২০১০
২০১০ (MMX) একটি সাধারণ বছর যেটি শুরু হয়েছে শুক্রবারে। এটি বর্তমান বছর। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি কমন ইরা বা অ্যানো ডোমিনি বর্ষগণনাপদ্ধতিতে ২০১০তম বর্ষ; তৃতীয় সহস্রাব্দ ও একবিংশ শতাব্দীর দশম বর্ষ; এবং ২০১০-এর দশকের প্রথম বর্ষ।
সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
দশক: | |
বছর: |
বিষয় অনুসারে ২০১০ সাল: |
মাস অনুযায়ী |
জানু – ফেব্রু – মার্চ – এপ্রি – মে – জুন জুলা – আগ – সেপ্টে – অক্টো – নভে – ডিসে |
বিষয় অনুযায়ী |
শিল্প – স্থাপত্য – কমিকস – চলচ্চিত্র – হোম ভিডিও – সাহিত্য (কবিতা) – সংগীত – রেডিও – টেলিভিশন – ভিডিও গেমিং |
রাজনীতি |
নির্বাচন – আন্তর্জাতিক নেতা – রাষ্ট্রীয় নেতা – সার্বভৌম রাষ্ট্র |
বিজ্ঞান ও প্রযুক্তি |
প্রত্নতত্ত্ব – এভিয়েশন – প্রাণী বিজ্ঞান – আবহাওয়া বিজ্ঞান – প্রত্নজীববিদ্যা – রেলওয়ে – মহাকাশ |
খেলাধুলা |
অ্যাথলেটিক্স – কাবাডি – বেসবল – বাস্কেটবল – ফুটবল – ক্রিকেট – হকি – মোটরদৌড় – রোড সাইক্লিং (পুরুষ, মহিলা) – টেনিস – সাঁতার |
স্থান অনুসারে |
অস্ট্রেলিয়া – আয়ারল্যান্ড – আর্জেন্টিনা – ইতালি - ইন্দোনেশিয়া - ইরাক – ইরান – কাতার – কানাডা – কেনিয়া – চীন – জাপান – জার্মানি – জিম্বাবুয়ে – যুক্তরাজ্য – যুক্তরাষ্ট্র – ডেনমার্ক – তুরস্ক – দক্ষিণ আফ্রিকা – দক্ষিণ কোরিয়া – নিউজিল্যান্ড – নরওয়ে – পাকিস্তান – ফিলিস্তিন – ফ্রান্স – বাংলাদেশ – বেলজিয়াম – ব্রাজিল – ভারত – মালয়েশিয়া – মিশর – রাশিয়া – শ্রীলঙ্কা – ইউএই – সিঙ্গাপুর – সৌদি আরব – স্পেন |
অন্যান্য বিষয়শ্রেণীসমূহ |
পুরস্কার – আইন – ধর্মীয় নেতা |
জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
জন্ম – মৃত্যু |
প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
প্রতিষ্ঠা – বিলুপ্তি |
কাজ ও প্রচলন বিষয়শ্রেণী সমূহ |
কাজ – প্রচলন পাবলিক ডোমেইন |
গ্রেগরীয় বর্ষপঞ্জী | ২০১০ MMX |
আব উর্বে কন্দিতা | ২৭৬৩ |
আর্মেনীয় বর্ষপঞ্জী | ১৪৫৯ ԹՎ ՌՆԾԹ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জী | ৬৭৬০ |
বাহাই বর্ষপঞ্জী | ১৬৬–১৬৭ |
বাংলা বর্ষপঞ্জি | ১৪১৬–১৪১৭ |
বেরবের বর্ষপঞ্জি | ২৯৬০ |
বুদ্ধ বর্ষপঞ্জী | ২৫৫৪ |
বর্মী বর্ষপঞ্জী | ১৩৭২ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জী | ৭৫১৮–৭৫১৯ |
চীনা বর্ষপঞ্জী | 己丑年 (পৃথিবীর বলদ) ৪৭০৬ বা ৪৬৪৬ — থেকে — 庚寅年 (ধাতুর বাঘ) ৪৭০৭ বা ৪৬৪৭ |
কপটিক বর্ষপঞ্জী | ১৭২৬–১৭২৭ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী | ৩১৭৬ |
ইথিওপীয় বর্ষপঞ্জী | ২০০২–২০০৩ |
হিব্রু বর্ষপঞ্জী | ৫৭৭০–৫৭৭১ |
হিন্দু বর্ষপঞ্জীসমূহ | |
- বিক্রম সংবৎ | ২০৬৬–২০৬৭ |
- শকা সংবৎ | ১৯৩১–১৯৩২ |
- কলি যুগ | ৫১১০–৫১১১ |
