মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী (জন্ম মে ২, ১৯৭৩) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া "ব্যাচেলর" চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী
জন্ম (1973-05-02) মে ২, ১৯৭৩
নাখালপাড়া , ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাচলচ্চিত্র নির্মাতা
কার্যকাল১৯৯৯বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
নিচে দেখুন
আদি নিবাসঢাকা
দাম্পত্য সঙ্গীনুসরাত ইমরোজ তিশা (বি. ২০১০)

প্রাথমিক জীবন

ব্যক্তিগত জীবন

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা তিশা ও স্বামী মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী জন্মগ্রহণ করেন ঢাকার নাখালপাড়াতে। ২০১০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে

ছবিয়াল

মোস্তফা সরয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন "ছবিয়াল" নামে একটি সংগঠন। তিনিই এই সংগঠনের পুরোধা ব্যক্তিত্ব।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রঅভিনয়েপ্রযোজনা
২০০৪ব্যাচেলরহুমায়ুন ফরীদি, আহমেদ রুবেল , মারজুক রাসেল হাসান মাহমুদ ফেরদৌস আহমেদ, অপি করিম, জয়া আহসানইমপ্রেস টেলিফিল্ম
২০০৭মেড ইন বাংলাদেশজাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিমইমপ্রেস টেলিফিল্ম
২০০৯থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারনুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, আবুল হায়াতইমপ্রেস টেলিফিল্ম
২০১২টেলিভিশনচঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশাছবিয়াল, ইমপ্রেস টেলিফিল্ম
২০১৪পিঁপড়াবিদ্যা শীনা চৌহান, নূর ইমরান মিঠু, মোহিনী মৌ, মুকিত জাকারিয়াছবিয়াল, ইমপ্রেস টেলিফিল্ম
২০১৪ডুবোশহর মেহজাবীন চৌধুরীছবিয়াল, ইমপ্রেস টেলিফিল্ম
২০১৭ ডুব  ইরফান খাননুসরাত ইমরোজ তিশারোকেয়া প্রাচীপার্ণো মিত্র  জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ ও ইরফান খান ফিল্মস

টেলিভিশন ধারাবাহিক/নাটক

  • ৫১বর্তী
  • ৬৯
  • ৪২০ (২০০৮)
  • উপসংহার
  • তাল পাতার সেপাই
  • ঊনমানুষ
  • ক্যারাম ১ম পত্র
  • ক্যারাম ২য় পত্র
  • বালক বালিকা ,চড়ুইভাতি
  • স্পার্টাকাস ৭১
  • এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি

পুরস্কার এবং সম্মাননা

  • এশিয়া সিনেমা ফান্ড ফর পোষ্ট-প্রোডাকশন (টেলিভিশন)[1]

তথ্যসূত্র

  1. ফাতেমা শাম্মী (জুলাই ০৭, ২০১২)। "মোস্তফা সরয়ার ফারুকী পাচ্ছেন এশিয়া সিনেমা ফান্ড সম্মাননা"ekattor.tv। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.