ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ

ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ (ইংরেজি: Vincent du Vigneaud) একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৫৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ
জন্মMay 18, 1901
শিকাগো, ইলিনয়, USA
মৃত্যুডিসেম্বর ১১, ১৯৭৮(1978-12-11) (বয়স ৭৭)
ইথাকা, নিউ ইয়র্ক, USA
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্ররসায়ন
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
রোচেস্টার বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাJohn R. Murlin
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৫৫)

জীবনী

ভিগ্নেয়াউদ ১৯০১ সালের ১৮ মে ইলিনয়ের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯২৩ সালে বিএসসি এবং ১৯২৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩২ সালে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে যোগদান করেন এবং ১৯৩৮ সালে কর্নেল মেডিকেল কলেজে যোগদান করেন। [1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.