আব উর্বে কন্দিতা

আব উর্বে কন্দিতা (লাতিন উচ্চারণ: [ab ˈʊrbɛ ˈkɔndɪtaː]), বা এন্নো উরবিস কন্দিতে (লাতিন উচ্চারণ: [ˈannoː ˈʊrbɪs ˈkɔndɪtae̯]), প্রায়শই সংক্ষেপে এইউসি বলা হয় এবং শাস্ত্রীয় ঐতিহাসিকেরা প্রাচীন রোমের বছর বোঝাতে ব্যবহার করে। "আব উর্বে কন্দিতা"র আক্ষরিক অর্থ (রোম) শহরের প্রতিষ্ঠা, অন্যদিকে "এন্নো উরবিস কন্দিতে" র অর্থ "শহর পত্তনের বছর"। রোমের গোড়াপত্তনের ঐতিহ্যবাহী বছর হচ্ছে ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দ। একে AUC ১ লেখা হয়। সে হিসেবে ১ খ্রিষ্টাব্দকে AUC ৭৫৪ বলা যায়। ২৭ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের অউক বছর হবে AUC ৭২৭।

Antoninianus of Pacatianus, usurper of Roman emperor Philip in 248. It reads ROMAE AETER[NAE] AN[NO] MIL[LESIMO] ET PRIMO, "To eternal Rome, in its one thousand and first year".
অন্যান্য পঞ্জিকায় ২০১৯
গ্রেগরীয় বর্ষপঞ্জী২০১৯
MMXIX
আব উর্বে কন্দিতা২৭৭২
আর্মেনীয় বর্ষপঞ্জী১৪৬৮
ԹՎ ՌՆԿԸ
অ্যাসিরীয় বর্ষপঞ্জী৬৭৬৯
বাহাই বর্ষপঞ্জী১৭৫–১৭৬
বাংলা বর্ষপঞ্জি১৪২৫–১৪২৬
বেরবের বর্ষপঞ্জি২৯৬৯
বুদ্ধ বর্ষপঞ্জী২৫৬৩
বর্মী বর্ষপঞ্জী১৩৮১
বাইজেন্টাইন বর্ষপঞ্জী৭৫২৭–৭৫২৮
চীনা বর্ষপঞ্জী戊戌(পৃথিবীর কুকুর)
৪৭১৫ বা ৪৬৫৫
     থেকে 
己亥年 (পৃথিবীর শূকর)
৪৭১৬ বা ৪৬৫৬
কপটিক বর্ষপঞ্জী১৭৩৫–১৭৩৬
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী৩১৮৫
ইথিওপীয় বর্ষপঞ্জী২০১১–২০১২
হিব্রু বর্ষপঞ্জী৫৭৭৯–৫৭৮০
হিন্দু বর্ষপঞ্জীসমূহ
 - বিক্রম সংবৎ২০৭৫–২০৭৬
 - শকা সংবৎ১৯৪০–১৯৪১
 - কলি যুগ৫১১৯–৫১২০
হলোসিন বর্ষপঞ্জী১২০১৯
ইগ্বো বর্ষপঞ্জী১০১৯–১০২০
ইরানি বর্ষপঞ্জী১৩৯৭–১৩৯৮
ইসলামি বর্ষপঞ্জি১৪৪০–১৪৪১
জুশ বর্ষপঞ্জি১০৮
জুলীয় বর্ষপঞ্জীগ্রেগরীয় বিয়োগ ১৩ দিন
কোরীয় বর্ষপঞ্জী৪৩৫২
মিঙ্গু বর্ষপঞ্জীপ্রজা. চীন ১০৮
民國১০৮年
থাই সৌর বর্ষপঞ্জী২৫৬২
ইউনিক্স সময়১৫৪৬৩০০৮০০ – ১৫৭৭৮৩৬৭৯৯

