ব্রায়ান কোবিল্কা

ব্রায়ান কেন্ট কোবিল্কা (জন্ম: ৩০ মে, ১৯৫৫) একজন নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের মলিকুলার অ্যান্ড সেলুলার ফিজিওলজি বিভাগের অধ্যাপক।

ব্রায়ান কোবিল্কা
জন্মBrian Kent Kobilka
(1955-05-30) ৩০ মে ১৯৫৫
মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রCrystallography
প্রতিষ্ঠানস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রমিনেসোটা বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়
শিক্ষায়তনিক উপদেষ্টাবৃন্দRobert Lefkowitz
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (২০১২)

জীবনী

তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান ও রসায়নে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর গবেষণা করেন। ডিউক বিশ্ববিদ্যালয়ে তিনি রবার্ট লেফকইটজ এঁর তত্ত্বাবধানে বিটা-২ অ্যাডরেনারজিক রিসিপটর এর ক্লোনিং এর উপর কাজ শুরু করেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.