উইলিয়াম এসকো মোয়ের্নার

উইলিয়াম এসকো মোয়ের্নার (জন্ম: ২৪ জুন, ১৯৫৩) একজন মার্কিন ভৌত রসায়নবিজ্ঞানী এবং রাসায়নিক পদার্থবিজ্ঞানী। ২০১৪ সালে স্বদেশী এরিক বেটজিগ ও জার্মানি’র স্টিফান হেলের সাথে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পান।

উইলিয়াম এসকো মোয়ের্নার
জন্ম (1953-06-24) ২৪ জুন ১৯৫৩
ক্যালিফোর্নিয়া
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্ররসায়ন, ফলিত পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, কর্নেল ইউনিভার্সিটি
পিএইচডি উপদেষ্টাAlbert J. Sievers III
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে ওল্ফ পুরস্কার (২০০৮)
আর্ভিং ল্যাংমিউয়র অ্যাওয়ার্ড (২০০৯)
Peter Debye Award (2013)
রসায়নে নোবেল পুরস্কার (২০১৪)

জীবনী

মোয়ের্নার ১৯৫৩ সালের ২৪ জুন ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস থেকে ১৯৭৫ সালে ফাইনাল অনার্সসহ পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব সায়েন্স, তড়িৎ প্রকৌশলে ফাইনাল অনার্সসহ ব্যাচেলর অব সায়েন্স এবং গণিতে সুম্মা কাম লড সহ ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৮ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পুরস্কার ও সম্মাননা

সদস্যপদ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.