নাজনীন হাসান চুমকি
নাজনীন হাসান চুমকি (জন্ম: একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক।[1] তিনি ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[2] তার অন্য চলচ্চিত্রের মধ্যে লালন উল্লেখ্যযোগ্য।
নাজনিন হাসান চুমকি | |
---|---|
জন্ম | চুমকি |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী, পরিচালক |
কার্যকাল | ১৯৯৯–বর্তমান |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
প্রাথমিক জীবন
চুমকি চুয়াডাঙ্গায় তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন। সেখানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৯২ সালে তিনি মঞ্চে অভিনয় শুরু।
ক্যারিয়ার
ক্যারিয়ার
চলচ্চিত্রে আগমন
১৯৯৬ সালে চুমকি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আগমন করেন এবং জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। ১৯৯৯ সালে তিনি প্রথম যেতে যেতে অবশেষে টিভি সিরিয়ালে অভিনয় করেন। চুমকি মঞ্চকে বেশী ভালোবাসতেন তাই প্রথমে টিভি নাটকে অভিনয় করতে আগ্রহী ছিলেন না।[3] তিনি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, স্ক্রিপ রাইটার, ও পরিচালক।
চলচ্চিত্রের তালিকা
তথ্যসূত্র
- "Chumki's three in one"। ২০১৫-০৫-৩১। ২০১৫-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৮।
- "National Film Awards for the last fours years announced"। The Daily Star। ২০০৮-০৯-০১। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৮।
- "In Conversation with Naznin Chumk"। Priyo News। নভেম্বর ২৮, ২০১১। ২০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১৫।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাজনীন হাসান চুমকি
(ইংরেজি) - বাংলা মুভি ডেটাবেজে নাজনীন হাসান চুমকি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.