৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩০তম আয়োজন; যা ২০০৮ সালের ২৩ অক্টোবর তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে। ২০০৮ সালের ১ সেপ্টেম্বর তারিখে তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৫ ঘোষণা করা হয়। এ বছর মোট ১৩ শাখায় পুরস্কার প্রদান করা হয়;[1] যার মধ্যে সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ ৬টি শাখায় পুরস্কার লাভ করে।[2] ২৩ অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে পুরস্কার বিতরণ করেন তত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ[3]

৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০০৫ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
উপস্থাপিততথ্য মন্ত্রণালয়
উপস্থাপন২৩ অক্টোবর ২০০৮
স্থানবাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
আয়োজকআলমগীর ও ফারজানা
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রহাজার বছর ধরে
শ্রেষ্ঠ অভিনেতামাহফুজ আহমেদ
লাল সবুজ
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনুর
দুই নয়নের আলো
সর্বাধিক পুরস্কারহাজার বছর ধরে (৬)
 < ২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩১তম > 

বিজয়ীদের তালিকা

মেধা পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্রহাজার বছর ধরে
শ্রেষ্ঠ পরিচালকসুচন্দাহাজার বছর ধরে
শ্রেষ্ঠ অভিনেতামাহফুজ আহমেদলাল সবুজ
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবনুরদুই নয়নের আলো
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতাইলিয়াস কাঞ্চনশাস্তি
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীচম্পাশাস্তি
শ্রেষ্ঠ শিশুশিল্পীহৃদয় ইসলামটাকা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকআহমেদ ইমতিয়াজ বুলবুলহাজার বছর ধরে
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পীমনির খানদুই নয়নের আলো
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পীসাবিনা ইয়াসমিনদুই নয়নের আলো[2]

কারিগরী পুরস্কার

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকারজহির রায়হান (মরণোত্তর)হাজার বছর ধরে
শ্রেষ্ঠ চিত্রগ্রাহকমাহফুজুর রহমানহাজার বছর ধরে
শ্রেষ্ঠ শিল্প নির্দেশকমোহাম্মদ কলন্তরহাজার বছর ধরে[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২
  2. "National Film Awards for the last fours years announced"The Daily Star। ২০০৮-০৯-০১। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫
  3. নাদিয়া সারওয়াত। "National Film Awards generate enthusiasm"The Daily Star। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০১৫

বহিঃসযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.