ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয

ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয একজন অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী। তিনি ১৯৬২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয
Perutz in 1962
জন্মম্যাক্স ফার্দিনান্দ পেরুতয
19 May 1914
ভিয়েনা, অস্ট্রিয়া-হাঙ্গেরি
মৃত্যু৬ ফেব্রুয়ারি ২০০২(2002-02-06) (বয়স ৮৭)
কেমব্রিজ, কেমব্রিজশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
কর্মক্ষেত্রআণবিক জীববিজ্ঞান, ক্রিস্টালোগ্রাফি
প্রতিষ্ঠানকেমব্রিজ বিশ্ববিদ্যালয়য়, Laboratory of Molecular Biology
প্রাক্তন ছাত্রভিয়েনা বিশ্ববিদ্যালয়য়; Peterhouse, Cambridge
পিএইচডি উপদেষ্টাJ.D. Bernal
পিএইচডি ছাত্ররাফ্রান্সিস ক্রিক
পরিচিতির কারণHeme-containing proteins
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৬২)
স্ত্রী/স্বামীGisela Clara Peiser (m. 1942; 2 children)

জীবনী

পেরুতয কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সম্মাননা

  • অর্ডার অব মেরিট
  • অর্ডার অব দ্য কম্প্যানিয়নস অব অনার
  • কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার, ১৯৬৩
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি
  • রয়েল মেডেল, ১৯৭১
  • কপলি মেডেল, ১৯৭৯

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.