রিচার্ড এফ. হেক

রিচার্ড এফ. হেক (ইংরেজি: Richard F. Heck; ১৫ আগস্ট ১৯৩১[1] - ১০ অক্টোবর ২০১৫) হলেন একজন মার্কিন রসায়নবিদ। তার উদ্ভাবিত হেক বিক্রিয়ার জন্য তিনি সর্বাধিক পরিচিত। এই বিক্রিয়ায় অ্যালকিনের সাথে প্যালাডিয়ামের উপস্থিতিতে অ্যা্রাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হয়। তিনি, এই-ইচি নেগিসিআকিরা সুজুকির সাথে যৌথভাবে ২০১০ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন। প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে কাপলিং বিক্রিয়া নামক বিশেষ ধরনের এক জৈব সংশ্লেষণ বিক্রিয়ার উদ্ভাবনের জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।[2]

রিচার্ড এফ. হেক
জন্ম(১৯৩১-০৮-১৫)১৫ আগস্ট ১৯৩১
স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস
মৃত্যু১০ অক্টোবর ২০১৫(2015-10-10) (বয়স ৮৪)
ম্যানিলা, ফিলিপাইন
জাতীয়তা যুক্তরাষ্ট্র আমেরিকান
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস
পরিচিতির কারণহেক বিক্রিয়া
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (২০১০)

তথ্যসূত্র

  1. Finucane, Martin (অক্টোবর ৬, ২০১০)। "Nobel Prize winner is Springfield native"Boston Globe
  2. Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১০.

আরো পড়ুন

  • Negishi, E. (১৯৯৯)। "A profile of Professor Richard F. Heck Discovery of the Heck reaction"। Journal of Organometallic Chemistry576: XV। doi:10.1016/S0022-328X(98)01136-X

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.