হলোসিন বর্ষপঞ্জী | ১২০১০ |
ইগ্বো বর্ষপঞ্জী | ১০১০–১০১১ |
ইরানি বর্ষপঞ্জী | ১৩৮৮–১৩৮৯ |
ইসলামি বর্ষপঞ্জি | ১৪৩১–১৪৩২ |
জুশ বর্ষপঞ্জি | ৯৯ |
জুলীয় বর্ষপঞ্জী | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
কোরীয় বর্ষপঞ্জী | ৪৩৪৩ |
মিঙ্গু বর্ষপঞ্জী | প্রজা. চীন ৯৯ 民國৯৯年 |
থাই সৌর বর্ষপঞ্জী | ২৫৫৩ |
ইউনিক্স সময় | ১২৬২৩০৪০০০ – ১২৯৩৮৩৯৯৯৯ |
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২০১০ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
জাতিসংঘ ২০১০ সালটিকে আন্তর্জাতিক জৈববৈচিত্র্য বর্ষ ও আন্তর্জাতিক যুব বর্ষ হিসেবে ঘোষণা করেছে।
নামকরণ
ঘটনাবলী
জানুয়ারি
- ১৯ জানুয়ারি - হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদ্রাসাভিত্তিক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়।
ফ্রেব্রুয়ারি
- ২১ ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্ভোদন হয়।
মার্চ
এপ্রিল
মে
জুন
- ৩ জুন - বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে নিমতলি অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যাতে ১১৭ জন মানুষ নিতহ হয়।[1]
জুলাই
আগস্ট
- ১০ আগস্ট – বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করল এইচওয়ানএনওয়ান ইনফ্লুয়েঞ্জা বিশ্বমহামারী শেষ। সংস্থার মতে, সারা বিশ্বে ফ্লু অসুখ তার চিরন্তন মরসুমি অসুখের রূপটি ফিরে পেয়েছে।[2]
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
অজানা/অমীমাংসিত তারিখের ঘটনাবলী
জন্ম
মৃত্যু
জানুয়ারি

জ্যঁ সিমোনস
- ৪ জানুয়ারি – জোহান ফেরিয়ার, সুরিনামের প্রথম রাষ্ট্রপতি (জন্ম ১৯১০)
- ৪ জানুয়ারি – সুতোমু ইয়ামাগুচি, দুই পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়া জাপানি (জন্ম 1916)
- ৯ জানুয়ারি – আরমান্ড রাজাফিন্ড্রাটান্ড্রা, মাদাগাস্কারীয় কার্ডিনাল (জন্ম ১৯২৫)
- ১১ জানুয়ারি – মিয়েপ গিয়েস, ডাচ মানবতাবাদী (জন্ম ১৯০৯)
- ১১ জানুয়ারি – এরিক রোহমার, ফরাসি চিত্র পরিচালক (জন্ম ১৯২০)
- ১২ জানুয়ারি – জিলডা আর্নস, ব্রাজিলীয় শিশু বিশেষজ্ঞ ও ত্রাণকর্মী (জন্ম ১৯৩৪)
- ১৩ জানুয়ারি – টেডি পেন্ডেরগ্রাস, আমেরিকান আর অ্যান্ড বি ও সোল গায়ক (জন্ম ১৯৫০)
- ১৫ জানুয়ারি – মার্শাল ওয়ারেন নিরেনবার্গ, আমেরিকান জীববৈজ্ঞানিক ও নোবেল পুরস্কার বিজেতা (জন্ম ১৯২৭)
- ১৭ জানুয়ারি – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ (জন্ম ১৯১৪)
- ১৭ জানুয়ারি – এরিক সেগাল, আমেরিকান লেখক, চিত্রনাট্যকার ও শিক্ষাবিদ (জন্ম ১৯৩৭)
- ১৮ জানুয়ারি – কেট ম্যাকগ্যারিগল, কানাডিয়ান লোকসংগীত শিল্পী (জন্ম ১৯৪৬)
- ১৯ জানুয়ারি – পানাজোট পানো, আলবেনিয়ান ফুটবলার (জন্ম ১৯৩৯)
- ২২ জানুয়ারি – জোহোরের ইসকান্দার, মালয়েশিয়ার অষ্টম রাজা (জন্ম ১৯৩২)
