ক্রিস্টিয়ান ব. আনফিন্সেন

ক্রিস্টিয়ান বোয়েমার আনফিন্সেন একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৭২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ক্রিস্টিয়ান ব. আনফিন্সেন
Christian B. Anfinsen in 1969
জন্মক্রিস্টিয়ান বোয়েমার আনফিন্সেন
March 26, 1916
পেন্সিলভেনিয়া
মৃত্যুমে ১৪, ১৯৯৫(1995-05-14) (বয়স ৭৯)
ম্যারিল্যান্ড
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রপ্রানরসায়ন
প্রাক্তন ছাত্রSwarthmore College (BS, 1937)
পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় (এমএস, ১৯৩৯)
হার্ভার্ড মেডিকেল স্কুল (পিএইচডি, ১৯৪৩)
পরিচিতির কারণRibonuclease, Anfinsen's dogma
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার ১৯৭২
স্ত্রী/স্বামীFlorence Kenenger (1941-1978; divorced; 3 children)
Libby Shulman Ely (m. 1979; 4 stepchildren)

জীবনী

আনফিন্সেন পেন্সিলভেনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৭ সালে সোয়ার্থমোর কলেজ থেকে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। ১৯৩৯ সালে পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৪৩ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.