়ান রনি'র পরিচালনায় মেগা সিরিয়াল 'হাউসফুল' এ। ২০১৩ সালে অভিনয় কমিয়ে দেন তিনি। তবে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনকের পরিচালনায় কোহিনূর ক্যামিক্যাল বাংলাদেশের "তিব্বত ডিটারজেন্ট পাউডার" এর বিজ্ঞাপনে অংশ নেয়।[4] পাশাপাশি বাংলাভিশনে জাদুশিল্পী জুয়েল আইচ আমাদের জাদুকর উপস্থাপনা করেন।[5] এছাড়াও উপস্থাপিকার ভুমিকায় কাজ করেছেন চ্যানেল নাইনের "অপি'স গ্লোয়িং চেয়ার" অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় মৌসুমের।[6] ২০১৫ সালে সাগর জাহান রচিত ঈদের নাটক এ শহর মাধবীলতার না এর জন্য কণ্ঠ দেন। ‘ধুলোপড়া সময়’ শিরোনামের এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুন্তাসির তুষার।[7] এছাড়াও শুভেচ্ছা দূত হয়েছেন পেপসিকোর ব্র্যান্ডের কুড়কুড়ে স্ন্যাকসের।[8][9]

চলচ্চিত্র তালিকা

চলচ্চিত্র
বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকসহ-শিল্পীটীকা
২০০৪ব্যাচেলরসাথীমোস্তফা সরওয়ার ফারুকীফেরদৌস আহমেদ, আহমেদ রুবেল, মারজুক রাসেল [10]

টেলিভিশন

নাটক

নাটক
বছরশিরোনামপরিচালকসহ-শিল্পীচ্যানেল
সকাল-সন্ধ্যা
শুকতারা
আপনজন
সবুজগ্রাম
তিতির সুখ
অক্ষয় কোম্পানির জুতো
ছায়াচোখ
জলছাপ
সাদাআলো সাদাকালো
ছায়াফেরী
যে জীবন ফড়িংয়ের
থতমত এই শহরে
২০১৩উত্তম-সুচিত্রাচয়নিকা চৌধুরীঅপূর্ব, সৈয়দ হাসান ইমামএটিএন বাংলা[11]
মান-অভিমান[11]
২০১৪বাংলাদেশমাহমুদ দিদার[12]
২০১৫কেমন আছো?চয়নিকা চৌধুরীতৌকীর আহমেদ, মাহফুজ আহমেদএনটিভি[13]
এ শহর মাধবীলতার নাসাগর জাহানবাংলাভিশনে[7]
ভূতের ভয়নঈম ইমতিয়াজ নেয়ামুল[14]
হঠাৎ প্রিয়তমাশামীম শাহেদ[14]
অবাক ভালোবাসাআশফাক নিপুনপার্থ বড়ুয়া[15]

টিভি অনুষ্ঠান

বছরঅনুষ্ঠানভূমিকাচ্যানেল
জীবন যাত্রাউপস্থাপিকাবাংলাদেশ টেলিভিশন
সোনালি প্রান্তরেউপস্থাপিকাবাংলাভিশন
২০১৩আমাদের জাদুকরউপস্থাপিকাবাংলাভিশন[5]
২০১৪অপি'স গ্লোয়িং চেয়ার (প্রথম মৌসুম)উপস্থাপিকাচ্যানেল নাইন[6]
২০১৫অপি'স গ্লোয়িং চেয়ার (দ্বিতীয় মৌসুম)উপস্থাপিকাচ্যানেল নাইন[6]

পুরস্কার ও স্বীকৃতি

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০০৩মেরিল প্রথম আলো পুরস্কারশ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (দর্শক জরিপ)বিজয়ী
২০০৪জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রীব্যাচেলরবিজয়ী
২০০৫মেরিল প্রথম আলো পুরস্কারশ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (দর্শক জরিপ)বিজয়ী
২০০৭মেরিল প্রথম আলো পুরস্কারশ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (সমালোচক)নুসরাত, সঙ্গে একটি গল্পবিজয়ী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Opi Karim gets another divorce"। thebangladeshtoday.com। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪
  2. "Aupee Karim ties the knot". The Daily Star. 21 July 2016. Retrieved 21 July 2016.
  3. "আমাদের একজনই নন্দিনী"। banglanews24.com। ২০১০-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৪
  4. "তিব্বত-এর নতুন বিজ্ঞাপনে অপি করিম"প্রিয় নিউজ। ১৪ নভেম্বর ২০১৩। ৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  5. "মুখোমুখি হচ্ছেন জুয়েল আইচ ও অপি করিম"। প্রিয় নিউজ। ২৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  6. "উপস্থাপনায় অপি করিম"দৈনিক যায় যায় দিন। ৩০ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  7. "নিজের অভিনীত নাটকে গান গাইলেন অপি করিম"দৈনিক মানবজমিন। ১৫ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  8. "কুড়কুড়ে স্ন্যাকসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অপি করিম"দৈনিক ভোরের পাতা। ১৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  9. "ভিন্ন পরিচয়ে অপি করিম"দৈনিক ভোরের পাতা। ১৯ অক্টোবর ২০১৫। ২১ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  10. "আনিসুল হকের গল্প অবলম্বনে সিনেমা: ব্যাচেলর"। সাতদিন। ৮ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  11. "সুচিত্রা সেনের চরিত্রে অপি করিম"মানবকন্ঠ। ১৮ জুলাই ২০১৩। ২৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪
  12. "'বাংলাদেশ' নিয়ে অপি করিম"দৈনিক ভোরের কাগজ। ৪ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  13. "তৌকীর-মাহফুজের বিপরীতে অপি করিম"রাইজিং বিডি। ২১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  14. শাহনাজ হেনা (৩০ জুলাই ২০১৫)। "প্রত্যাবর্তনেই আলোচিত অপি করিম"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬
  15. "ফের একফ্রেমে পার্থ বড়ুয়া এবং অপি করিম"বিডি মর্নিং। সেপ্টেম্বর ২২, ২০১৫। ২৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.