- ২২ জানুয়ারি – জ্যঁ সিমোনস, ব্রিটিশ অভিনেত্রী (জন্ম ১৯২৯)
- ২৫ জানুয়ারি – আলি হাসান আল-মজিদ, ইরাকি রাজনীতিবিদ ও সামরিক কম্যান্ডার (জন্ম ১৯৪১)
- ২৭ জানুয়ারি – জেলডা রুবিনস্টেইন, আমেরিকান অভিনেত্রী ও মানবাধিকার আন্দোলন কর্মী (জন্ম ১৯৩৩)
- ২৭ জানুয়ারি – জে. ডি. সালিঙ্গার, আমেরিকান লেখক (জন্ম ১৯১৯)
- ২৭ জানুয়ারি – হাওয়ার্ড জিন, আমেরিকান ঐতিহাসিক (জন্ম ১৯২২)
ফ্রেব্রুয়ারি
মার্চ
- ৩০ মার্চ - খোদা বক্স মৃধা বাংলাদেশের অন্যতম ক্রীড়া ধারাভাষ্যকার।[3]
এপ্রিল
মে
জুন
জুলাই
- ২৭ জুলাই - আব্দুল মান্নান ভূঁইয়া বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও মন্ত্রী।
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর
- ১০ অক্টোবর - মইনুল হোসেন চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা । [4]
নভেম্বর
- নভেম্বর ২: রুডলফ বরসাই, রাশিয়ান (সাবেক সোভিয়েট ইউনিয়ন) সঙ্গীত পরিচালক (জন্মঃ ১৯২৪)
- নভেম্বর ৩: ভিক্টর চেরনোমেরদিন, রাশিয়ার ৩১তম প্রধানমন্ত্রী (জন্মঃ ১৯৩৮)।
- নভেম্বর ৫: জিল ক্লেবার্গ, আমেরিকান অভিনেত্রী (জন্মঃ ১৯৪৪)।
- নভেম্বর ৫: হাজো হারমান, জার্মানীর লাফটওয়াফ বোমারু পাইলট এবং আইনজীবি (জন্মঃ ১৯১৩)।
- নভেম্বর ১১: ডিনো ডি লরেনটিস, ইতালীয় চলচ্চিত্র পরিচালক (জন্মঃ ১৯১৯)।
- নভেম্বর ১২: হেনরিক গোর্কী, পোলিশ সুরকার (জন্মঃ ১৯৩৩)।
ডিসেম্বর
- ডিসেম্বর ১০ - জন বি. ফেন, আমেরিকান নোবেল পুরুস্কার প্রাপ্ত রসায়নবিদ (জ. ১৯১৭)
- ডিসেম্বর ১২ - টম ওয়ালকিনশোও, ব্রিটিশ রেসিং গাড়ির ড্রাইভার এবং দলের মালিক (জ. ১৯৪৬)
- ডিসেম্বর ১৩ - রিচার্ড হলব্রুকের, আমেরিকান কূটনীতিক (জ. ১৯৪১)
- ডিসেম্বর ১৫ - ব্লেক এডওয়ার্ডস, আমেরিকান চলচ্চিত্র পরিচালক (জ. ১৯২২)
- ডিসেম্বর ১৭ - ক্যাপ্টেন বিফহার্ট, আমেরিকান সুরকার (জ. ১৯৪১)
- ডিসেম্বর ২১ - এনজো বেয়ােরজোট, ইতালীয় ফুটবলার এবং কোচ (জ. ১৯২৭)
- ডিসেম্বর ২৫ - কার্লোস পেরেজ আন্দ্রেজ, ভেনেজুয়েলা ৫৫তম প্রেসিডেন্ট (জ. ১৯২২)
- ডিসেম্বর ২৬ -
- সালভাদর জর্জ ব্লানকো, ডোমিনিকান প্রজাতন্ত্র এর ৪৮তম প্রেসিডেন্ট (জ. ১৯২৬)
- টিনা মারি, আমেরিকান গায়ক, গীতিকার (জ. ১৯৫৬)
- ডিসেম্বর ৩০ - এলিস ক্লার্ক, ত্রিনিদাদ ও টোবাগো ১ম প্রেসিডেন্ট (জ. ১৯১৭)
পুরস্কার
তথ্যসূত্র
- Farid Hossain (৪ জুন ২০১০)। "Bangladesh fire races through buildings, kills 117"। Associated Press। ৫ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১০।
- "CIDRAP News - WHO says H1N1 pandemic is over"।
- http://archive.prothom-alo.com/detail/date/2010-03-31/news/52843
- দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না"| তারিখ: ৩০-০৪-২০১২
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.