রেনেসাঁসের যুগে এই শব্দটির ব্যবহার খুব সাধারণ ছিলো যখন সম্পাদকেরা তাদের প্রকাশিত রোমান পান্ডুলিপিতে অউক যোগ করতো মিথ্যা আবহ তৈরি করতে। বাস্তবে রোমান যুগে বছর নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি ছিলো সেই বছরে দায়িত্বপ্রাপ্ত দুজন রোমান কনসালের নাম নেয়া। পরের।দিকে রেগন্যাল বছর ব্যবহার করা হতো।

গুরুত্ব

রোম নগরের প্রতিষ্ঠা করে প্রথম খ্রিস্টপূর্বাব্দে মারকুস টেরেনটিয়াস ভাররো ২১ এপ্রিল ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে। ভারো সম্ভবত কনসালের তালিকা (ভূলভাবে) ব্যবহার করেছিলেন এবং বছরকে আব উর্বে কন্দিতা ২৪৫, হেলিকারনাসসাসের দাইওনিসিয়াসের ২৪৪ বছর পর বিরতি ধরে। এই হিসাবের নির্ভুলতা কখনো নির্ণয় করা না গেলেও এটা বিশ্বব্যাপী এখনো ব্যবহৃত হচ্ছে।

ক্লডিয়াসের সময় থেকে (শাসনলাল ৪১ খ্রিষ্টাব্দ থেকে ৫৪ খ্রিষ্টাব্দ) এই গণনা অন্যান্য গণনাকে অবদমিত করে ফেলে। নগরীর বাৎসরিক উদযাপন একটি রাজকীয় প্রোপাগান্ডায় পরিনত হয়। নগরী প্রতিষ্ঠার আটশো বছরের মাথায় ৪৮ খ্রিষ্টাব্দে ক্লডিয়াস নগরীর সম্মানে জাঁকালো বার্ষিকী পালন করে। একই রকম উদযাপন করে হাদ্রিয়ান ও এন্টোনিয়াস পাইয়াস ১২১ এবং ১৪৭ ও ১৪৮ খ্রিষ্টাব্দে।

২৪৮ খ্রিষ্টাব্দে ফিলিপ দ্যা আরব রোমের শতবার্ষিকী পালন করেন। উদযাপনের অংশ হিসেবে তার রাজ্যে মুদ্রা চালু করেন

পঞ্জিকা যুগ

আনা ডোমিনো (AD) বছরের সংখ্যায়ন ৫২৫ খ্রিষ্টাব্দে রোমের একজন সন্যাসী দাইয়োনিসিয়াস এক্সিগুয়াস উন্নত করেন। তিনি ইস্টারের তারিখ গণনা করার কাজে এটা আবিষ্কার করেন। দাইয়োনিসিয়াস অউক পদ্ধতি ব্যবহার করেন নি। ২৯৩ সাল থেকে এটা ব্যবহৃত হতো কারণ তখন সে সময়ের সম্রাটের জন্যে রেগন্যাল বছরের ব্যবহার খুবই অযৌক্তিক হয়ে পড়েছিলো।[1] ১ খ্রিষ্টাব্দ সমান AUC ৭৫৪। সেহেতু,

  • AUC ১ = ৭৫৩ বচ
  • AUC ৭৫৩ = ১ বচ
  • AUC ৭৫৪ = AD ১
  • AUC ১০০০ = AD ২৪৭
  • AUC ১২২৯ = AD ৪৭৬
  • AUC ২২০৬ = AD ১৪৫৩
  • AUC ২৭৫৩ = AD ২০০০
  • AUC এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "" = AD ২০১৯

আরো দেখুন

তথ্যসূত্র

  1. J. David Thomas, "On Dating by Regnal Years of Diocletian, Maximian and the Caesars", Chronique d'Egypte 46.91 (1971), 173179, doi:10.1484/J.CDE.2.308234.

টেমপ্লেট:প্রাচীন রোম বিষয় টেমপ্লেট:বর্ষপঞ্জি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.