উইলার্ড ফ্রাঙ্ক লিব্বী

উইলার্ড ফ্রাঙ্ক লিব্বী একজন মার্কিন ভৌত রসায়নবিদ। তিনি ১৯৬০ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

উইলার্ড ফ্রাঙ্ক লিব্বী
জন্ম(১৯০৮-১২-১৭)১৭ ডিসেম্বর ১৯০৮
গ্র্যান্ড ভ্যালী, কলোরাডো
মৃত্যু৮ সেপ্টেম্বর ১৯৮০(1980-09-08) (বয়স ৭১)
লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রতেজস্ক্রিয়া
প্রতিষ্ঠানকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, লস অ্যাঞ্জেলস
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
পিএইচডি ছাত্ররাশেরউড রোল্যান্ড
পরিচিতির কারণRadiocarbon dating
উল্লেখযোগ্য
পুরস্কার
Elliott Cresson Medal (1957)
রসায়নে নোবেল পুরস্কার ১৯৬০

জীবনী

লিব্বী ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে রসায়নে ১৯৩১ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৩৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে সেখানেই তিনি প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। ১৯৪৫ সালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় এ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৫৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, লস অ্যাঞ্জেলস এ রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। [1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.